Bank Locker Charge: ব্যাঙ্কে লকার নেবেন ভাবছেন? দেখে নিন কোন ব্যাঙ্ক কেমন চার্জ নেয়

 

বিভিন্ন ব্যাঙ্ক লকারের সুবিধা প্রদান করে থাকে। অনেক মানুষ তাদের গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ রাখতে এই সুবিধা গ্রহণ করে। লোকেরা এই লকারে তাদের গুরুত্বপূর্ণ নথি, গয়না বা অন্য কোনও মূল্যবান জিনিসপত্র রাখেন। এই কারণে এটিকে সেফ ডিপোজিট লকারও বলা হয়। তবে এই লকারটি বিনামূল্যে পাওয়া যায় না। এর জন্য সাধারণ মানুষকে প্রতি বছর ব্যাঙ্কে লকার ভাড়া সহ বেশ কিছু চার্জ (ব্যাঙ্ক লকার চার্জ) দিতে হয়। আসুন জেনে নেওয়া যাক ৫টি জনপ্রিয় ব্যাঙ্কে এখন লকারের চার্জ কত।
বিভিন্ন ব্যাঙ্ক লকারের সুবিধা প্রদান করে থাকে। অনেক মানুষ তাদের গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ রাখতে এই সুবিধা গ্রহণ করে। লোকেরা এই লকারে তাদের গুরুত্বপূর্ণ নথি, গয়না বা অন্য কোনও মূল্যবান জিনিসপত্র রাখেন। এই কারণে এটিকে সেফ ডিপোজিট লকারও বলা হয়। তবে এই লকারটি বিনামূল্যে পাওয়া যায় না। এর জন্য সাধারণ মানুষকে প্রতি বছর ব্যাঙ্কে লকার ভাড়া সহ বেশ কিছু চার্জ (ব্যাঙ্ক লকার চার্জ) দিতে হয়। আসুন জেনে নেওয়া যাক ৫টি জনপ্রিয় ব্যাঙ্কে এখন লকারের চার্জ কত।
SBI ব্যাঙ্কের লকার চার্জ -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে লকার নেওয়ার আগে, মনে রাখতে হবে যে লকারের ভাড়া, এটি খোলা, বারবার পরিদর্শন করা সহ অনেক ধরনের চার্জ দিতে হতে পারে। এই চার্জ ১৫০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত হতে পারে এবং এর জন্য আলাদাভাবে GST দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা চার্জও দিতে হবে।
SBI ব্যাঙ্কের লকার চার্জ –
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে লকার নেওয়ার আগে, মনে রাখতে হবে যে লকারের ভাড়া, এটি খোলা, বারবার পরিদর্শন করা সহ অনেক ধরনের চার্জ দিতে হতে পারে। এই চার্জ ১৫০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত হতে পারে এবং এর জন্য আলাদাভাবে GST দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা চার্জও দিতে হবে।
HDFC ব্যাঙ্কের লকার চার্জ -কেউ যদি এইচডিএফসি ব্যাঙ্কে একটি লকার নেন, তাহলে তাঁকে লকারের জন্য ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে। এই চার্জ নির্ভর করে কে কোন এলাকায় লকারের সুবিধা নিচ্ছে নএবং লকারটি কত বড় বা ছোট তার উপরে।
HDFC ব্যাঙ্কের লকার চার্জ –
কেউ যদি এইচডিএফসি ব্যাঙ্কে একটি লকার নেন, তাহলে তাঁকে লকারের জন্য ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে। এই চার্জ নির্ভর করে কে কোন এলাকায় লকারের সুবিধা নিচ্ছে নএবং লকারটি কত বড় বা ছোট তার উপরে।
কানাড়া ব্যাঙ্কের লকার চার্জ -শুধুমাত্র কানাড়া ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য GST সহ ৪০০ টাকা দিতে হবে। যেখানে লকার ভাড়া ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই চার্জ নির্ভর করে কে কোন এলাকায় লকারের সুবিধা নিচ্ছেন এবং লকারটি কত বড় বা ছোট তার উপরে।
কানাড়া ব্যাঙ্কের লকার চার্জ –
শুধুমাত্র কানাড়া ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য GST সহ ৪০০ টাকা দিতে হবে। যেখানে লকার ভাড়া ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই চার্জ নির্ভর করে কে কোন এলাকায় লকারের সুবিধা নিচ্ছেন এবং লকারটি কত বড় বা ছোট তার উপরে।
ICICI ব্যাঙ্কের লকার চার্জ - আইসিআইসিআই ব্যাঙ্কের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন আকার অনুযায়ী বিভিন্ন ধরনের লকার চার্জ রয়েছে। এগুলোর ভাড়া ১২০০ টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত।
ICICI ব্যাঙ্কের লকার চার্জ – আইসিআইসিআই ব্যাঙ্কের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন আকার অনুযায়ী বিভিন্ন ধরনের লকার চার্জ রয়েছে। এগুলোর ভাড়া ১২০০ টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত।
AXIS ব্যাঙ্কের লকার চার্জ -কেউ যদি অ্যাক্সিস ব্যাঙ্কে লকার নেওয়ার কথা ভাবেন, তাহলে তাঁকে ১৫০০ টাকা থেকে প্রায় ১৪,২৫৬ টাকা পর্যন্ত লকার চার্জ দিতে হতে পারে।
AXIS ব্যাঙ্কের লকার চার্জ –
কেউ যদি অ্যাক্সিস ব্যাঙ্কে লকার নেওয়ার কথা ভাবেন, তাহলে তাঁকে ১৫০০ টাকা থেকে প্রায় ১৪,২৫৬ টাকা পর্যন্ত লকার চার্জ দিতে হতে পারে।