Stress

বিরল রোগ! চক, মাটি, ধুলো দেখলে খেতে ইচ্ছে করে, দাঁত শিরশির করে… কেন হয় এই অসুখ?

আশেপাশের মানুষদের মধ্যে মাটি, চক, কাগজ খাওয়ার প্রবণতা লক্ষ্য করেছেন কখনও? হয় হেসে উড়িয়ে দিয়েছেন. না হলে অবাক হয়েছেন। আজকের প্রতিবেদনে জানানো হবে কেন এমন 'নন-ফুড আইটেম' খাওয়ার ইচ্ছা মানুষের মধ্যে হয়।
আশেপাশের মানুষদের মধ্যে মাটি, চক, কাগজ খাওয়ার প্রবণতা লক্ষ্য করেছেন কখনও? হয় হেসে উড়িয়ে দিয়েছেন. না হলে অবাক হয়েছেন। আজকের প্রতিবেদনে জানানো হবে কেন এমন ‘নন-ফুড আইটেম’ খাওয়ার ইচ্ছা মানুষের মধ্যে হয়।
চিকিৎসা পরিভাষায় এই রোগকে বলা হয় ‘পিকা’। রক্তে লোহিত কণিকা, জিঙ্ক, আয়রনের ঘাটতিই এর কারণ।
চিকিৎসা পরিভাষায় এই রোগকে বলা হয় ‘পিকা’। রক্তে লোহিত কণিকা, জিঙ্ক, আয়রনের ঘাটতিই এর কারণ।
হরমোন বিশেষজ্ঞ সিমরন চোপড়া জানাচ্ছেন, ভারতে আয়রনের ঘাটতি খুবই সাধারণ অসুখ। এটি অখাদ্য জিনিস খাওয়ার অস্বাভাবিক আকাঙ্ক্ষারও কারণ। তাই উপসর্গগুলি জানা থাকলেই আপনি আপনার সঙ্গী বা সন্তানকে সাহায্য করতে পারে। মাথাব্যথা, মাথা ঘোরা, চুল পড়া এবং ফ্যাকাশে ত্বক আয়রনের ঘাটতির কারণ হতে পারে।
হরমোন বিশেষজ্ঞ সিমরন চোপড়া জানাচ্ছেন, ভারতে আয়রনের ঘাটতি খুবই সাধারণ অসুখ। এটি অখাদ্য জিনিস খাওয়ার অস্বাভাবিক আকাঙ্ক্ষারও কারণ। তাই উপসর্গগুলি জানা থাকলেই আপনি আপনার সঙ্গী বা সন্তানকে সাহায্য করতে পারে। মাথাব্যথা, মাথা ঘোরা, চুল পড়া এবং ফ্যাকাশে ত্বক আয়রনের ঘাটতির কারণ হতে পারে।
Wockhardt Hospital-এর মনোবিদ সোনাল আনন্দ (Sonal Anand) জানাচ্ছেন এর পিছনে মনস্তাত্ত্বিক কারণও থাকতে পারে। এর আলাদা আলাদা পরিভাষাও রয়েছে। যেমন, জিওফ্যাজি হল কাদা খাওয়া। অ্যামাইলোফ্যাজি হল রান্না না করা স্টার্চ খাওয়া এবং প্যাগোফ্যাগিয়া হল বরফের প্রতি অস্বাভাবিক খিদে অনুভব করা।
Wockhardt Hospital-এর মনোবিদ সোনাল আনন্দ (Sonal Anand) জানাচ্ছেন এর পিছনে মনস্তাত্ত্বিক কারণও থাকতে পারে। এর আলাদা আলাদা পরিভাষাও রয়েছে। যেমন, জিওফ্যাজি হল কাদা খাওয়া। অ্যামাইলোফ্যাজি হল রান্না না করা স্টার্চ খাওয়া এবং প্যাগোফ্যাগিয়া হল বরফের প্রতি অস্বাভাবিক খিদে অনুভব করা।
স্কিৎজোফ্রেনিয়া, ওসিডি-র মতো রোগেও চক, কাগজ, মাটি খাওয়ার প্রবণতা তৈরি হয়ে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্কিৎজোফ্রেনিয়া, ওসিডি-র মতো রোগেও চক, কাগজ, মাটি খাওয়ার প্রবণতা তৈরি হয়ে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)