Tag Archives: Cleaning Tips

Cleaning Hack: বাসনে মাছ, ডিমের আঁশটে গন্ধ? ধোয়ার সময় এই ৫ টিপস মনে রাখুন, গন্ধের নামগন্ধও থাকবে না

কথায় বলে মাছে ভাতে বাঙালি। বঙ্গবাসীর মত্‍স প্রীতির কথা সকলেরই জানা। কিন্তু মাছ হোক বা ডিম, খেতে যতটাই ভাললাগে, এদের আঁশটে গন্ধে ততটাই প্রাণ ওষ্ঠাগত লাগে।
কথায় বলে মাছে ভাতে বাঙালি। বঙ্গবাসীর মত্‍স প্রীতির কথা সকলেরই জানা। কিন্তু মাছ হোক বা ডিম, খেতে যতটাই ভাললাগে, এদের আঁশটে গন্ধে ততটাই প্রাণ ওষ্ঠাগত লাগে।
কাঁচা মাছ যে পাত্রে রাখা হয়, আঁশটে গন্ধ থেকে যায় তাতে। এমনকী রান্না করার পর যেসব পাত্রে রাখা হয় সেখানেও থাকে আঁশটে গন্ধ। ডিমের ক্ষেত্রেও একই সমস‍্যা দেখা যায়।

কাঁচা মাছ যে পাত্রে রাখা হয়, আঁশটে গন্ধ থেকে যায় তাতে। এমনকী রান্না করার পর যেসব পাত্রে রাখা হয় সেখানেও থাকে আঁশটে গন্ধ। ডিমের ক্ষেত্রেও একই সমস‍্যা দেখা যায়।
শত চেষ্টা করে, বাসনকে বার বার ধুলেও এই আঁশটে গন্ধ কিছুতেই যেতে চায় না। এমন সমস‍্যায় সেই পাত্রে অন‍্য খাবার খাওয়া বা রাখা দু:স্বাধ‍্য হয়ে দাঁড়ায়। ফ্রিজে যে পাত্রে মাছ রাখা হয়, সেখানেও থাকে আঁশটে গন্ধ।
শত চেষ্টা করে, বাসনকে বার বার ধুলেও এই আঁশটে গন্ধ কিছুতেই যেতে চায় না। এমন সমস‍্যায় সেই পাত্রে অন‍্য খাবার খাওয়া বা রাখা দু:স্বাধ‍্য হয়ে দাঁড়ায়। ফ্রিজে যে পাত্রে মাছ রাখা হয়, সেখানেও থাকে আঁশটে গন্ধ।
সময়ের সঙ্গে সঙ্গে এই আঁশটে গন্ধ শুধু পাত্রে নয়, পাত্রের পাশাপাশি পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু খুব সহজেই ৫ উপায়ে এই আঁশটে গন্ধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
সময়ের সঙ্গে সঙ্গে এই আঁশটে গন্ধ শুধু পাত্রে নয়, পাত্রের পাশাপাশি পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু খুব সহজেই ৫ উপায়ে এই আঁশটে গন্ধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
ভিটামিন সিতে ঠাসা লেবু কেবলমাত্র খাওয়ার কাজেও পরিষ্কারে কাজেও সমান পারদর্শী। মাছ বা ডিম রান্না করার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর পাত্রটি ঘষে ধুয়ে ফেলুন। লেবুতে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড সহজেই গন্ধ দূর করে।
ভিটামিন সিতে ঠাসা লেবু কেবলমাত্র খাওয়ার কাজেও পরিষ্কারে কাজেও সমান পারদর্শী। মাছ বা ডিম রান্না করার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর পাত্রটি ঘষে ধুয়ে ফেলুন। লেবুতে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড সহজেই গন্ধ দূর করে।
যে কোনও পাত্র থেকে গন্ধ দূর করতে লবণও কার্যকরী। মাছ বা ডিম রান্না করার সঙ্গে সঙ্গে পাত্রে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নুন এই আঁশটে গন্ধ টেনে নেয়।
যে কোনও পাত্র থেকে গন্ধ দূর করতে লবণও কার্যকরী। মাছ বা ডিম রান্না করার সঙ্গে সঙ্গে পাত্রে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নুন এই আঁশটে গন্ধ টেনে নেয়।
খুব সহজে পাত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে পারে খাবারের সোডা। বাড়তি পাওনা খাবার সোডা বাসন চকচকেও করে দেয়। বাসন ধোয়ার জলে সামান‍্য বেকিং সোডা মিশিয়ে তাতে কিছুক্ষণ বাসন ভিজিয়ে রাখুন। এর পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব‍্যাস গন্ধ উধাও।
খুব সহজে পাত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে পারে খাবারের সোডা। বাড়তি পাওনা খাবার সোডা বাসন চকচকেও করে দেয়। বাসন ধোয়ার জলে সামান‍্য বেকিং সোডা মিশিয়ে তাতে কিছুক্ষণ বাসন ভিজিয়ে রাখুন। এর পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব‍্যাস গন্ধ উধাও।
ভিনিগার শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পাত্রের জেদি গন্ধও দূর করে। এমন অবস্থায় মাছ বা ডিম রান্না করার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনিগারের তীব্র গন্ধ মাংস ও মাছের দুর্গন্ধ কমায়।
ভিনিগার শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পাত্রের জেদি গন্ধও দূর করে। এমন অবস্থায় মাছ বা ডিম রান্না করার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনিগারের তীব্র গন্ধ মাংস ও মাছের দুর্গন্ধ কমায়।
কফি খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু জানেন কি কফি শুধু খাওয়ার কাজে নয়, পরিষ্কারের কাজেও অত‍্যন্ত দক্ষ। এমনকী খাবারের পাত্রের খারাপ গন্ধও দূর করতে পারে।
কফি খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু জানেন কি কফি শুধু খাওয়ার কাজে নয়, পরিষ্কারের কাজেও অত‍্যন্ত দক্ষ। এমনকী খাবারের পাত্রের খারাপ গন্ধও দূর করতে পারে।
বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। পাত্রে এই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলেলেই উধাও গন্ধ।
বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। পাত্রে এই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলেলেই উধাও গন্ধ।

