রিমলের দাপটে বহু জায়গায় ভেঙে পড়েছে বড় বড় গাছ৷

Cyclone Remal in West Bengal: চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে একই পরিণতি ছেলেরও! রাজ্যে রিমল দুর্যোগের বলি ৪

ঝড়ের দাপটে ভেঙে পড়েছিল বাড়ির কলাগাছ৷ সেই কলা গাছ কেটে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা৷ আর তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হল ছেলেরও৷ সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারিতে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা এবং ছেলে, দু জনেরই মৃত্যু হয়েছে৷ এই নিয়ে ঘূর্ণিঝড় রিমলের জেরে শুরু হওয়া দুর্যোগে রাজ্যে চার জনের মৃত্যু হল৷

সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মেমারির কলানবগ্রাম কোঙারপাড়ায়। জানা গিয়েছে, মৃত দুজনের নাম ফঁড়ে সিং(৬৪) এবং তাঁর ছেলেও তরুণ সিং(৩০)।

স্থানীয় সূত্রে খবর, রবিবারের ঝড়বৃষ্টিতে বাড়ির কলা গাছ ভেঙে পড়ায় এ দিন সকালে সেই গাছ কেটে সরাতে যান ফঁড়ে সিং৷ কিন্তু গাছের সঙ্গে যে বিদ্যুতের তার জড়িয়ে ছিল, তা লক্ষ্য করেননি তিনি৷ গাছ কাটতে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই বৃদ্ধ৷ বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে যান ছেলে তরুণ সিং৷ কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ স্থানীয় বাসিন্দারা বাবা ছেলেকে উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু সেখানে তাঁদের দু জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

রবিবার রাতেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর কলকাতার এন্টালির বিবির বাগান এলাকায় বাড়ির কার্নিশ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়৷ সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার মৌসুনি দ্বীপে বাড়ির রান্নাঘরের উপরে গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে চলতে থাকা দুর্যোগে রাজ্যে চার জনের মৃত্যুর খবর মিলেছে৷ রিমলের জেরে রাজ্য জুড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ্যসচিবের কাছে তার রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