অভিষেকের মতোই রাজ ভবনের সামনে ধরনায় বসতে চান শুভেন্দু৷

Lok Sabha Elections 2024: শুভেন্দুর নিশানায় অভিষেকের ডায়মন্ড হারবার, বড় অভিযোগে পুনর্নির্বাচন চাইল বিজেপি! আর কোথায়?

কলকাতা: রাজ্যে সাতদফা লোকসভা ভোট মিটতেই পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল পদ্মশিবির। বিজেপির দাবি, ওই বুথগুলিতে ভোটগ্রহণ স্বচ্ছ ভাবে হয়নি। ডায়মন্ড হারবারে ১৯১টি বুথে পুনর্নির্বাচনের দাবি। পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভার সব বুথেই পুনর্নির্বাচন চায় রাজ্য বিজেপি।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

এছাড়াও মথুরাপুর লোকসভার ১২টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে রবিবার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই সমস্ত বুথে সাধারণ মানুষ ভোট দিতে পারলে বিজেপি প্রার্থীকেই ভোটাররা ভোট দিতেন। সেই আতঙ্ক থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভোটদানে বাধা দিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে সেই কারণেই রিপোলের ডিমান্ড জানিয়েছি।’

আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? জানুন দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের নাম

ডায়মন্ড হারবার এবং মথুরাপুরের একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। কমিশনকে বুথের বিস্তারিত নম্বর উল্লেখ করে চিঠি দিয়ে দাবি জানিয়েছে বাংলার পদ্ম ব্রিগেড। তাদের অভিযোগ, কোথাও সিসি ক্যামেরা কাজ করেনি। কোথাও বুথ জ্যাম। এবং কোথাও রিগিং হয়েছে। মথুরাপুরের ১২টি বুথ এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ১৯১টি বুথে পুনর্নির্বাচনের দাবি রাজ্য বিজেপির।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি ‘দার্জিলিং’ শব্দের মানে জানেন?

শনিবার সপ্তম দফা ভোট শেষেই সন্ধ্যায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই তিনি ওই দাবি করেন।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী