জরুরি বৈঠকে অভিষেক

Abhishek Banerjee Tmc: রবি বিকেলে জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বড় কিছুর ইঙ্গিত? জানিয়ে দেবেন গণনা-স্ট্র্যাটেজি

কলকাতা: শনিবারই শেষ হল দেশের সাত দফার লোকসভা ভোট। ফল ঘোষণা আগামী ৪ জুন। কিন্তু সপ্তম দফার ভোট গ্রহণের পরই প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি। ৪০০ আসন না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই সরকার গঠন করে ফেলতে পারেন মোদি। এমনকী, পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূলের থেকে অনেক বেশি আসনে বিজেপি জয়লাভের পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তবে, এক্সিট পোল গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। আর এই পরিস্থিতিতে রবিবার বিকেল ৫’টায় জরুরি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার বিকেলে ভারচুয়ালি বৈঠক করবেন অভিষেক। আগামী ৪ জুনের কাউন্টিং নিয়ে বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন- ১) সমস্ত লোকসভার প্রার্থীরা, ২) সমস্ত লোকসভার নির্বাচনী এজেন্টরা, ৩) সমস্ত লোকসভার ইলেকশান অবর্জাভররা (যদি কোনও জায়গায় দল থেকে বাছাই করা হয়ে থাকে), ৪) সমস্ত জেলার সভাপতিরা, ৫) সমস্ত জেলার চেয়ারম্যানরা, ৬) দলের সমস্ত বিধায়কের ৭) তৃণমূলের সমস্ত ব্লক ও টাউন সভাপতিরা। গণনা কেন্দ্রে ভূমিকা কী হবে তা নিয়েই হবে এই বৈঠক, তৃণমূল সূত্রে এমনই খবর।

আরও পড়ুন: এক্সিট পোল মিলে যাবে? বাংলায় তৃণমূল কত আসন পাবে? বিরাট দাবি কুণাল ঘোষের

ইতিমধ্যেই একটি বৈদ্যুতিন চ্যানেলের কাছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ফেরত সমীক্ষা গুলিকে ‘ফেক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ”আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না। এটা একেবারে ফেক। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।” তবে, এখনও অভিষেক এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। রবিবারের বৈঠকে এক্সিট পোল নিয়ে তিনি কোনও মন্তব্য করেন কিনা দলের নেতাদের সামনে, সেটাই এখন দেখার।

তবে, দলের মুখপাত্র এদিন বলেন, ”শেষ দফার নির্বাচনের পর এক্সিট পোল প্রকাশিত হয়েছে। বুথফেরৎ সমীক্ষার নামে যে সংখ্যা দেখানো হচ্ছে তাকে মান্যতা দিচ্ছে না তৃণমূল। তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা। ৪২ টির মধ্যে ৩০-৩৫ টি আসন পাবে তৃণমূল। দেশে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসছে না। কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই পরিসংখ্যান দেখানো হচ্ছে। গণনার পর আসল রেজাল্ট মিলবে না। বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না এরাজ্যে। এগুলো উপেক্ষা করুন।”