Tag Archives: Credit Cards Benefits

Credit Card ব্যবহার করেন? এই ৭ পদ্ধতিতে সর্বাধিক লাভ ঘরে তুলুন

ক্রেডিট কার্ড থাকলে নগদ নিয়ে চিন্তা করতে হয় না। ইচ্ছে মতো কেনাকাটা করা যায়। এ সবই সত্যি। কিন্তু এর ফলে এক ধরনের মানসিকতা গড়ে ওঠে, ‘এখন তো সোয়াইপ করি, পরে দেখা যাবে’। এতে খরচ বাড়ে। এমনকী আর্থিক সংকট তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। তাহলে উপায়? ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার রোধ করতে হবে। সেটা কীভাবে?
ক্রেডিট কার্ড থাকলে নগদ নিয়ে চিন্তা করতে হয় না। ইচ্ছে মতো কেনাকাটা করা যায়। এ সবই সত্যি। কিন্তু এর ফলে এক ধরনের মানসিকতা গড়ে ওঠে, ‘এখন তো সোয়াইপ করি, পরে দেখা যাবে’। এতে খরচ বাড়ে। এমনকী আর্থিক সংকট তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। তাহলে উপায়? ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার রোধ করতে হবে। সেটা কীভাবে?
সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন: বাজারে অনেক রকমের ক্রেডিট কার্ড পাওয়া যায়। ‘কোনটা ছেড়ে কোনটা নেব’, বাছাই করা মুশকিল। এক্ষেত্রে অনেকেই এজেন্ট বা বন্ধুবান্ধবের উপর ভরসা করেন। সেটা ঠিক নয়। নিজের চাহিদা বুঝতে হবে সবার আগে। কী জন্য ক্রেডিট কার্ড নেওয়ার দরকার পড়ছে, সেটা বুঝে সেই অনুযায়ী সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।
সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন: বাজারে অনেক রকমের ক্রেডিট কার্ড পাওয়া যায়। ‘কোনটা ছেড়ে কোনটা নেব’, বাছাই করা মুশকিল। এক্ষেত্রে অনেকেই এজেন্ট বা বন্ধুবান্ধবের উপর ভরসা করেন। সেটা ঠিক নয়। নিজের চাহিদা বুঝতে হবে সবার আগে। কী জন্য ক্রেডিট কার্ড নেওয়ার দরকার পড়ছে, সেটা বুঝে সেই অনুযায়ী সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।
নিজের ক্রেডিট কার্ড সম্পর্কে জানা: বিক্রেতারা অনেক সময় গ্রাহককে ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানায় না। বিশেষ করে লুকনো ফি আছে কি না। আসলে তাদের কাছে বিক্রিটাই অগ্রাধিকার। এর ফলে পরে অসুবিধায় পড়তে হয়। ক্রেডিট কার্ড নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানতে হবে। অফার থেকে শুরু করে ফি – সবকিছু। কার্ড ব্যবহারের সঙ্গে সম্পর্কিত চার্জ সম্পর্কেও সচেতন থাকতে হবে।
নিজের ক্রেডিট কার্ড সম্পর্কে জানা: বিক্রেতারা অনেক সময় গ্রাহককে ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানায় না। বিশেষ করে লুকনো ফি আছে কি না। আসলে তাদের কাছে বিক্রিটাই অগ্রাধিকার। এর ফলে পরে অসুবিধায় পড়তে হয়। ক্রেডিট কার্ড নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানতে হবে। অফার থেকে শুরু করে ফি – সবকিছু। কার্ড ব্যবহারের সঙ্গে সম্পর্কিত চার্জ সম্পর্কেও সচেতন থাকতে হবে।
খরচ করার সময় বাজেট মাথায় রাখতে হবে: ক্রেডিট কার্ড মানে ‘বিনামূল্যে’ নয়। সেই টাকা গ্রাহককেই মেটাতে হবে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে বাজেট মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের লোভে ভেসে গেলে চলবে না। এতে খরচ বাড়বে। মাথায় রাখতে হবে, বিল পড়ে আসে এবং সেটা গ্রাহককেই মেটাতে হবে, দেরি হলে সুদ-সহ।
খরচ করার সময় বাজেট মাথায় রাখতে হবে: ক্রেডিট কার্ড মানে ‘বিনামূল্যে’ নয়। সেই টাকা গ্রাহককেই মেটাতে হবে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে বাজেট মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের লোভে ভেসে গেলে চলবে না। এতে খরচ বাড়বে। মাথায় রাখতে হবে, বিল পড়ে আসে এবং সেটা গ্রাহককেই মেটাতে হবে, দেরি হলে সুদ-সহ।
খরচের সীমা: ক্রেডিট কার্ড ব্যবহারের সময় খরচের সীমা বেঁধে রাখা উচিত। অর্থাৎ স্পেন্ডিং লিমিট। এতে অতিরিক্ত খরচ আটকানো যাবে। আর্থিক শৃঙ্খলাও তৈরি হবে। কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নিষ্ক্রিয় করার আগে অননুমোদিত কেনাকাটা সীমাবদ্ধ করে সম্ভাব্য ক্ষতি কমানো যায়।
খরচের সীমা: ক্রেডিট কার্ড ব্যবহারের সময় খরচের সীমা বেঁধে রাখা উচিত। অর্থাৎ স্পেন্ডিং লিমিট। এতে অতিরিক্ত খরচ আটকানো যাবে। আর্থিক শৃঙ্খলাও তৈরি হবে। কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নিষ্ক্রিয় করার আগে অননুমোদিত কেনাকাটা সীমাবদ্ধ করে সম্ভাব্য ক্ষতি কমানো যায়।
সময়ে পরিশোধ: ক্রেডিট কার্ডে সুদের হার অত্যন্ত বেশি। তাই সময়ে বিল পরিশোধ করা উচিত। নাহলে সুদ জমতে জমতে পাহাড় হয়ে যাবে। ক্রেডিট কার্ডে সুদের চার্জ নির্ধারিত তারিখের পরের দিন থেকে জমা হতে শুরু হয়। বিলিং সাইকেলের শেষে নয়। এর মানে হল, বিল শোধ না করলে বকেয়া পরিমাণের উপর সুদ জমতে শুরু করবে।
সময়ে পরিশোধ: ক্রেডিট কার্ডে সুদের হার অত্যন্ত বেশি। তাই সময়ে বিল পরিশোধ করা উচিত। নাহলে সুদ জমতে জমতে পাহাড় হয়ে যাবে। ক্রেডিট কার্ডে সুদের চার্জ নির্ধারিত তারিখের পরের দিন থেকে জমা হতে শুরু হয়। বিলিং সাইকেলের শেষে নয়। এর মানে হল, বিল শোধ না করলে বকেয়া পরিমাণের উপর সুদ জমতে শুরু করবে।
নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড নয়: অনেকেই অগ্রিম নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এটা মারাত্মক ভুল। কারণ এর মানে ক্রেডিট কার্ড প্রদানকারীর কাছ থেকে গ্রাহক উচ্চ সুদে টাকা ধার করছেন।
নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড নয়: অনেকেই অগ্রিম নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এটা মারাত্মক ভুল। কারণ এর মানে ক্রেডিট কার্ড প্রদানকারীর কাছ থেকে গ্রাহক উচ্চ সুদে টাকা ধার করছেন।
রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা নেওয়া উচিত: ক্রেডিট কার্ডে রিওয়ার্ড প্রোগ্রামের সুযোগ কাজে লাগানো উচিত। অর্থ সঞ্চয়ের এটা একটা উপায়।
রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা নেওয়া উচিত: ক্রেডিট কার্ডে রিওয়ার্ড প্রোগ্রামের সুযোগ কাজে লাগানো উচিত। অর্থ সঞ্চয়ের এটা একটা উপায়।