Toilet Cleaning Tips: এক মিনিটেই কমোড হবে নতুনের চকচকে! ১ বড়িতে কাজ হাসিল, কায়দা জানলে বাঁচবে টাকাও

ঘরে টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সেটি নোংরা বেশি হয়। সাদা হওয়ার কারণে কমোডে ময়লা দ্রুত দৃশ্যমান হয়। কেউ মাসে একবার এবং কেউ সপ্তাহে একবার কমোড পরিষ্কার করেন। এর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার ব্যবহার করতে হবে। সময়ের অভাবে অনেক সময় দ্রুত পরিষ্কার করতে হয়। নোংরা টয়লেট রোগের আবাসস্থল। সপ্তাহে দু'তিনবার কমোড পরিষ্কার করার পর্যাপ্ত সময় না থাকলে চিন্তার কারণ নেই। খুব সহজেই কয়েক মিনিটে কমোড পরিষ্কার করা যায়।
ঘরে টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সেটি নোংরা বেশি হয়। সাদা হওয়ার কারণে কমোডে ময়লা দ্রুত দৃশ্যমান হয়। কেউ মাসে একবার এবং কেউ সপ্তাহে একবার কমোড পরিষ্কার করেন। এর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার ব্যবহার করতে হবে। সময়ের অভাবে অনেক সময় দ্রুত পরিষ্কার করতে হয়। নোংরা টয়লেট রোগের আবাসস্থল। সপ্তাহে দু’তিনবার কমোড পরিষ্কার করার পর্যাপ্ত সময় না থাকলে চিন্তার কারণ নেই। খুব সহজেই কয়েক মিনিটে কমোড পরিষ্কার করা যায়।
কমোড এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে সব জীবাণু মারা যায়। ফ্লাশিং ট্যাঙ্কে একটি জিনিস রাখলেই সমস্যার সমাধান। বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই সেটি তৈরি করা যায়।
কমোড এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে সব জীবাণু মারা যায়। ফ্লাশিং ট্যাঙ্কে একটি জিনিস রাখলেই সমস্যার সমাধান। বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই সেটি তৈরি করা যায়।
বাড়িতে থাকা কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্নানের সাবান এবং কস্টিক সোডা লাগবে। প্রথমে ১০-১২টি ওষুধ ভাল করে পিষে গুঁড়ো করে নিন।
বাড়িতে থাকা কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্নানের সাবান এবং কস্টিক সোডা লাগবে। প্রথমে ১০-১২টি ওষুধ ভাল করে পিষে গুঁড়ো করে নিন।
মিক্সারে সাবান, ওষুধের গুঁড়ো এবং কস্টিক সোডা দিন। ভাল করে একসঙ্গে পিষে নিন। হালকা জল দিয়ে ছোট ছোট বল তৈরি করা যায়। এই মিশ্রণ থেকে এরকম ট্যাবলেট তৈরি করুন এবং একটি বাক্সে রাখুন।
মিক্সারে সাবান, ওষুধের গুঁড়ো এবং কস্টিক সোডা দিন। ভাল করে একসঙ্গে পিষে নিন। হালকা জল দিয়ে ছোট ছোট বল তৈরি করা যায়। এই মিশ্রণ থেকে এরকম ট্যাবলেট তৈরি করুন এবং একটি বাক্সে রাখুন।
বড়ি তৈরি হয়ে গেলে কমোডের ফ্লাশ ট্যাঙ্কে রাখুন। তারপর প্রতিদিন মাত্র এক বা দু'টি বড়ি যোগ করুন। এর সাহায্যে টয়লেট ব্যবহারের পর যখনই ফ্লাশ করবেন, শুধু সুগন্ধই ছড়াবে না, পাত্রে আটকে থাকা ময়লা ও জীবাণুও দূর হবে।
বড়ি তৈরি হয়ে গেলে কমোডের ফ্লাশ ট্যাঙ্কে রাখুন। তারপর প্রতিদিন মাত্র এক বা দু’টি বড়ি যোগ করুন। এর সাহায্যে টয়লেট ব্যবহারের পর যখনই ফ্লাশ করবেন, শুধু সুগন্ধই ছড়াবে না, পাত্রে আটকে থাকা ময়লা ও জীবাণুও দূর হবে।