Toilet Cleaning Tips: ১ টাকাও খরচ হবে না, মাত্র কয়েক টুকরো বরফেই হলুদ টয়লেট হবে ধবধবে সাদা, নোংরা জেদি দাগ নিমেষেই গায়েব

ঘর পরিস্কার করার পাশাপাশি বাড়ির বাথরুম  পরিস্কার করাও অন্যতম একটা ঝক্কির বিষয়৷ তবে ঘরের মতো বাথরুম পরিস্কার রাখাও ভীষণ জরুরি৷ কারণ বাড়ির বাথরুম পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে৷
ঘর পরিস্কার করার পাশাপাশি বাড়ির বাথরুম পরিস্কার করাও অন্যতম একটা ঝক্কির বিষয়৷ তবে ঘরের মতো বাথরুম পরিস্কার রাখাও ভীষণ জরুরি৷ কারণ বাড়ির বাথরুম পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে৷
অনেক বাড়িতে টয়লেট সিট খুব নোংরা থাকে। এটি রোগ ছড়ানোর একটি অন্যতম বড় কারণ হতে পারে। কমোড নিয়মিত পরিষ্কার না করলে হলুদ হয়ে যায়। পরে সেগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। তবে এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷
অনেক বাড়িতে টয়লেট সিট খুব নোংরা থাকে। এটি রোগ ছড়ানোর একটি অন্যতম বড় কারণ হতে পারে। কমোড নিয়মিত পরিষ্কার না করলে হলুদ হয়ে যায়। পরে সেগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। তবে এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷
বেশ কয়েকদিন ধরে টয়লেট পরিস্কার না করলে তাতে জেদি দাগ হয়ে যায়৷ যা পরিস্কার করা অনেক বেশি ঝক্কির৷ কিন্তু নিয়মিত টয়লেট পরিস্কার করাও অনেক সময়েই সম্ভব হয়ে ওঠে না৷ এবার বাড়িতে থাকা বরফ দিয়েই টয়লেটের হলুদ দাগ পরিস্কার করতে পারবেন খুব সহজেই৷
বেশ কয়েকদিন ধরে টয়লেট পরিস্কার না করলে তাতে জেদি দাগ হয়ে যায়৷ যা পরিস্কার করা অনেক বেশি ঝক্কির৷ কিন্তু নিয়মিত টয়লেট পরিস্কার করাও অনেক সময়েই সম্ভব হয়ে ওঠে না৷ এবার বাড়িতে থাকা বরফ দিয়েই টয়লেটের হলুদ দাগ পরিস্কার করতে পারবেন খুব সহজেই৷
বাড়িতে থাকা বরফ ব্যবহার করেই আপনি কয়েক মিনিটের মধ্যে টয়লেট পরিষ্কার করতে পারেন। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো নিয়ে টয়লেটের রেখে দিন৷ তারপর ৩০ মিনিট ফ্লাশ করবেন না৷
প্রথমে সব চেয়ে সস্তা পদ্ধতি হচ্ছে ফ্রিজে থাকা বরফ কিউব বাড়িতে থাকা বরফ ব্যবহার করেই আপনি কয়েক মিনিটের মধ্যে টয়লেট পরিষ্কার করতে পারেন। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো নিয়ে টয়লেটের রেখে দিন৷ তারপর ৩০ মিনিট ফ্লাশ করবেন না৷
বরফ দাগ তুলতে অনেকটাই কার্যকরী৷ ৩০ মিনিট পর বরফ গলে যাবে এবং তারপর টয়লেটের ফ্লাশ করে দিন৷  এতে টয়লেটের পাত্রে আটকে থাকা হলুদ দাগ দূর হবে। তারপর টয়লেট ক্লিনার লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন৷ এভাবেই বরফ দিয়ে খুব সহজেই টয়লেটের নোংরা দাগ তুলে নিতে পারবেন৷
বরফ দাগ তুলতে অনেকটাই কার্যকরী৷ ৩০ মিনিট পর বরফ গলে যাবে এবং তারপর টয়লেটের ফ্লাশ করে দিন৷ এতে টয়লেটের পাত্রে আটকে থাকা হলুদ দাগ দূর হবে। তারপর টয়লেট ক্লিনার লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন৷ এভাবেই বরফ দিয়ে খুব সহজেই টয়লেটের নোংরা দাগ তুলে নিতে পারবেন৷

Tips to Clean Gold Jewellery: চকচক করবে নতুনের মতো! পুরনো সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করুন ৩ সহজ উপায়ে

আজকাল, খুব কম মানুষই দৈনন্দিন জীবনে সোনার গয়না পরে। তাই দিনের পর দিন সোনার গয়না আলমারি বা লোকারেই থেকে যায়। আবার অনেক সময় পরিবার সূত্রেও পুরনো অনেক গয়না পেয়ে থাকে।
আজকাল, খুব কম মানুষই দৈনন্দিন জীবনে সোনার গয়না পরে। তাই দিনের পর দিন সোনার গয়না আলমারি বা লোকারেই থেকে যায়। আবার অনেক সময় পরিবার সূত্রেও পুরনো অনেক গয়না পেয়ে থাকে।
এমন অবস্থায় গয়নাগুলো নিজেদের আসল জেল্লা হারিয়ে ফেলে এবং বেশ নোংরা হয়ে যায়। কিছু সহজ পদ্ধতিতে আপনার সোনার গয়নাগুলো উজ্জ্বল করে নিতে পারেন।
এমন অবস্থায় গয়নাগুলো নিজেদের আসল জেল্লা হারিয়ে ফেলে এবং বেশ নোংরা হয়ে যায়। কিছু সহজ পদ্ধতিতে আপনার সোনার গয়নাগুলো উজ্জ্বল করে নিতে পারেন।
টুথপেস্ট ব্যবহার করুন:  সোনার গয়নায় জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাদা টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। এর জন্য অল্প টুথপেস্ট এক বা দুই চামচ জলে মিশিয়ে নিন। তারপর নরম টুথব্রাশের সাহায্যে গয়নার গায়ে লাগান এবং ব্রাশ দিয়ে আলতো করে গয়না পরিষ্কার করুন। এর পরে, জল দিয়ে গয়নাগুলি ধুয়ে ফেলুন এবং একটি নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।
টুথপেস্ট ব্যবহার করুন:
সোনার গয়নায় জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাদা টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। এর জন্য অল্প টুথপেস্ট এক বা দুই চামচ জলে মিশিয়ে নিন। তারপর নরম টুথব্রাশের সাহায্যে গয়নার গায়ে লাগান এবং ব্রাশ দিয়ে আলতো করে গয়না পরিষ্কার করুন। এর পরে, জল দিয়ে গয়নাগুলি ধুয়ে ফেলুন এবং একটি নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।
বেকিং সোডা ব্যবহার করুন:সোনার গয়না উজ্জ্বল করতেও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। এর জন্য দুই-তিন চামচ গরম জলে এক-চতুর্থাংশ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এটি গয়নার ওপর লাগিয়ে কয়েক মিনিট এভাবে রাখুন। তারপর ভিনেগার দিয়ে গয়নার উপর বেকিং সোডা লাগিয়ে পরিষ্কার করুন, এরপর জল দিয়ে গয়না পরিষ্কার করে শুকিয়ে নিন।
বেকিং সোডা ব্যবহার করুন:
সোনার গয়না উজ্জ্বল করতেও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। এর জন্য দুই-তিন চামচ গরম জলে এক-চতুর্থাংশ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এটি গয়নার ওপর লাগিয়ে কয়েক মিনিট এভাবে রাখুন। তারপর ভিনেগার দিয়ে গয়নার উপর বেকিং সোডা লাগিয়ে পরিষ্কার করুন, এরপর জল দিয়ে গয়না পরিষ্কার করে শুকিয়ে নিন।
লিকুইড ডিটারজেন্ট দিয়েঃসোনার গয়না পরিষ্কার করতেও লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে। এ জন্য কিছু জল সামান্য গরম করে তাতে সামান্য লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর এই মিশ্রণ গয়নাগুলো লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পরে, একটি নরম ব্রিসল টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে গয়না পরিষ্কার করুন এবং একটি নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।
লিকুইড ডিটারজেন্ট দিয়েঃ
সোনার গয়না পরিষ্কার করতেও লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে। এ জন্য কিছু জল সামান্য গরম করে তাতে সামান্য লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর এই মিশ্রণ গয়নাগুলো লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পরে, একটি নরম ব্রিসল টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে গয়না পরিষ্কার করুন এবং একটি নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।

Kitchen Cleaning Tips: ৫ ঘরোয়া রান্নার জিনিসেই মুক্তি! আজই তাড়ান রান্নাঘরের ‘ভিলেন’ পোকামাকড়কে!

প্রতিটি বাড়িতে রান্নাঘর স্বাস্থ্যেকর হওয়াটা খুবই প্রয়োজনীয়। কারণ রান্নাঘরে খাবার তৈরি করা হয়। তাই রান্নাঘর পরিষ্কার হওয়াটা খুবই দরকার। রান্নাঘরকে পরিচ্ছন্নতার দিক থেকে সবথেকে বেশি প্রাধান‍্য দেওয়া উচিত।
প্রতিটি বাড়িতে রান্নাঘর স্বাস্থ্যেকর হওয়াটা খুবই প্রয়োজনীয়। কারণ রান্নাঘরে খাবার তৈরি করা হয়। তাই রান্নাঘর পরিষ্কার হওয়াটা খুবই দরকার। রান্নাঘরকে পরিচ্ছন্নতার দিক থেকে সবথেকে বেশি প্রাধান‍্য দেওয়া উচিত।
কিন্তু অনেক বাড়িতেই রান্নাঘরে পোকামাকড়, আড়শোলার সমস‍্যা থাকে। রান্নাঘর থেকে পোকামাকাড় শত চেষ্টা করেও দূর করা যায় না। সেজন্যই কিছু ঘরোয়া পদ্ধতিতে প্রয়োগ করা যেতে পারে।
কিন্তু অনেক বাড়িতেই রান্নাঘরে পোকামাকড়, আড়শোলার সমস‍্যা থাকে। রান্নাঘর থেকে পোকামাকাড় শত চেষ্টা করেও দূর করা যায় না। সেজন্যই কিছু ঘরোয়া পদ্ধতিতে প্রয়োগ করা যেতে পারে।
শীত শেষ। বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তেলাপোকা, টিকটিকি ও অন্যান্য পোকামাকড়ের সংখ্যাও বাড়বে বিশেষ করে রান্নাঘরে। এই পোকামাকড় খাবারে প্রবেশ করলে শরীরে বিভিন্ন রোগ হতে পারে।
শীত শেষ। বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তেলাপোকা, টিকটিকি ও অন্যান্য পোকামাকড়ের সংখ্যাও বাড়বে বিশেষ করে রান্নাঘরে। এই পোকামাকড় খাবারে প্রবেশ করলে শরীরে বিভিন্ন রোগ হতে পারে।
ডিমের খোসা..ডিমের খোসা টিকটিকি তাড়াতে খুবই কার্যকারী। জানালায় ডিমের খোসা রাখলেই ফল দেখতে পাবেন। এছাড়াও, প্রতি সপ্তাহে পুরনো খোসা ফেলে দিয়ে নতুন খোসা রাখতে হবে।
ডিমের খোসা..
ডিমের খোসা টিকটিকি তাড়াতে খুবই কার্যকারী। জানালায় ডিমের খোসা রাখলেই ফল দেখতে পাবেন। এছাড়াও, প্রতি সপ্তাহে পুরনো খোসা ফেলে দিয়ে নতুন খোসা রাখতে হবে।
পেঁয়াজ, রসুনের খোসারান্নাঘর থেকে পোকামাকড় এবং তেলাপোকা তাড়াতে পেঁয়াজ এবং রসুনের খোসা ব্যবহার করতে পারেন। রান্নাঘরের দরজায় পেঁয়াজ এবং রসুনের চামড়া ঝুলিয়ে রাখতে পারেন।
পেঁয়াজ, রসুনের খোসা
রান্নাঘর থেকে পোকামাকড় এবং তেলাপোকা তাড়াতে পেঁয়াজ এবং রসুনের খোসা ব্যবহার করতে পারেন। রান্নাঘরের দরজায় পেঁয়াজ এবং রসুনের চামড়া ঝুলিয়ে রাখতে পারেন।
ন্যাপথালিন বলন্যাপথালিনের গুলিও টিকটিকি এবং অন্যান্য পোকামাকড় তাড়ায়। তবে, তেলাপোকা এবং টিকটিকি তাদের কাছে পৌঁছাতে পারে এমন জায়গায় ন্যাপথালিনের গুলি রাখতে হবে। তবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
ন্যাপথালিন বল
ন্যাপথালিনের গুলিও টিকটিকি এবং অন্যান্য পোকামাকড় তাড়ায়। তবে, তেলাপোকা এবং টিকটিকি তাদের কাছে পৌঁছাতে পারে এমন জায়গায় ন্যাপথালিনের গুলি রাখতে হবে। তবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
লাল লঙ্কালাল লঙ্কা ব্যবহার করে বাড়িতে তৈরি পোকামাকড় প্রতিরোধী স্প্রে করতে পারেন। লাল লঙ্কা গুঁড়ো পিষে জলে মিশিয়ে নিন। এই স্প্রে টিকটিকিকে দূরে রাখতে সাহায‍্য করে।
লাল লঙ্কা
লাল লঙ্কা ব্যবহার করে বাড়িতে তৈরি পোকামাকড় প্রতিরোধী স্প্রে করতে পারেন। লাল লঙ্কা গুঁড়ো পিষে জলে মিশিয়ে নিন। এই স্প্রে টিকটিকিকে দূরে রাখতে সাহায‍্য করে।
লবঙ্গআড়শোলা তাড়াতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে লবঙ্গ রাখুন। তাছাড়া, কেরোসিন তেলের গন্ধও পোকামাকাড় চলে যায়।
লবঙ্গ
আড়শোলা তাড়াতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে লবঙ্গ রাখুন। তাছাড়া, কেরোসিন তেলের গন্ধও পোকামাকাড় চলে যায়।

Cleaning Tips: সাদা জুতো খুব নোংরা? এই ৫ উপায়ে ঝকঝক করবে নতুনের মতো! ‘ছোট্ট’ এই ম্যাজিকেই কেল্লাফতে

ছেলে-মেয়ে সকলেরই সাদা জুতোর প্রতি অন্যরকম ভাললাগা থাকে। কেন না, সব ধরনের পোশাকের সঙ্গে সাদা জুতো খুব ভাল মানায়।

ছেলে-মেয়ে সকলেরই সাদা জুতোর প্রতি অন্যরকম ভাললাগা থাকে। কেন না, সব ধরনের পোশাকের সঙ্গে সাদা জুতো খুব ভাল মানায়।
কিন্তু, সাদা জুতো খুব দ্রুত নোংরা হয়ে যায়। এবং তা পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ। তবে, সাদা জুতোকে উজ্জ্বল করতে বাড়ির কিছু জিনিস ব‍্যবহার করতে পারেন। যেমন-
কিন্তু, সাদা জুতো খুব দ্রুত নোংরা হয়ে যায়। এবং তা পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ। তবে, সাদা জুতোকে উজ্জ্বল করতে বাড়ির কিছু জিনিস ব‍্যবহার করতে পারেন। যেমন-
বেকিং সোডা:এটি আপনার জুতো উজ্জ্বল করতে কাজ করবে। একটি পাত্রে ২ চামচ গরম জল, ১ চামচ বেকিং সোডা এবং ১ চামচ সাদা ভিনেগার নিন। এটি মিশ্রিত করুন এবং একটি পেস্ট তৈরি করুন এবং এই পেস্টটি আপনার সমস্ত জুতোয় লাগান। এবার জুতো কয়েক ঘন্টার জন্য শুকাতে দিন, যাতে পেস্ট শুকিয়ে যায়।
বেকিং সোডা:
এটি আপনার জুতো উজ্জ্বল করতে কাজ করবে। একটি পাত্রে ২ চামচ গরম জল, ১ চামচ বেকিং সোডা এবং ১ চামচ সাদা ভিনেগার নিন। এটি মিশ্রিত করুন এবং একটি পেস্ট তৈরি করুন এবং এই পেস্টটি আপনার সমস্ত জুতোয় লাগান। এবার জুতো কয়েক ঘন্টার জন্য শুকাতে দিন, যাতে পেস্ট শুকিয়ে যায়।
লেবুর রস:লেবুর রস আদ্রতায় ভরপুর, জুতোতে লাগালে তা উজ্জ্বল হয়ে উঠবে।
লেবুর রস:
লেবুর রস আদ্রতায় ভরপুর, জুতোতে লাগালে তা উজ্জ্বল হয়ে উঠবে।
সাদা ভিনেগার:হোয়াইট ভিনেগার একটি দুর্দান্ত পরিষ্কারের এজেন্ট। জলে মিশিয়ে জুতো মুছে নিন। আপনার সাদা জুতো পরিষ্কার হবে।
সাদা ভিনেগার:
হোয়াইট ভিনেগার একটি দুর্দান্ত পরিষ্কারের এজেন্ট। জলে মিশিয়ে জুতো মুছে নিন। আপনার সাদা জুতো পরিষ্কার হবে।
টুথপেস্ট:বাথরুমে রাখা টুথপেস্ট আপনার জন্য খুব উপকারী হতে পারে। জুতোতে টুথপেস্ট লাগিয়ে তারপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এর পর পরিষ্কার জলো দিয়ে জুতো ধুয়ে ফেলুন। এতে জুতো পরিষ্কার ও চকচকে থাকবে।
টুথপেস্ট:
বাথরুমে রাখা টুথপেস্ট আপনার জন্য খুব উপকারী হতে পারে। জুতোতে টুথপেস্ট লাগিয়ে তারপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এর পর পরিষ্কার জলো দিয়ে জুতো ধুয়ে ফেলুন। এতে জুতো পরিষ্কার ও চকচকে থাকবে।
দই:জুতোয় দই লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে জুতো উজ্জ্বল হবে এবং নরমও হবে।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
দই:
জুতোয় দই লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে জুতো উজ্জ্বল হবে এবং নরমও হবে।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Brass Utensils Cleaning Tips: ঘরোয়া জিনিসেই নিমেষে চকচকে পুরনো কাঁসা পিতলের বাসন! জানুন টোটকা

কাঁসা পিতলের বাসন রোজ ব্যবহার করা না হলেও প্রত্যেক বাড়িতেই পরম যত্নে রাখা থাকে এরকম একরাশ বাসন। পুজোপাঠ বা বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে সেগুলি ব্যবহার করা হয়।
কাঁসা পিতলের বাসন রোজ ব্যবহার করা না হলেও প্রত্যেক বাড়িতেই পরম যত্নে রাখা থাকে এরকম একরাশ বাসন। পুজোপাঠ বা বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে সেগুলি ব্যবহার করা হয়।

 

কাঁসা পিতলের বাসন ঝকঝকে তকতকে করে রাখার একাধিক উপায় আছে। সেগুলি পালন করলে আপাত দুঃসাধ্য কাজও হয়ে ওঠে সহজ। ঘরোয়া উপকরণেই সম্ভব বাসন চকচকে করে তোলা।
কাঁসা পিতলের বাসন ঝকঝকে তকতকে করে রাখার একাধিক উপায় আছে। সেগুলি পালন করলে আপাত দুঃসাধ্য কাজও হয়ে ওঠে সহজ। ঘরোয়া উপকরণেই সম্ভব বাসন চকচকে করে তোলা।

 

লেবু কেটে নিন। তার পর ওই লেবুর টুকরো নুনে ডুবিয়ে সেটা বুলিয়ে নিন বাসনে। তার পর ভাল করে ধুয়ে ফেলুন। চোখের নিমেষে মনে হবে নতুন বাসন আপনার সামনে হাজির।
লেবু কেটে নিন। তার পর ওই লেবুর টুকরো নুনে ডুবিয়ে সেটা বুলিয়ে নিন বাসনে। তার পর ভাল করে ধুয়ে ফেলুন। চোখের নিমেষে মনে হবে নতুন বাসন আপনার সামনে হাজির।

 

সাদা ভিনিগার ও ময়দা মিশিয়ে নিন। তৈরি করুন মসৃণ পেস্ট। তার পর সেই প্রলেপ দিন বাসনের গায়ে। ১৫-২০ মিনিট রেখে উষ্ণ জলে ভাল করে ধুয়ে ফেলুন। শুকনো করে মুছে নিন কিচেন ন্যাপকিন দিয়ে।
সাদা ভিনিগার ও ময়দা মিশিয়ে নিন। তৈরি করুন মসৃণ পেস্ট। তার পর সেই প্রলেপ দিন বাসনের গায়ে। ১৫-২০ মিনিট রেখে উষ্ণ জলে ভাল করে ধুয়ে ফেলুন। শুকনো করে মুছে নিন কিচেন ন্যাপকিন দিয়ে।

 

বেকিং সোডা বাসন পরিষ্কারে অতুলনীয়। সমপরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। কাঁসা পিতলের বাসনে ওই মিশ্রণ মাখিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা বাসন পরিষ্কারে অতুলনীয়। সমপরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। কাঁসা পিতলের বাসনে ওই মিশ্রণ মাখিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

 

নরম কাপড় বা স্পঞ্জে নিন অল্প একটু টম্যাটো কেচআপ। তার পর সেটা দিয়ে কাঁসা পিতলের বাসন মেজে নিন। কেচআপের আম্লিক ভাব পরিষ্কার করে তুলবে বাসনের মলিনতা।
নরম কাপড় বা স্পঞ্জে নিন অল্প একটু টম্যাটো কেচআপ। তার পর সেটা দিয়ে কাঁসা পিতলের বাসন মেজে নিন। কেচআপের আম্লিক ভাব পরিষ্কার করে তুলবে বাসনের মলিনতা।

 

সমপরিমাণে তেল ও ভিনিগারের মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণে পাতলা নরম কাপড় ডুবিয়ে বাসন পরিষ্কার করে নিন। একদন নতুনের মতো চকচক করবে কাঁসা পিতলের বাসন।
সমপরিমাণে তেল ও ভিনিগারের মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণে পাতলা নরম কাপড় ডুবিয়ে বাসন পরিষ্কার করে নিন। একদন নতুনের মতো চকচক করবে কাঁসা পিতলের বাসন।

 

 Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)

Cleaning Tips: এক টাকাও লাগবে না! আলমারিতে তোলার আগে বাড়িতেই এইভাবে কম্বল-লেপ পরিষ্কার করুন

বঙ্গ থেকে শীত চলে গেছে। প্রায় সকলের বাড়িতেই ফ‍্যান চালানো শুরু হয়ে গিয়েছে। কম্বল ও লেপ তুলে রাখার সময়ও এসে গিয়েছে।

বঙ্গ থেকে শীত চলে গেছে। প্রায় সকলের বাড়িতেই ফ‍্যান চালানো শুরু হয়ে গিয়েছে। কম্বল ও লেপ তুলে রাখার সময়ও এসে গিয়েছে।
তবে, কম্বল ও লেপ তোলার আগে তা পরিষ্কার করে তুলে দেওয়া উচিত। কিন্তু কম্বল বা লেপ পরিষ্কার করা খুবই খাটনির এবং সময়ের কাজ। এবং পরিষ্কারের জন‍্য বাইরে দোকানে দিলেও তা খুব খরচসাপেক্ষ।
তবে, কম্বল ও লেপ তোলার আগে তা পরিষ্কার করে তুলে দেওয়া উচিত। কিন্তু কম্বল বা লেপ পরিষ্কার করা খুবই খাটনির এবং সময়ের কাজ। এবং পরিষ্কারের জন‍্য বাইরে দোকানে দিলেও তা খুব খরচসাপেক্ষ।
তাহলে কী উপায়? এমন সময়ে অনেকেই ভাবছেন ওয়াশিং মেশিনে কম্বল ধোওয়া যেতে পারে। ওয়াশিং মেশিনে কম্বলও ধুতে পারেন। কিছু কাপড় মেশিনে ধোয়া যায় না। তবে এটি ধোয়ার আগে নির্দেশাবলী পড়তে ভুলবেন না।
তাহলে কী উপায়? এমন সময়ে অনেকেই ভাবছেন ওয়াশিং মেশিনে কম্বল ধোওয়া যেতে পারে। ওয়াশিং মেশিনে কম্বলও ধুতে পারেন। কিছু কাপড় মেশিনে ধোয়া যায় না। তবে এটি ধোয়ার আগে নির্দেশাবলী পড়তে ভুলবেন না।
এর জন্য প্রথমে আপনার ওয়াশিং মশিনের ক্ষমতা পরীক্ষা করুন। ধরা যাক আপনার ওয়াশিং মেশিনটি ৭ কেজি, তারপর আপনার কম্বল যদি ৭ কেজি বা তার কম হয় তবে এটি ওয়াশিং মেশিনে রাখুন। তারপরে এটি ‘Gentle Mode' সেট করুন। এবং অনেক মেশিনে ‘Delicates’ লেখা থাকে।
এর জন্য প্রথমে আপনার ওয়াশিং মশিনের ক্ষমতা পরীক্ষা করুন। ধরা যাক আপনার ওয়াশিং মেশিনটি ৭ কেজি, তারপর আপনার কম্বল যদি ৭ কেজি বা তার কম হয় তবে এটি ওয়াশিং মেশিনে রাখুন। তারপরে এটি ‘Gentle Mode’ সেট করুন। এবং অনেক মেশিনে ‘Delicates’ লেখা থাকে।
আপনি যদি ওয়াশিং মেশিনে কম্বল ধুচ্ছেন, তবে এটি শুকানোর আগে এটিকে দুই-তিনবার উল্টে দিন। যাতে এটি এক জায়গায় জোড়ো না হয়ে যায়। লক্ষণীয় বিষয় হল প্রতিটি কম্বলের উপাদান আলাদা, তাই ওয়াশিং মেশিনে দামী কম্বল রাখার আগে নির্দেশাবলী পড়ুন।
আপনি যদি ওয়াশিং মেশিনে কম্বল ধুচ্ছেন, তবে এটি শুকানোর আগে এটিকে দুই-তিনবার উল্টে দিন। যাতে এটি এক জায়গায় জোড়ো না হয়ে যায়। লক্ষণীয় বিষয় হল প্রতিটি কম্বলের উপাদান আলাদা, তাই ওয়াশিং মেশিনে দামী কম্বল রাখার আগে নির্দেশাবলী পড়ুন।

Cleaning Tips of Sofa: একগাদা নয়, মাত্র ৪টে জিনিস! চোখের নিমেষে ম্যাজিকের মতো ঝকঝকে হবে ‘পুরনো’ সোফা!

