Tag Archives: Rachana Banerjee

Rachana Banerjee: ‘আর কাউকে পেলে না তোমরা?’ হঠাৎ কেন প্রশ্ন রচনার, দেখুন ভিডিও

প্রার্থী হওয়ার পর থেকে তাঁর করা একের পর এক উত্তি, মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে চর্চা চলছে৷ এমন কি, বানানো হচ্ছে মিমও৷ তিনি যে এ বিষয়ে ওয়াকিবহল, তা জানিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলির তৃণমূল প্রার্থী পাল্টা প্রশ্ন করেন, আর কাউকে পেলে না তোমরা? এ দিনই বিরাট শোভাযাত্রা করে হুগলি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন রচনা বন্দ্যোপাধ্যায়৷

Rachana Banerjee husband: বুকে তাঁরই ছবি, মনোনয়নের দিন রচনার পাশে তাঁর বিশেষ মানুষ! চেনেন তাঁকে?

সোমনাথ ঘোষ, হুগলি: হুগলি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ তবে মনোনয়নের দিন চমক দিলেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী৷ মনোনয়ন জমার সময় রচনার পাশে থাকলেন তাঁর স্বামী প্রবাল বসু৷ এ ছাড়াও রচনার ছোটবেলার বেশ কিছু বন্ধুরাও এ দিন মনোনয়ন জমা পর্বে উপস্থিত ছিলেন৷

এ দিন হুগলির চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে বিরাট শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান তৃণমূলের তারকা প্রার্থী৷ মন্ত্রী বেচারাম মান্না সহ জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারাও মনোনয়ন জমা দেওয়ার সময় রচনার পাশেই ছিলেন৷ তবে রচনার স্বামী এবং তাঁর বন্ধুবান্ধবদের পোশাকে ছিল বিশেষ চমক৷ সাদা রংয়ের পোশাকে বুকের কাছে ছাপানো ছিল রচনার ছবি৷

আরও পড়ুন: ‘বাংলায় বিজেপির দুটো চোখ…’ মুর্শিদাবাদে কংগ্রেস-সিপিআইএমকে একযোগে বিঁধলেন মমতা

মনোনয়ন জমা দিয়ে এসে রচনা বলেন, ‘জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম, তাই প্রচণ্ড উচ্ছ্বসিত। আমার আরও বেশি ভাল লাগছে আমার সঙ্গে আমার ছোট বেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তারা আমার ছবি আঁকা পোশাক পড়ে এসেছে, এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।’

রচনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী প্রবাল বসু৷ 

রচনার স্বামী প্রবাল বসু বলেন, ‘রচনা এমনিতেই একজন সফল ব্যক্তিত্ব। যে পেশাতেই গিয়েছে, সাফল্য পেয়েছে। তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে তখন এখানেও সাফল্য পাবে।’

হুগলি কেন্দ্রে এবার রচনার মূল লড়াই বর্তমান সাংসদ এবং আরও এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ ফলে, হুগলি কেন্দ্রে এবার দুই অভিনেত্রীর প্রেস্টিজ ফাইট. একথা বলাই যায়৷

Lok Sabha Election 2024: রচনার ভোট প্রচারে সঙ্গী দেব! বিদায়ী সাংসদ কী পরামর্শ দিলেন Didi No 1-কে

Lok Sabha Election 2024: গত লোকসভায় পান্ডুয়াতে ঘাসফুলকে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র‍্যালি, সেলিব্রিটি কতটা কাজ করে! এর প্রভাব কতটা পড়ে এবার ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারো ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।

TMC: রচনার প্রচারে ঝড় তুললেন দেব! ভোকাল টনিক দিলেন ‘দিদি নম্বর ১’কে, যা বললেন…

হুগলি: ‘তোমায় জিতেই হবে রচনা দি’, দেবের ভোকাল টনিক রচনাকে। শনিবার বিকেলে পান্ডুয়ার কলবাজার থেকে কাকলীতলা সিনেমার কাছে পাড়ায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রোড শো হয়। দেব ও রচনার জুটি দেখার জন্য কাতারে কাতরে মানুষের ভিড় জমেছিল রাস্তার দু-ধারে।

অভিনয়ের জগতে রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারীর থেকে সিনিয়র হলেও, রাজনীতিতে দেব রচনার থেকে অনেকটাই সিনিয়র। ঘাটালের সংসদ দেব। এ বার নিজের সতীর্থকে রচনাকে ও লোকসভায় দেখতে চান এমন জানিয়েছেন দেব। প্রচারের ফাঁকে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে কিছু টিপসও। দেব ও রচনা জুটিকে দেখার জন্য জন জোয়ারে ভেসেছিল পান্ডুয়ার রাজপথ।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি ইস্যুতে খড়্গহস্ত! আসল দোষী কে বা কারা? একান্ত সাক্ষাৎকারে সেলিমের কটাক্ষ

পান্ডুয়ার রাস্তায় বিকাল ৫’টা নাগাদ এসে পৌঁছন দেব। হুডখোলা সু-সজ্জিত গাড়িতে মেগা র‍্যালি করেন ঘাটালের প্রার্থী ও হুগলি লোকসভার দুই প্রার্থী। রাস্তায় মানুষের সঙ্গে হাত মেলান সেলফিও তোলেন। প্রচার গাড়িতে দুই তারকা প্রার্থীকে দেখা যায় একসঙ্গে গল্প ও করতে। দেবের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে রচনা বলেন, ‘গরমের মধ্যে প্রচারের ফাঁকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন দেব। দেব নিজেই একটা টনিক।’

রচনার প্রচারে ময়দানে দেব নেমেছে তাতেই বাড়তি আত্মবিশ্বাস বেড়েছে। দেবের দেওয়া টিপস কি কি ছিল সেই বিষয়ে রচনা বলেন, দেব বলেছে সব সময় মানুষের সঙ্গে ভালভাবে মিশতে। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে। সর্বদা হাসি-খুশি থাকতে। বাকি মানুষের যা সমর্থন দেখা যাচ্ছে তাতে ভোট বৈতরণী পেরিয়ে যাবেন রচনা, আশাবাদী দেব।

রাহী হালদার

Lok Sabha Election 2024: ‘কাঞ্চনের সঙ্গে যা হয়েছে, আপনার সঙ্গেও হতে পারে’, রচনাকে সতর্ক করে পোস্টার

হুগলি: কল্যাণের প্রচার গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার পর থেকেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বিরোধীরা নিজেদের হাতে কল্যাণকে আক্রমণের অস্ত্র খুঁজে পেয়েছেন। এবার আবারও বির্তক শুরু তৃণমূলকে নিয়ে! তবে এ বারের ইস্যু পোস্টার। যে পোস্টারে লেখা কাঞ্চনের সঙ্গে আজ যা হয়েছে আগামী দিক রচনার সঙ্গেও হতে পারে। এমনই সতর্কতামূলক পোস্টার কে ঘিরে নতুন করে বির্তক শুরু হয়েছে হুগলিতে।

হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পরে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। তাতে লেখা হয়, “আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে আগামীতে আপনার সাথে হতে পারে” (দিদি নম্বর ওয়ান)। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নাই। নিচে লেখা জয় বাংলা। কে বা কারা এই পোস্টটা দিয়েছে তা এখনো স্পষ্ট নয় , তবে পোষ্টারের ইঙ্গিত খুবই স্পস্ট।

আরও পড়ুন –   West Bengal Lok Sabha Election 2024 LIVE: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর

এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। তবে কাঞ্চনের ক্ষেত্রে কী পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না । আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে, আমি বলব আমার সঙ্গে এখনও হয়নি। আমি কাঞ্চন বা কল্যাণদাকে কাউকেই সমর্থন করছি না। কারণ বিষয়টা আমি পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল।

এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন কয়েকদিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল। আমরা বিজেপিরা বলতাম তৃণমূলে শিল্পী সাহিত্যিকদের সম্মান নেই। আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে। ঘটনা যা ঘটছে তাতেও স্পষ্ট যে তাদের সম্মান নেই।

রাহী হালদার

Rachana Banerjee: ‘এখন হাসিটা শুনে লোকে বলে পাগল…’! হঠাৎ কেন এমন মন্তব্য দিদি নম্বর ওয়ান রচনার

তাঁকে নিয়ে মিম বানাচ্ছেন ‌যারা, তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন খোদ রচনা বন্দোপাধ্যায়! ভোটের বাজারে যখন সরগরম রাজ্য-রাজনীতি, সেই সময় হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। রচনা  প্রচারে বেরিয়ে কখনও দই খেয়ে, কখনও গরম ঘুগনি খেয়ে তারিফ করেছেন। কখনও আবার আলুপোস্ত খেয়ে বাহবা দিয়েছেন। আর সেসব নিয়ে মিম হতে বেশি সময় লাগেনি। সেই মিম নিয়ে তিনি বলেছেন “আমি যা বলি, তাই মিম হয়ে যায়।”

TMC Rachana Banerjee: ভোটে দাঁড়াতেই মিমের শিকার ‘দিদি নম্বর 1’! পাল্টা জবাব নয়, বড় বার্তাতেই মন জয় রচনার

হুগলি: ভোটের বাজারে যখন সরগরম রাজ্য রাজনীতি সেই সময় হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে বেরিয়ে কখনও দই খেয়ে সিঙ্গুরের গরু বা ঘাসের প্রশংসা করেছেন, কখনও গরম ঘুগনি খেয়ে তারিফ করেছেন। আবার কখনও আলুপোস্তা খেয়ে বাহবা দিয়েছেন। সেই সব নিয়ে মিম হতে বেশি সময় লাগেনি। সেই মিম নিয়ে তিনি বলেছেন, “আমি যা বলি তাই মিম হয়ে যায়।”

আজ তাকে নিয়ে মিম করাকে সমর্থনই করলেন। মঙ্গলবার ভোটের প্রচার করতে রচনা বন্দ্যোপাধ্যায় আসেন সপ্তগ্রাম বিধানসভা এলাকায়। মগরার খেজুরিয়ায় প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল! মিম যারা করে তাদের আমি সাপোর্ট করি। যে কোনও প্রচারই তো প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না মানুষ আমি তো নগন্য।”

আরও পড়ুনঃ হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা! ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায়, আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া? জানুন

.হুগলির তৃণমূল প্রার্থী আরও বলেন, আমি ভীষন পজিটিভ মাইন্ডের মানুষ। মিম করাকেও পজিটিভ দেখি, নেগেটিভ কিছু দেখি না। কারণ যারা এই ধরনের মিম করে তাদেরও লাইক সাবস্ক্রাইবার দরকার। এটা তাঁদের রুজি রোজগার। তাই আমি সাপোর্ট করি।” জয়ের ব্যাপারে ১০০% শতাংশ নিশ্চিত রচনা। তাই কোনও টেনশন নেই। তিনি বলেন, আমার বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু, তারপর তো উপরওয়ালার খেলা।

রাহী হালদার

Rachana Banerjee: আগুন লাগার পর কী অবস্থায় দিদি নম্বর ওয়নের ষ্টুডিও! প্রতিক্রিয়া দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলি: সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে যায় দিদি নাম্বার ওয়ান এর সেট। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দিদি নম্বর ওয়ান এর শুটিংয়ে ব্যবহৃত মেকআপ ভ্যানিটি ভ্যানও। রাজারহাট ডি আর আর স্টুডিওতে অগ্নিকাণ্ডের পর দিদি নম্বর ওয়ান এর সঞ্চালক তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় তার গলা তেও হতাশার সুর। মঙ্গলবার ভোটের প্রচারে বেরিয়ে সহমর্মিতা জানালেন রচনা।

একদিকে যখন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত অভিনেত্রী তথা দিদি নম্বর ওয়ান খ্যাত তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, আর তখনই রাজারহাট ডি আর আর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল দিদি নম্বর ওয়ান এর শুটিংয়ে ব্যবহৃত মেকআপ ভ্যানিটি ভ্যান। জানা যায় ওই স্টুডিওতে জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ান এবং দাদাগিরি শুটিং হয়। প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ (ভেনেটি) ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভেনেটি ভ্যানে আগুন লাগে যায়। পাশে থাকা একটি টিনের শেডেও আগুন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি দেখে ষ্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল নিয়ে সে আগুন নেভানোর চেষ্টা চালান স্টুডিও কর্মীরাই।

আরও পড়ুনSummer Travel Destination: রোদের তেজে পুড়ছে দক্ষিণবঙ্গ! বাঁচতে ভরসা পাহাড়! রইল দার্জিলিংয়ে ঘুরতে ‌যাওয়ার সেরা ৫ ঠিকানা

