Cyclone Remal Update: রেমালের তাণ্ডবে সবজি চাষে ক্ষতির আশঙ্কা চাষিদের, বাড়তে পারে সবজির দাম

রেমাল- আতঙ্কে ভাঙড়ের চাষিরা। রেৱমালের তাণ্ডবে সবজি চাষে ক্ষতির আশঙ্কা চাষিদের। চাষে ক্ষতি হলে বাড়তে পারে সবজির দাম। সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷ সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেট-এ দেখা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷ এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷ কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশে মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm।