সাইক্লোন রিমল

Cyclone Remal Latest Update: দানবীয় ঢেউ গিলে নিচ্ছে উপকূল! নদী গর্জনে বাড়ছে আতঙ্ক! আরও এগিয়ে এল সিভিয়ার সাইক্লোন রিমল, লেটেস্ট আপডেট

*ফুঁসছে সমুদ্র। পাকিয়ে পাকিয়ে উঠছে ঢেউ। ভয়ঙ্কর পরিস্থিতি দিঘায়। সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়েছে Remal...!
*ফুঁসছে সমুদ্র। পাকিয়ে পাকিয়ে উঠছে ঢেউ। ভয়ঙ্কর পরিস্থিতি দিঘায়। সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়েছে Remal…!
*আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গিয়েছে, শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমলের প্রভাব পড়তে শুরু করেছে দিঘা-সহ পূর্ব মেদনীপুরে। পূর্ব মেদিনীপুরের আকাশ রবিবার সকাল থেকেই মেঘলা। বইছে দমকা ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে বৃষ্টি।
*আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গিয়েছে, শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমলের প্রভাব পড়তে শুরু করেছে দিঘা-সহ পূর্ব মেদনীপুরে। পূর্ব মেদিনীপুরের আকাশ রবিবার সকাল থেকেই মেঘলা। বইছে দমকা ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে বৃষ্টি।
*শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমল। রিমলের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় পড়তে শুরু করেছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। শুরু হয়েছে তুমুল বৃষ্টি। দিঘায় সমুদ্র সৈকত বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে। সকাল থেকেই দিঘায় চলছে মাইকিং।
*শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমল। রিমলের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় পড়তে শুরু করেছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। শুরু হয়েছে তুমুল বৃষ্টি। দিঘায় সমুদ্র সৈকত বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে। সকাল থেকেই দিঘায় চলছে মাইকিং।
*প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমল রবিবার মধ্যরাতের পর বাংলাদেশের খেপুপারা উপকূল থেকে পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী স্থান মোংলা বন্দরের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার থাকতে পারে।
*প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমল রবিবার মধ্যরাতের পর বাংলাদেশের খেপুপারা উপকূল থেকে পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী স্থান মোংলা বন্দরের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার থাকতে পারে।
*ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এই ঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৭০-৯০ কিলোমিটার গতিবেগে ঝড় ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। ২৮ মে পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
*ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এই ঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৭০-৯০ কিলোমিটার গতিবেগে ঝড় ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। ২৮ মে পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
*আজ রবিবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় এই ঝড়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। দিঘার পর্যটকেরা বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে উত্তাল সমুদ্রের রূপ উপভোগ করতে সমুদ্র সৈকত সরণিতে ভিড় জমিয়েছে।
*আজ রবিবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় এই ঝড়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। দিঘার পর্যটকেরা বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে উত্তাল সমুদ্রের রূপ উপভোগ করতে সমুদ্র সৈকত সরণিতে ভিড় জমিয়েছে।
*পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণী বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে। সৈকত সরণী জুড়ে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হয়েছে নুলিয়া ও পুলিশ।
*পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণী বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে। সৈকত সরণী জুড়ে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হয়েছে নুলিয়া ও পুলিশ।
*জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলায় মোতায়েন হয়েছে দুটি এনডিআরএফ টিম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যা জানা গিয়েছে, একাধিক এলাকায় তাণ্ডবলীলা চালাতে পারে রিমল। রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের পর কোন অভিমুখে যাত্রা করবে এই ঘূর্ণিঝড়?
*জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলায় মোতায়েন হয়েছে দুটি এনডিআরএফ টিম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যা জানা গিয়েছে, একাধিক এলাকায় তাণ্ডবলীলা চালাতে পারে রিমল। রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের পর কোন অভিমুখে যাত্রা করবে এই ঘূর্ণিঝড়?
*সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটির ল্যান্ডফল হবে বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিমে। আজ, রবিবার মধ্যরাত ১২টার আশপাশে আছড়ে পড়বে এই গভীর সাইক্লোনিক স্টর্ম। ল্যান্ডফলের পর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও কুমিরমারির মাঝামাঝি দিয়ে এই ঝড় প্রবেশ করবে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখান থেকে টাকি হয়ে বাংলাদেশেরে যশোরে ঢুকবে ঘূর্ণিঝড়। 
*সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটির ল্যান্ডফল হবে বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিমে। আজ, রবিবার মধ্যরাত ১২টার আশপাশে আছড়ে পড়বে এই গভীর সাইক্লোনিক স্টর্ম। ল্যান্ডফলের পর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও কুমিরমারির মাঝামাঝি দিয়ে এই ঝড় প্রবেশ করবে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখান থেকে টাকি হয়ে বাংলাদেশেরে যশোরে ঢুকবে ঘূর্ণিঝড়।
*বাংলাদেশের নীচের দিকে সাতক্ষীরা, খুলনা জেলায় বড়সড় তাণ্ডব চালাবে রিমল সাইক্লোন। এই দুই জেলাই নাকি সবথেকে বেশি ক্ষতির মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া হুগলি এই ঝড়ের কবলে পড়বে। উপকূলের জেলা হিসেবে পূর্ব মেদিনীপুরও এই ঝড়ের ঝাপটা থেকে রক্ষা পাবে না।
*বাংলাদেশের নীচের দিকে সাতক্ষীরা, খুলনা জেলায় বড়সড় তাণ্ডব চালাবে রিমল সাইক্লোন। এই দুই জেলাই নাকি সবথেকে বেশি ক্ষতির মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া হুগলি এই ঝড়ের কবলে পড়বে। উপকূলের জেলা হিসেবে পূর্ব মেদিনীপুরও এই ঝড়ের ঝাপটা থেকে রক্ষা পাবে না।
*পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। দুই ২৪ পরগনায় ধ্বংসলীলার পর আগামিকাল, সোমবার থেকে প্রভাব বেশি পাওয়া যাবে নদিয়া ও মুর্শিদাবাদে।ঠিক তারপর মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রিমলের প্রভাব পড়বে। পরশু, মঙ্গলবার, ২৮ মে উত্তরবঙ্গে এই ঝড়ের প্রভাব বেশি।
*পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। দুই ২৪ পরগনায় ধ্বংসলীলার পর আগামিকাল, সোমবার থেকে প্রভাব বেশি পাওয়া যাবে নদিয়া ও মুর্শিদাবাদে।ঠিক তারপর মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রিমলের প্রভাব পড়বে। পরশু, মঙ্গলবার, ২৮ মে উত্তরবঙ্গে এই ঝড়ের প্রভাব বেশি।