SBI থেকে শুরু করে ICICI ব্যাঙ্ক, জুন মাস থেকেই ক্রেডিট কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন !

এখন যাঁরা ক্রেডিট কার্ড ব্যবহার করে, তাঁদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ SBI থেকে শুরু করে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে জুন মাস থেকেই বিরাট পরিবর্তন হতে চলেছে।
এখন যাঁরা ক্রেডিট কার্ড ব্যবহার করে, তাঁদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ SBI থেকে শুরু করে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে জুন মাস থেকেই বিরাট পরিবর্তন হতে চলেছে।
২০২৪ সালের ১ জুন থেকেই SBI থেকে শুরু করে ICICI ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন করতে চলেছে। যাঁদের কাছে SBI ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে, তাঁদের জন্য এই খবর খুবই গুরুত্বপূর্ণ।
২০২৪ সালের ১ জুন থেকেই SBI থেকে শুরু করে ICICI ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন করতে চলেছে। যাঁদের কাছে SBI ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে, তাঁদের জন্য এই খবর খুবই গুরুত্বপূর্ণ।
SBI ও ICICI ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট এবং কেনাকাটার ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারে। যার সরাসরি প্রভাব পড়তে পারে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের উপর।
SBI ও ICICI ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট এবং কেনাকাটার ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারে। যার সরাসরি প্রভাব পড়তে পারে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের উপর।
সবার প্রথমে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড বিষয়ে। এর স্পেশাল ক্রেডিট কার্ডে এখন থেকে সরকার সম্পর্কিত ট্রানজাকশনেও রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
সবার প্রথমে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড বিষয়ে। এর স্পেশাল ক্রেডিট কার্ডে এখন থেকে সরকার সম্পর্কিত ট্রানজাকশনেও রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার AURUM, SBI কার্ড ELITE, SBI কার্ড ELITE অ্যাডভান্টেজের মতো বেশ কয়েকটি ক্রেডিট কার্ড। অন্য দিকে, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১৮ জুন থেকে নিজেদের রিওয়ার্ড সুবিধায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ এতে রেন্ট পেমেন্ট করলেও পাওয়া যাবে না রিওয়ার্ড।
এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার AURUM, SBI কার্ড ELITE, SBI কার্ড ELITE অ্যাডভান্টেজের মতো বেশ কয়েকটি ক্রেডিট কার্ড। অন্য দিকে, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১৮ জুন থেকে নিজেদের রিওয়ার্ড সুবিধায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ এতে রেন্ট পেমেন্ট করলেও পাওয়া যাবে না রিওয়ার্ড।
এই পরিবর্তনের পরেও অ্যামাজনে ICICI কার্ড ব্যবহারকারীরা ফুয়েল সারচার্জ পেমেন্টে ১% পর্যন্ত ছাড় পেতে পারে। একই সঙ্গে পাওয়া যাবে রিওয়ার্ড। কিন্তু, ইএমআই ট্রানজাকশন ও সোনা ক্রয় করার ক্ষেত্রে কোনও ধরনের রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।
এই পরিবর্তনের পরেও অ্যামাজনে ICICI কার্ড ব্যবহারকারীরা ফুয়েল সারচার্জ পেমেন্টে ১% পর্যন্ত ছাড় পেতে পারে। একই সঙ্গে পাওয়া যাবে রিওয়ার্ড। কিন্তু, ইএমআই ট্রানজাকশন ও সোনা ক্রয় করার ক্ষেত্রে কোনও ধরনের রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।
সুইগি HDFC Bank Credit Card-এর মাধ্যমে ২১ জুন থেকে সুইগি মানির দ্বারা ক্যাশব্যাকের পরিবর্তে, তা পরের মাসের কার্ড ব্যালেন্স সেটলমেন্ট করা হবে। এই নিয়মের পরিবর্তন সমস্ত প্রক্রিয়া আরও সহজ করে তুলবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা হবে।
সুইগি HDFC Bank Credit Card-এর মাধ্যমে ২১ জুন থেকে সুইগি মানির দ্বারা ক্যাশব্যাকের পরিবর্তে, তা পরের মাসের কার্ড ব্যালেন্স সেটলমেন্ট করা হবে। এই নিয়মের পরিবর্তন সমস্ত প্রক্রিয়া আরও সহজ করে তুলবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা হবে।
২০২৪ সালের ২৩ জুন থেকে ব্যাঙ্ক অফ বরোদা নিজেদের ওয়ান কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের জন্য সংশোধিত শুল্ক চালু করবে।
২০২৪ সালের ২৩ জুন থেকে ব্যাঙ্ক অফ বরোদা নিজেদের ওয়ান কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের জন্য সংশোধিত শুল্ক চালু করবে।