বাড়িতে টিভি দেখা হোক কি পরিবারের সঙ্গে আড্ডা সোফা হল বিশ্রামের জন্য উপযুক্ত জায়গা।
বাড়িতে টিভি দেখা হোক কি পরিবারের সঙ্গে আড্ডা সোফা হল বিশ্রামের জন্য উপযুক্ত জায়গা।
সোফায় বসে খাওয়া-দাওয়া তো লেগেই আছে।  তবে, সোফা নোংরা ফলে তা পরিষ্কার করতে বেশ পরিশ্রম করতে হয়।
সোফায় বসে খাওয়া-দাওয়া তো লেগেই আছে। তবে, সোফা নোংরা ফলে তা পরিষ্কার করতে বেশ পরিশ্রম করতে হয়।
কিন্তু কম খরচে এবং সহজ সমাধানের মাধ্যমে জেদি দাগ এবং ধুলো থেকে কীভাবে সোফাকেও নতুনের মতো চকচক করা যায়, যেকে নেওয়া যাক-
কিন্তু কম খরচে এবং সহজ সমাধানের মাধ্যমে জেদি দাগ এবং ধুলো থেকে কীভাবে সোফাকেও নতুনের মতো চকচক করা যায়, যেকে নেওয়া যাক-
প্রথমত, নরম একটি ব্রাশ নিন এবং ধুলো মুছে পরিষ্কার করুন। বিশেষ করে সোফা এবং কুশনের মধ্যে থাকা ধুলো। প্রয়োজনে গ্লাভস পরুন। আপনার যদি থেকেই ভ্যাকুয়াম ক্লিনার থাকে তাহলে আপনি সহজেই ধুলো বের করতে পারবেন।
প্রথমত, নরম একটি ব্রাশ নিন এবং ধুলো মুছে পরিষ্কার করুন। বিশেষ করে সোফা এবং কুশনের মধ্যে থাকা ধুলো। প্রয়োজনে গ্লাভস পরুন। আপনার যদি থেকেই ভ্যাকুয়াম ক্লিনার থাকে তাহলে আপনি সহজেই ধুলো বের করতে পারবেন।
কীভাবে একগুঁয়ে দাগ অপসারণ?প্রথমে -ওয়াশিং লিকুইড, হোয়াইট ভিনেগার, বেকিং সোডা এবং উষ্ণ জল নিতে হবে।
কীভাবে একগুঁয়ে দাগ অপসারণ?
প্রথমে -ওয়াশিং লিকুইড, হোয়াইট ভিনেগার, বেকিং সোডা এবং উষ্ণ জল নিতে হবে।
এক চামচ ওয়াশিং লিকুইড, সাদা ভিনেগার, বেকিং সোডা এবং গরম জল মিশিয়ে একটি পাত্রে রাখুন, সোডা এবং ভিনেগার একসঙ্গে চমৎকার ক্লিনিং এজেন্ট। একটি নরম টুথব্রাশের সাহায্যে, এই মিশ্রণটি একগুঁয়ে দাগের উপর প্রয়োগ করুন এবং তারপরে ১০ মিনিটের জন্য শুকানোর জন্য রেখে দিন।
এক চামচ ওয়াশিং লিকুইড, সাদা ভিনেগার, বেকিং সোডা এবং গরম জল মিশিয়ে একটি পাত্রে রাখুন, সোডা এবং ভিনেগার একসঙ্গে চমৎকার ক্লিনিং এজেন্ট। একটি নরম টুথব্রাশের সাহায্যে, এই মিশ্রণটি একগুঁয়ে দাগের উপর প্রয়োগ করুন এবং তারপরে ১০ মিনিটের জন্য শুকানোর জন্য রেখে দিন।
তারপর একটি সাদা কাপড় দিয়ে মুছে নিন। এটি আপনার সোফা পরিষ্কার করবে। যদি একবারে দাগ না যায় তবে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। যদি আপনার সোফার কাপড় হালকা রঙের হয়, তবে আপনাকে শুধুমাত্র সাদা কাপড় ব্যবহার করতে হবে, অন্যথায় রঙিন কাপড়ের রং আপনার সোফায় লাগতে পারে।
তারপর একটি সাদা কাপড় দিয়ে মুছে নিন। এটি আপনার সোফা পরিষ্কার করবে। যদি একবারে দাগ না যায় তবে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। যদি আপনার সোফার কাপড় হালকা রঙের হয়, তবে আপনাকে শুধুমাত্র সাদা কাপড় ব্যবহার করতে হবে, অন্যথায় রঙিন কাপড়ের রং আপনার সোফায় লাগতে পারে।

Bathroom Cleaning Tips: মেঝের ১২টা বাজবে! ভুলেও দেবেন না এই জিনিস! এক উপাদানেই বাথরুম হবে সাফ, কী সেটি

ঘরের মতো বাথরুম পরিষ্কার রাখা খুবই জরুরি। এটা ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য প্রয়োজন। অনেক সময়ে বাথরুম পরিষ্কার কলেরও সেটি হলুদ হয়ে যায়। দেখতে ভালো লাগ না। দাগ দূর করতে আমরা অ্যাসিড ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, সেটি ব্যবহার করা আসলে উচিত নয়?
ঘরের মতো বাথরুম পরিষ্কার রাখা খুবই জরুরি। এটা ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য প্রয়োজন। অনেক সময়ে বাথরুম পরিষ্কার কলেরও সেটি হলুদ হয়ে যায়। দেখতে ভালো লাগ না। দাগ দূর করতে আমরা অ্যাসিড ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, সেটি ব্যবহার করা আসলে উচিত নয়?
বাথরুমের মেঝেতে হলুদ দাগ পরিষ্কার করার জন্য রাফ ক্লিনারকে সর্বোত্তম এবং সস্তা রাসায়নিক হিসাবে বিবেচনা করা হয়। বাথরুমের মেঝেতে এটি কোনও বিরূপ প্রভাব ফেলে না। যে কোনও অনলাইন সাইট থেকে রাফ ক্লিনার অর্ডার করতে পারেন। সহজেই এটি ১৫০ টাকার মধ্যে পাবেন।
বাথরুমের মেঝেতে হলুদ দাগ পরিষ্কার করার জন্য রাফ ক্লিনারকে সর্বোত্তম এবং সস্তা রাসায়নিক হিসাবে বিবেচনা করা হয়। বাথরুমের মেঝেতে এটি কোনও বিরূপ প্রভাব ফেলে না। যে কোনও অনলাইন সাইট থেকে রাফ ক্লিনার অর্ডার করতে পারেন। সহজেই এটি ১৫০ টাকার মধ্যে পাবেন।
প্রথমে এটি জলে দিয়ে পাতলা করে নিন। তার পর যেখানেই জেদি দাগ আছে সেখানে স্প্রে করুন। ১০-১৫ মিনিটের জন্য সেটিকে সেভাবেই রেখে দিন। তারপরে এটি ব্রাশ দিয়ে ঘষুন। সব দাগ উঠে যাবে।
প্রথমে এটি জলে দিয়ে পাতলা করে নিন। তার পর যেখানেই জেদি দাগ আছে সেখানে স্প্রে করুন। ১০-১৫ মিনিটের জন্য সেটিকে সেভাবেই রেখে দিন। তারপরে এটি ব্রাশ দিয়ে ঘষুন। সব দাগ উঠে যাবে।
যখনই বাথরুম ব্যবহার করবেন, মেঝে ভাল ভাবে শুকনো রাখবেন। বাথরুমের মেঝেতে জল জমে থাকা উচিত নয়।
যখনই বাথরুম ব্যবহার করবেন, মেঝে ভাল ভাবে শুকনো রাখবেন। বাথরুমের মেঝেতে জল জমে থাকা উচিত নয়।
বাথরুমে টিস্যু পেপার রাখতে ভুলবেন না। ওয়াশ বেসিন শুকোতে টিস্যু পেপার ব্যবহার করুন। এমনকি ওয়াশ বেসিনের আশেপাশেও জল জমতে দেওয়া উচিত নয়।
বাথরুমে টিস্যু পেপার রাখতে ভুলবেন না। ওয়াশ বেসিন শুকোতে টিস্যু পেপার ব্যবহার করুন। এমনকি ওয়াশ বেসিনের আশেপাশেও জল জমতে দেওয়া উচিত নয়।

Home Cleaning Tips: এক চুটকিতে ঘর থেকে বাথরুম হবে ঝকঝকে! পরিষ্কার করার সময় জাস্ট ৩টে টিপস মাথায় রাখুন

ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। ঘর পরিষ্কার থাকলে রোগের ঝুঁকি কম থাকে। কিন্তু ঘর পরিষ্কার করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। ঘর পরিষ্কার থাকলে রোগের ঝুঁকি কম থাকে। কিন্তু ঘর পরিষ্কার করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
ঠিকমতো ঘর পরিষ্কার করতে চাইলে কাজ ভাগ করে নিন। প্রতিদিন ঘরের বিভিন্ন অংশ পরিষ্কার করতে হবে। তবেই, আপনি সঠিকভাবে ঘর পরিষ্কার করতে পারবেন।
ঠিকমতো ঘর পরিষ্কার করতে চাইলে কাজ ভাগ করে নিন। প্রতিদিন ঘরের বিভিন্ন অংশ পরিষ্কার করতে হবে। তবেই, আপনি সঠিকভাবে ঘর পরিষ্কার করতে পারবেন।
বাথরুমেই রোগের ঝুঁকি সব থেকে বেশি। তাই তা সঠিকভাবে পরিষ্কার করতে হবে। লেবু এবং ভিনেগারের সাহায্যে আপনি পুরো বাথরুম পরিষ্কার করতে পারেন। গরম জলের সাহায্যে পরিষ্কার করতে হবে, এতে করে বাথরুমের জেদি দাগ পরিষ্কার হয়ে যায়।
বাথরুমেই রোগের ঝুঁকি সব থেকে বেশি। তাই তা সঠিকভাবে পরিষ্কার করতে হবে। লেবু এবং ভিনেগারের সাহায্যে আপনি পুরো বাথরুম পরিষ্কার করতে পারেন। গরম জলের সাহায্যে পরিষ্কার করতে হবে, এতে করে বাথরুমের জেদি দাগ পরিষ্কার হয়ে যায়।
ঘর পরিষ্কার করার সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে। ঘরে যদি অনেকগুলি জিনিসপত্র রাখা থাকে তবে সেগুলি আলাদা জায়গায় রাখতে হবে।
ঘর পরিষ্কার করার সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে। ঘরে যদি অনেকগুলি জিনিসপত্র রাখা থাকে তবে সেগুলি আলাদা জায়গায় রাখতে হবে।
প্রথমেই বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার সময় পরিষ্কার শুকনো কাপড় ব‍্যবহার করতে হবে। নোংরা কাপড় একেবারেই ব্যবহার করা উচিত নয়।
প্রথমেই বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার সময় পরিষ্কার শুকনো কাপড় ব‍্যবহার করতে হবে। নোংরা কাপড় একেবারেই ব্যবহার করা উচিত নয়।
একটি ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ঘর পরিষ্কার করা উচিত। কারণ কাপড় দিয়ে পরিষ্কার করলে প্রচুর ধুলো জমে যা আপনার কাজকে আরও বাড়িয়ে দেয়। এর কারণে অনেক সময়ও নষ্ট হয়।
একটি ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ঘর পরিষ্কার করা উচিত। কারণ কাপড় দিয়ে পরিষ্কার করলে প্রচুর ধুলো জমে যা আপনার কাজকে আরও বাড়িয়ে দেয়। এর কারণে অনেক সময়ও নষ্ট হয়।
পরিষ্কার করার সময় আপনার মুখের চারপাশে মাস্ক বেঁধে রাখা উচিত। এতে আপনি অসুস্থ বোধ করবেন না। আপনি যখনই ঘর পরিষ্কার করবেন, তখন খেয়াল রাখতে হবে যেন সব জানালা-দরজা খোলা থাকে। নইলে নিঃশ্বাসের সমস‍্যা হতে পারে।
পরিষ্কার করার সময় আপনার মুখের চারপাশে মাস্ক বেঁধে রাখা উচিত। এতে আপনি অসুস্থ বোধ করবেন না। আপনি যখনই ঘর পরিষ্কার করবেন, তখন খেয়াল রাখতে হবে যেন সব জানালা-দরজা খোলা থাকে। নইলে নিঃশ্বাসের সমস‍্যা হতে পারে।