India's most unsuccessful star kid

India’s Most Flop Star Kid: ইনিই ভারতের সবথেকে ফ্লপ ‘স্টার কিড’, একসময় শাহরুখ-সলমনের থেকে হিট ছিলেন, তারপর-ই পরপর ২৫টা ফ্লপ

অনেকেই মনে করেন, স্টার কিড বা তারকা সন্তানদের জীবনে সাফল্য খুব সহজেই আসে। সবটাই তাঁদের জন্য 'কেকওয়াক'! কিন্তু বাস্তবে সবসময় এমনটা হয় না। এমন অনেক উদাহরণ আছে, যেখানে নামীদামি তারকাদের সন্তানেরা সাফল্য পাননি। তালিকায় এমন একজন স্টার কিড আছেন, যাঁর প্রথম ছবি মারকাটারি হিট করেছিল, অথচ তারপরেই কেরিয়ার মুখ থুবড়ে পড়ে, গোটা কেরিয়ারে ঝুলিতে আর একটাও হিট ছবি ছিল না।
অনেকেই মনে করেন, স্টার কিড বা তারকা সন্তানদের জীবনে সাফল্য খুব সহজেই আসে। সবটাই তাঁদের জন্য ‘কেকওয়াক’! কিন্তু বাস্তবে সবসময় এমনটা হয় না। এমন অনেক উদাহরণ আছে, যেখানে নামীদামি তারকাদের সন্তানেরা সাফল্য পাননি। তালিকায় এমন একজন স্টার কিড আছেন, যাঁর প্রথম ছবি মারকাটারি হিট করেছিল, অথচ তারপরেই কেরিয়ার মুখ থুবড়ে পড়ে, গোটা কেরিয়ারে ঝুলিতে আর একটাও হিট ছবি ছিল না।
কথা হচ্ছে কুমার গৌরবের। রাজেন্দ্র কুমারের সন্তান। বলিউড ইন্ডাস্ট্রিতে সুপারডুপার হিট ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। সেইসময় তিনি শাহরুখ-সলমেনর থেকে বড় হিরো ছিলেন।
কথা হচ্ছে কুমার গৌরবের। রাজেন্দ্র কুমারের সন্তান। বলিউড ইন্ডাস্ট্রিতে সুপারডুপার হিট ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। সেইসময় তিনি শাহরুখ-সলমেনর থেকে বড় হিরো ছিলেন।
২৫ বছর বয়সে ১৯৮১ সালে 'লাভ স্ট্রোরি'- কুমার গৌরবের প্রথম সিনেমা। প্রথম ছবির পর-ই তিনি স্টাইল আইকন হয়ে যান। আসমুদ্র হিমাচল তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখত।
২৫ বছর বয়সে ১৯৮১ সালে ‘লাভ স্ট্রোরি’- কুমার গৌরবের প্রথম সিনেমা। প্রথম ছবির পর-ই তিনি স্টাইল আইকন হয়ে যান। আসমুদ্র হিমাচল তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখত।
কিন্তু শুরুতেই শেষ। আশি দশকের মাঝ পর্যন্ত কুমার গৌরবের আর কোন-ও ছবিই চলেনি। চিত্র সমালোচকরা মনে করেছিলেন, সঞ্জয় দত্ত বা সানি দেওলের থেকেও হিট কেরিয়ার হবে কুমার গৌরবের। কিন্তু সেই ভাবনা আর সফল হয়নি।
কিন্তু শুরুতেই শেষ। আশি দশকের মাঝ পর্যন্ত কুমার গৌরবের আর কোন-ও ছবিই চলেনি। চিত্র সমালোচকরা মনে করেছিলেন, সঞ্জয় দত্ত বা সানি দেওলের থেকেও হিট কেরিয়ার হবে কুমার গৌরবের। কিন্তু সেই ভাবনা আর সফল হয়নি।
'লাভ স্টোরি'-র পর আগামী ৪ বছরে আর-ও ১০টা ছবিতে অভিনয় করেন কুমার গৌরব। কিন্তু প্রতিটা ছবিই ফ্লপ করে। ১৯৮৬ সালে 'নাম' হিট করলেও, ক্রেডিট একা কুমার গৌরবের ছিল না। ছবিতে ছিলেন সঞ্জয় দত্ত-ও।
‘লাভ স্টোরি’-র পর আগামী ৪ বছরে আর-ও ১০টা ছবিতে অভিনয় করেন কুমার গৌরব। কিন্তু প্রতিটা ছবিই ফ্লপ করে। ১৯৮৬ সালে ‘নাম’ হিট করলেও, ক্রেডিট একা কুমার গৌরবের ছিল না। ছবিতে ছিলেন সঞ্জয় দত্ত-ও।
এরপর কুমার গৌরবের আর কোন-ও ছবি হিট করেনি। পরবর্তী ১৪ বছরে তাঁর ১৩টা ছবি ফ্লপ করে। ৯০ দশকের মাঝামাঝি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে ব্যবসা শুরু করেন।
এরপর কুমার গৌরবের আর কোন-ও ছবি হিট করেনি। পরবর্তী ১৪ বছরে তাঁর ১৩টা ছবি ফ্লপ করে। ৯০ দশকের মাঝামাঝি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে ব্যবসা শুরু করেন।
২০০২ সালে ফের একবার কাম-ব্যাক করেন কুমার গৌরব। তাঁর শেষ হিট ছবি ছিল 'কাঁটে'। এরপর আর-ও ৩টে ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু সবক'টাই ফ্লপ করে। ২০০৬ সালে 'মাই ড্যাডি স্ট্রংগেস্ট' কুমার গৌরবের শেষ ছবি।
২০০২ সালে ফের একবার কাম-ব্যাক করেন কুমার গৌরব। তাঁর শেষ হিট ছবি ছিল ‘কাঁটে’। এরপর আর-ও ৩টে ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু সবক’টাই ফ্লপ করে। ২০০৬ সালে ‘মাই ড্যাডি স্ট্রংগেস্ট’ কুমার গৌরবের শেষ ছবি।
বর্তমানে কুমার গৌরব কনস্ট্রাকশন ব্যবসায় আছেন। নিজস্ব কনস্ট্রাকশন সংস্থাও আছে। তিনি মুম্বইয়ে স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকেন।
বর্তমানে কুমার গৌরব কনস্ট্রাকশন ব্যবসায় আছেন। নিজস্ব কনস্ট্রাকশন সংস্থাও আছে। তিনি মুম্বইয়ে স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকেন।