শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদান করবেন নায়িকা। কিন্তু তার আগেই পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা যাচ্ছে বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি। ফলাফলের আগেই অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। প্রচারে রচনার পাশে দেখা যায় তাঁর স্বামীকে। প্রবাল বসুর মা প্রয়াত হয়েছেন।

Rachana Banerjee: চরম দুঃসংবাদ! নির্বাচনের ফলাফলের আগেই কাছের মানুষকে হারালেন রচনা, চোখের জলে ভাসছেন তৃণমূল প্রার্থী

এবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ‍্যোপাধ‍্যায়। ভোট হয়ে গিয়েছে ২০ তারিখ। ভোটের আগে জমিয়ে প্রচার সারেন তিনি। গ্রামের মাটির বাড়িতে মাটির থালায় মাটিতে বসে আহার করেন। হুগলির প্রার্থীদের মন তিনি জয় করে ফেলেছেন ইতিমধ্যে।
এবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ‍্যোপাধ‍্যায়। ভোট হয়ে গিয়েছে ২০ তারিখ। ভোটের আগে জমিয়ে প্রচার সারেন তিনি। গ্রামের মাটির বাড়িতে মাটির থালায় মাটিতে বসে আহার করেন। হুগলির প্রার্থীদের মন তিনি জয় করে ফেলেছেন ইতিমধ্যে।
তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুই তারকার মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা বলবে ৪ জুন।
তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুই তারকার মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা বলবে ৪ জুন।
কিন্তু প্রথমে ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না৷ ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না৷ আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না৷ মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা৷ তুমি আসবে কাজ করবে৷ বরং তোমার সুবিধা হবে৷ যাঁরা গরিব মানুষ, দিদি নম্বর ওয়ানে আসে ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাঁদের আরও কাছ থেকে দেখতে পারবে৷’
কিন্তু প্রথমে ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না৷ ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না৷ আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না৷ মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা৷ তুমি আসবে কাজ করবে৷ বরং তোমার সুবিধা হবে৷ যাঁরা গরিব মানুষ, দিদি নম্বর ওয়ানে আসে ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাঁদের আরও কাছ থেকে দেখতে পারবে৷’
অভিষেক বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, হুগলি থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা। ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছিলেন ‘দিদি নম্বর ওয়ান’।
অভিষেক বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, হুগলি থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা। ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছিলেন ‘দিদি নম্বর ওয়ান’।
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করেছিলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করেছিলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদান করবেন নায়িকা। কিন্তু তার আগেই পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা যাচ্ছে বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি।  ফলাফলের আগেই অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। প্রচারে রচনার পাশে দেখা যায় তাঁর স্বামীকে।  প্রবাল বসুর মা প্রয়াত হয়েছেন।
শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদান করবেন নায়িকা। কিন্তু তার আগেই পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা যাচ্ছে বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি। ফলাফলের আগেই অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। প্রচারে রচনার পাশে দেখা যায় তাঁর স্বামীকে। প্রবাল বসুর মা প্রয়াত হয়েছেন।
রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ন্যাশনাল গার্লস হাই স্কুল কলকাতা থেকে। হলফনামা অনুযায়ী ২০১৯ সালে অভিনেত্রী একটি গাড়ি কেনেন যার বাজার মূল্য ৮ লাখ ৬৩ হাজার টাকা এবং ২০২২ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।
রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ন্যাশনাল গার্লস হাই স্কুল কলকাতা থেকে। হলফনামা অনুযায়ী ২০১৯ সালে অভিনেত্রী একটি গাড়ি কেনেন যার বাজার মূল্য ৮ লাখ ৬৩ হাজার টাকা এবং ২০২২ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।
এরপর তাঁর কেরিয়ারে শুরু হয় নতুন অধ্যায়৷ তিনি টেলিভিশনের রিয়ালিটি শো অ্যাঙ্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ রাতারাতি পেয়ে যান দিদি নম্বর ১-এর তকমা৷
এরপর তাঁর কেরিয়ারে শুরু হয় নতুন অধ্যায়৷ তিনি টেলিভিশনের রিয়ালিটি শো অ্যাঙ্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ রাতারাতি পেয়ে যান দিদি নম্বর ১-এর তকমা৷
বিকাল হলেই বাঙালি ঘরে ঘরে একটাই মিউজিক। দিদি নম্বর ওয়ান। মারাত্মক সুপারহিট এই শো৷ টানা ১৪ বছর চলছে এই শো যার টিআরপি সবসময় উর্দ্ধগামী৷
বিকাল হলেই বাঙালি ঘরে ঘরে একটাই মিউজিক। দিদি নম্বর ওয়ান। মারাত্মক সুপারহিট এই শো৷ টানা ১৪ বছর চলছে এই শো যার টিআরপি সবসময় উর্দ্ধগামী৷
এরই মধ্যে নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী৷ সঙ্গে রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যবসা৷
এরই মধ্যে নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী৷ সঙ্গে রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যবসা৷