Assam Flood: ফুঁসছে নদী, ভেঙেছে ব্রিজ, ভাসছে রেললাইন! অসমের ভয়াবহ বন্যায় দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা

অসম: অসমে অব্যাহত বন্যা পরিস্থিতি৷ ইতিমধ্যেই সরকারি হিসাবে আরও ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ এই নিয়ে উত্তরপূর্বের রাজ্য অসমে ২৮ মের পর থেকে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮-এ৷

মৃতদের মধ্যে কাচার এবং নাগাওঁয়ে এক জন করে মৃত্যুর খবর মিলেছে৷ অসমের দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রের খবর, সে রাজ্যের ১৩ জেলায় এখনও বন্যা পরিস্থিতি বহাল রয়েছে৷ বাসস্থান হারিয়ে প্রায় ৫ লক্ষ ৩৫ হাজার ২৪৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি শরণার্থী শিবিরে৷ ভেঙে গিয়েছে যোগাযোগকারী বহু সেতু৷ রেললাইনের তলা থেকে সরে গিয়েছে মাটি৷

আরও পড়ুন বর্ধমান রেল স্টেশনে আরপিএফের উচ্ছেদ অভিযান! বিক্ষোভে ফেটে পড়লেন ব্যবসায়ীরা, এলাকায় উত্তেজনা

স্থানীয় সূত্রের খবর, গত ২৮ মে ঝড়ের পর থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছে অসমের তিন উল্লেখযোগ্য নদী কোপিলি, বরাক এবং কুশিয়ারা৷

বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা নগাওঁ জেলার৷ সেখানকার প্রায় ৩ লক্ষ ৩ হাজার ৫৬৭ জন মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর৷ ক্ষতির নিরিখে নগাঁওয়ের পরেই রয়েছে কাচার এবং হোজাই৷

আরও পড়ুন: গণনায় কড়া নিরাপত্তা! ৫৫ গণনাকেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপ

রাজ্যজুড়ে খোলা হয়েছে প্রায় ১৯৩টি শরণার্থী শিবির৷ আরও ৮২টি শবিরি থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে৷ উদ্ধারকার্যে সর্বাদা তৎপর রয়েছে NDRF, SDRF এবং স্থানীয় প্রশাসন৷ এলাকায় মোতায়েন রয়েছে মেডিক্যাল টিম৷