Sikkim assembly election 2024, 2024, Sikkim assembly election winning candidates list

Sikkim & Arunachal Pradesh Election Result 2024 : অরুণাচলে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি, সিকিমে টানা দ্বিতীয় বার এসকেএম সরকার

নয়াদিল্লি: অরুণাচলে একচ্ছত্র আধিপত্য নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে ভারতীয় জনতা পার্টি, সিকিমেও পরিবর্তন হল না। রবিবার দক্ষিণ- পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনে ভোটগণনা ছিল। বেলা গড়াতেই দেখা যায় অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বে আবার এক বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্য দিকে সিকিমে টানা দ্বিতীয় বার ক্ষমতায় আসতে চলেছে মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে সরকার গড়ার পথে বিজেপি, সিকিমে একছত্র আধিপত্য SKM-এর

অরুণাচলের বিধানসভায় ৬০টি আসন রয়েছে, সেখানে যাদু সংখ্যা ৩১। তবে নির্বাচনের আগেই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে গিয়েছিল বিজেপি। বাকি ৫০টি আসনে ভোট হয়েছে। ভোট হওয়া আসনগুলির মধ্যে ৩৫টি আসনে জয় পেয়েছে এবং একটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেই সঙ্গে অরুণাচলের বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াতে পারে ৪৬। অরুণাচলে ১৯টি আসনে লড়াই করে একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

সিকিমে ৩২টি আসন বিশিষ্ট বিধানসভায় ৩১টি আসন জিতে টানা দ্বিতীয় বার ক্ষমতায় ফিরতে চলেছে প্রেম সিং তামাংয়ের এসকেএম। ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা পবন চামলিংয়ের দল এসডিএফ সিকিমে মাত্র ১টি আসন পেয়েছে। অন্য দিকে ৩১টি আসনে লড়াই করেও খাতা খুলতে পারেনি বিজেপি।