এবার ঘূর্ণিঝড় রিমলের দোসর ভরা কোটাল। জোয়ারের সময়েই তুমুল বৃষ্টির আশঙ্কা। জোয়ারের জন্য বন্ধ থাকবে হুগলি নদীর লকগেট। শহরে প্রবল বৃষ্টির জেরে জল জমে যাওয়ার আশঙ্কা।

Cyclone Remal update: রাত সাড়ে দশটায় মাটি ছুঁল রিমলের চোখ, কতক্ষণ চলবে ল্যান্ডফল প্রক্রিয়া? জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে একেবারে কাঁটায় কাঁটায় সময় মিলিয়েই যেন আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রিমল৷ গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে রিমল৷

আবহাওয়া দফতর রবিবার রাতে জানিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে ঘূর্ণিঝড় রিমলের চোখ বা আই প্রবেশ করেছে৷ এই সময় থেকেই শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া৷

আরও পড়ুন: Red Alert- এ কলকাতা! তাণ্ডব শুরু সাইক্লোনের, হুড়মুড়িয়ে বৃষ্টি, শনশন হাওয়া, কতক্ষণ চলবে সাইক্লোনের খেলা

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের চোখের পিছন পিছন ঘূর্ণিঝড়ে পিছনের অংশ, অর্থাৎ যে অংশকে ওয়াল ক্লাউড রিজিয়ন বলা হয়, সেটি প্রবেশ করতে শুরু করেছে৷ ঘূর্ণিঝড়ের এই অংশেই লম্বা আকৃতির মেঘ থাকে৷  যার ফলে রাত বাড়ার সঙ্গে বৃষ্টিও বাড়ছে৷ আবহবিদরা জানাচ্ছেন, দু ঘণ্টা ধরে ঘূর্ণিঝড়ের এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে৷ অর্থাৎ রাত সাড়ে ১২টা পর্যন্ত ঝড়ের মূল তাণ্ডব চলবে৷

আবহাওয়া দফতর সূত্রে খবর, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার৷ আবহাওয়া দফতর জানিয়েছিল, রিমলের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত৷ ঘূর্ণিঝড়ের দাপট লক্ষ্য করা গিয়েছে এ রাজ্যের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বকখালি, ফ্রেজারগঞ্জ, দিঘা, হলদিয়া, মন্দারমণির মতো উপকূলবর্তী এলাকাগুলিতে৷ প্রবল বেগে হাওয়ার সঙ্গে উত্তাল হয়ে ওঠে নদী, সমুদ্র৷

ঘূর্ণিঝড়ের দাপটে একদিকে যেমন সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে, সেরকমই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন নদীতে জলস্তরও বাড়তে থাকে৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু এই তিন উপকূলবর্তী এলাকা নয়, কলকাতাতেও প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ৷