মঙ্গলবার সকালে হুগলির সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচার করেতে আসেন রচনা বন্দোপাধ্যায়। সেখানে মন্দিরে পুজো দিয়ে শুরু করেন মঙ্গলের জনসংযোগ। সেখানেই প্রচারের ফাঁকে রচনা বলেন, ঠাকুরের অশেষ কৃপা যে ওই রকম ভয়াবহ আগুনের মধ্যেও কোন ক্রু মেম্বার কারুর কোন প্রাণহানি ঘটেনি। দিদি নাম্বার ওয়ান ও সারেগামাপা দুই রিয়ালিটি শো এর একটাই টিম। আগুনে ভষ্ম হয়ে গিয়েছে তাদের সেটের একটা বড় অংশ। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাদের ভ্যানিটি ভ্যান গুলি। সমস্ত ক্রু মেম্বারদের পছন্দের জায়গা ক্যান্টিন সেটি পুরোটাই পুড়ে চাই হয়ে গিয়েছে। ঠাকুরের অশেষ কৃপা যে কোন মানুষের কোন প্রাণহানী হয়নি। ক্ষয়ক্ষতি তা ব্যাপক আকারে হয়েছে। আগামীকাল রচনা যাবেন সেটে, সেখানে গিয়ে কথা বলবেন বাকি টিম মেম্বার দের সঙ্গে।

 

Lok Sabha Election 2024: কেন তিনি প্রার্থী হয়েছেন? কী তাঁর লক্ষ্য? প্রচারে এসে হঠাৎ সব বললেন রচনা

হুগলি: পাখির চোখ লোকসভা নির্বাচন ২০২৪। নির্বাচনে প্রকাল্লে নিজেদের দলীয় প্রচার করতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে নেমে বিরোধীদলের প্রার্থীদের প্রতি কাদা ছোড়াছুড়ি তা রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের থেকে একদম বিপরীত হুগলি লোকসভা কেন্দ্র। সেখানে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বিশ্বাস রাখছেন মানুষের ভালবাসার উপরেই।

হুগলি লোকসভায় বিদায়ী সংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। যিনি একসময় রচনার সঙ্গে সহকর্মী ছিলেন। গত লোকসভা নির্বাচনে জয় লাভ করেন বিজেপির টিকিটে। এই বার আবারও পদ্ম প্রার্থী লকেট। তবে এবারের লড়াই সমানে সমানে, কারণ জোড়াফুলের মাস্টার স্ট্রোক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – সব রেকর্ড ভেঙে দেবে তাপমাত্রা? রাজ্যে তাপপ্রবাহে কী হবে এই সপ্তাহে? ভাবতেও পারছেন না

আরও পড়ুন -২৫ হাজার চাকরি বাতিল! ফেরত দিতে হবে বেতনও, হাইকোর্টের এসএসসি রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

যেখানে মানুষ জন মনে করেন, ভোট প্রচারে এসে বিরোধী দলের লোকেদের একেবারে ধুয়ে দেবেন প্রার্থীরা। সেখানেই বিপরীত রূপ রচনার। রচনার কথায় তিনি বিজেপি হারাতে আসেননি বরং এসেছেন মানুষের মন জয় করতে। এমন কথার পরেই মানুষের মনে তৈরি হয়েছে রচনাকে নিয়ে আলাদা একটা জায়গা। যার কারণেই হয়তো তীব্র গরমের মধ্যেও রচনা ব্যানার্জি প্রচারে আসলে তাকে দেখার জন্য ভিড় জমছে রাস্তার দুই ধারে।

তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রচার করেন রচনা। একসময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে রচনা বলেন, ‘আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি। মানুষ যাঁকে চাইবেন, তাঁর পাশে থাকবেন।’ একইসঙ্গে এই প্রচণ্ড গরমের প্রচার চালাতে কষ্ট হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তের রচনা বলেন, ‘কিছু করার নেই, প্রতিদিন প্রচারে আসতে হবে, গরম মেনে নিতে হবে। শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে।’

রাহী হালদার

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের প্রচারে সাজছেন, কী মেকআপ করছেন সিক্রেট শেয়ার রচনার

আমি ভেবেছিলাম বাবা রাজনীতিতে আসছি প্রচারে যাব, মেকআপ করতে হবে না। তীব্র গরম থেকে বাঁচতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। সানস্ক্রিন লাগাচ্ছেন, হালকা মেকআপও করছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়৷ স্কিনটা যাতে তাড়াতাড়ি কালো না হয়ে যায় তাই এগুলো লোকসভা নির্বাচনের প্রচারের সময় করছেন রচনা৷  দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)