পশ্চিমবঙ্গে জোর লডাই?

West Bengal Lok Sabha elections exit poll: বাংলায় তৃণমূল-বিজেপি জোর টক্কর! কী ইঙ্গিত নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষায়

কলকাতা: পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল কী হয়, তা নিয়ে রাজ্যে তো বটেই গোটা দেশেই জোর চর্চা শুরু হয়েছে৷ সাত দফার ভোট মিটতেই সামনে আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফল৷ গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল এসেছে নিউজ ১৮-এর মেগা এক্সিট পোলে৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

 

নিউজ ১৮ মেগা এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪টি আসন৷ সেখানে তৃণমূলের আসন সংখ্যা কমে হতে পারে ১৮ থেকে ২১৷ কংগ্রেস অথবা বামেদের পশ্চিমবঙ্গে একটিও আসন দেওয়া হয়নি এই নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষায়৷

এক্সিট পোলের এই ফলাফলে যা ইঙ্গিত, তাতে পশ্চিমবঙ্গেও গেরুয়া ঝড়ের উঠতে চলেছে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা এক লাফে বেড়ে হয়েছিল ১৮৷ এবার বাংলা থেকে বিজেপির লক্ষ্য ছিল অন্তত তিরিশটি আসন৷ এই বুথ ফেরত সমীক্ষার ফলে সেই সেই লক্ষ্য পূরণের সম্ভাবনা না থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপির বড়সড় সাফল্যেরই ইঙ্গিত দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: রাতেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় ধেয়ে আসছে দুর্যোগ! বৃষ্টির সঙ্গে ঝড়েরও সতর্কতা জারি

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

পাশাাপশি, পশ্চিমবঙ্গের মতোই গোটা দেশেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায়৷ বিজেপি একক ভাবে তিনশোটির বেশি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষায়৷ এনডিএ জোট পেতে পারে কমবেশি ৩৫০ আসন৷ ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে ১২৫ থেকে ১৪০টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৪২ থেকে ৫২টি আসন৷