Money Making Tips: প্রতি মাসে ২৫-৩০ হাজার রোজগার, মহিলাদের আয়ের পথ দেখাচ্ছে এই পেশা, আপনিও শুরু করুন এই কাজ

*মাত্র তিন মাসের প্রশিক্ষণ শেষে ভাল আয়ের সুযোগ! যত দিন গড়াচ্ছে এই পেশার ভবিষ্যত তত উজ্জ্বল। এই পেশায় তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০-২৫ হাজার টাকা আয়ের সুযোগ। দিনে দিনে বাড়ছে কাজের সুযোগ। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি। 
*মাত্র তিন মাসের প্রশিক্ষণ শেষে ভাল আয়ের সুযোগ! যত দিন গড়াচ্ছে এই পেশার ভবিষ্যত তত উজ্জ্বল। এই পেশায় তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০-২৫ হাজার টাকা আয়ের সুযোগ। দিনে দিনে বাড়ছে কাজের সুযোগ। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি। 
*গ্রাম বা শহর অঞ্চলে সর্বত্রই মানুষের মধ্যে সাজ সরঞ্জামের গুরুত্ব বাড়ছে। যদিও শহর অঞ্চলে প্রবণতা আরও বেশি। সেই দিক থেকে শহরে আরওবেশি আয়ের সুযোগ থাকলেও, গ্রাম বা মফস্বল এলাকাতেও বেশ চাহিদা বিউটিশিয়ানদের। ফাইল ছবি। 
*গ্রাম বা শহর অঞ্চলে সর্বত্রই মানুষের মধ্যে সাজ সরঞ্জামের গুরুত্ব বাড়ছে। যদিও শহর অঞ্চলে প্রবণতা আরও বেশি। সেই দিক থেকে শহরে আরওবেশি আয়ের সুযোগ থাকলেও, গ্রাম বা মফস্বল এলাকাতেও বেশ চাহিদা বিউটিশিয়ানদের। ফাইল ছবি। 
*বিবাহ অনুষ্ঠান পার্টি ও অন্যান্য উৎসব উপলক্ষে নিয়মিত মহিলাদের বিউটি পার্লার মুখী হতে দেখা যায়। সেই দিক থেকে বিউটিশিয়ান কোর্স করে অল্প দিনে ভাল উপার্জনের সুযোগ। ফাইল ছবি। 
*বিবাহ অনুষ্ঠান পার্টি ও অন্যান্য উৎসব উপলক্ষে নিয়মিত মহিলাদের বিউটি পার্লার মুখী হতে দেখা যায়। সেই দিক থেকে বিউটিশিয়ান কোর্স করে অল্প দিনে ভাল উপার্জনের সুযোগ। ফাইল ছবি। 
*প্রায় ১২ বছর ধরে অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ মূলক কোর্সের সঙ্গে বিউটিশিয়ান কোর্স বা প্রশিক্ষণ চলছে। মাত্র তিন মাস প্রশিক্ষণ নিয়ে সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া ও হাওড়ার মহিলারা স্বনির্ভর হচ্ছেন। ফাইল ছবি। 
*প্রায় ১২ বছর ধরে অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ মূলক কোর্সের সঙ্গে বিউটিশিয়ান কোর্স বা প্রশিক্ষণ চলছে। মাত্র তিন মাস প্রশিক্ষণ নিয়ে সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া ও হাওড়ার মহিলারা স্বনির্ভর হচ্ছেন। ফাইল ছবি। 
*সময় উপযোগী সাজানোর ধরন বা কৌশল শেখানো হয় এখানে। যা পরবর্তী সময় প্রশিক্ষনার্থীদের ভাল উপার্জন করতে সাহায্য করে। এখানে বিউটিশিয়ান কোর্স প্রশিক্ষণে মূলত দুটি দিক, একটি বেসিক এবং অন্যটি কারেন্ট ট্রেন্ড। উভয়দিক গুরুত্ব রেখে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে অল্প দিনে প্রশিক্ষণ শেষে এই পেশায় স্বনির্ভর হতে পারেন মহিলারা। ফাইল ছবি। 
*সময় উপযোগী সাজানোর ধরন বা কৌশল শেখানো হয় এখানে। যা পরবর্তী সময় প্রশিক্ষনার্থীদের ভাল উপার্জন করতে সাহায্য করে। এখানে বিউটিশিয়ান কোর্স প্রশিক্ষণে মূলত দুটি দিক, একটি বেসিক এবং অন্যটি কারেন্ট ট্রেন্ড। উভয়দিক গুরুত্ব রেখে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে অল্প দিনে প্রশিক্ষণ শেষে এই পেশায় স্বনির্ভর হতে পারেন মহিলারা। ফাইল ছবি। 
*এ প্রসঙ্গে অম্বুজা ফাউন্ডেশনের মুভিলাজিং অফিসার মোহাম্মদ ইসরাইল ও প্রশিক্ষক জানান, মেকআপ ও চুলের উপর বেসিকের পাশাপাশি সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। ১২ বছরে এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়ে স্বনির্ভর হয়েছে। নিজেদের ব্যবসার পাশাপাশি অনেকেই ট্রেনিং নিয়ে আরও বেশি উপার্জন করছে। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে অম্বুজা ফাউন্ডেশনের মুভিলাজিং অফিসার মোহাম্মদ ইসরাইল ও প্রশিক্ষক জানান, মেকআপ ও চুলের উপর বেসিকের পাশাপাশি সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। ১২ বছরে এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়ে স্বনির্ভর হয়েছে। নিজেদের ব্যবসার পাশাপাশি অনেকেই ট্রেনিং নিয়ে আরও বেশি উপার্জন করছে। ফাইল ছবি।