Lok Sabha election results 2024: শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লিতে ক্ষমতা দখলের চাবিকাঠি এই রাজ্যগুলিতে?

নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ তার পরই জানা যাবে, দিল্লির মসনদে কে বসতে চলেছেন৷ দেশ জুড়ে ভোট গণনা চললেও দিল্লিতে ক্ষমতা বদলের চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে৷ অন্তত সেরকমই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

পশ্চিমবঙ্গ: দেশ জুড়ে যে রাজ্যগুলির ফলাফলের উপরে সবার নজর রয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷ ২০১৯ সালে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জিতে চমকে দিয়েছিল বিজেপি৷ একধাক্কা ১২টি আসন কমেছিল তৃণমূলের৷ এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপির লক্ষ্য অন্তত ৩০টি আসন৷ যদিও তৃণমূল নেতাদের দাবি, তিরিশের উপরে আসন পেতে চলেছে তাঁরাও৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য গোটো দেশের মতো পশ্চিমবঙ্গেও বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে৷ পশ্চিমবঙ্গে ভাল ফল করা পশ্চিমবঙ্গের জন্য অনেক কারণে গুরুত্বপূর্ণ৷ কারণ বিজেপি নেতৃত্বের লক্ষ্য হিন্দি বলয়ের বাইরে দক্ষিণ এবং উত্তর পূর্ব ভারতেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করা৷ পাশাপাশি মহারাষ্ট্রের মতো যে রাজ্যগুলিতে বিজেপির আসন কমার সম্ভাবনা রয়েছে, সেই ঘাটতি পূরণ করতেও পশ্চিমবঙ্গে ভাল ফল করা গুরুত্বপূর্ণ৷ ইন্ডিয়া জোটকে দুর্বল করতেও পশ্চিমবঙ্গে ভাল ফল করা লক্ষ্য বিজেপির৷ কারণ তৃণমূলের আসন সংখ্যা বাড়লে শক্তিশালী হবে বিরোধী জোট৷

মহারাষ্ট্র: গত কয়েক বছরে মহারাষ্ট্রেই সম্ভবত দেশের মধ্যে সবথেকে বেশি রাজনৈতিক ডামাডোল চলেছে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে অবিভক্ত শিবসেনার সঙ্গে জোট ছিল বিজেপির৷ সেবার মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৪১টি আসনে জয়ী হয়েছিল এই জোট৷ এর পর গত পাঁচ বছরে ভেঙে গিয়েছে শিবসেনা-বিজেপি জোট৷ শিবসেনা ভেঙে দু টুকরো হয়েছে৷ আবার ভেঙে গিয়েছে এনসিপি-ও৷ এনডিএ এবং ইন্ডিয়া- দুই পক্ষের সঙ্গেই শিবসেনা এবং এনসিপি-র একাংশ রয়েছে৷

আরও পড়ুন:  চমকে দেওয়া ফল! প্রাথমিক ফলে ৩০০-এর নীচে এনডিএ, ২০০ পেরলো কংগ্রেস জোট

ওড়িশা: পূর্ব ভারতের এই রাজ্যটিতে এবার জোড়া লক্ষ্য বিজেপির৷ পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল, সেরকমই ওড়িশায় বিজু জনতা দলকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির৷ লোকসভা ভোটের সঙ্গে ওড়িশায় বিধানসভা ভোটও হচ্ছে৷ ২০১৯ সালে রাজ্যের ২১টি আসনের মধ্যে ১২টিতে জিতেছিল বিজেডি৷ ৮টি আসন দখল করে বিজেপি৷ পশ্চিমবঙ্গের মতোই ওড়িশাতেও গত কয়েক বছরে বিজেপির শক্তি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ ২০১৪ সালে বিজেপি ওড়িশায় মাত্র ১টি লোকসভা আসনে জয়ী হয়েছিল৷ এবার তাদের লক্ষ্য ওড়িশার ক্ষমতা দখল করে রাজ্যের বৃহত্তম দল হয়ে ওঠা৷

বিহার: নীতীশ কুমারের বার বার শিবির বদলের কারণে বিহারেও রাজনৈতিক নাটকের কমতি ছিল না৷ ২০১৯-এ জেডিইউ-বিজেপির এনডিএ জোট বিহারের ৪০টির মধ্যে ৩৯টিতে জয়ী হয়েছিল৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ছেড়েও ফের সবাইকে অবাক করে এনডিএ-তেই ফিরেছেন নীতীশ৷ বিহারে ইন্ডিয়া জোটে এখন রয়েছে তেজস্বী যাদবের আরজেডি-র ছাডা়ও কংগ্রেস সহ বাম দলগুলি৷ বিহারে ভাল ফল করাটা তাই এনডিএ, ইন্ডিয়া দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ৷

তেলঙ্গানা: পূর্ব এবং পশ্চিম ভারতের পাশাপাশি দক্ষিণের যে রাজ্যগুলির অঙ্ক লোকসভা ভোটের চূড়ান্ত ফল নির্ণয়ে গুরুত্বপূর্ণ,তার মধ্যে অন্যতম তেলঙ্গানা৷ গত বিধানসভা নির্বাচনে তেলঙ্গানায় কংগ্রেস ক্ষমতা দখল করলেও বিজেপির ভোট উল্লেখযোগ্য ভাবে বেড়েছিল৷ ফলে দক্ষিণের এই রাজ্য ১৭টি আসনে কী ফল হয়, তা গুরুত্বপূর্ণ৷ চন্দ্রশেখর রাওয়ের বিআরএস খুব ভাল ফল করবে না বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায়৷