Amethi Election Results 2024: অমেঠিতে স্মৃতি ইরানিকে লক্ষ ভোটে হারালেন কংগ্রেসের কিশোরী লাল! আবেগপূর্ণ পোস্ট প্রিয়ঙ্কা গান্ধির

উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের অমেঠিতে বড় জয় কংগ্রেসের৷ এক লাখ ভোটেরও বেশি লিড নিয়ে রাহুল গান্ধির ছেড়ে যাওয়া আসন থেকে জিতলেন গান্ধি পরিবারেরই ঘনিষ্ঠ সেনানি কিশোরী লাল৷ হারের মুখ দেখতে হল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে৷

গণনার শুরু থেকেই অমেঠিতে নিজের লিড বজায় রেখেছিলেন কংগ্রেসের পুরনো নেতা কিশোরী লাল৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, স্মৃতি ইরানির চেয়ে ১ লক্ষ ২ হাজার ,৮৩৬ ভেটে এগিয়ে ছিলেন কিশোরী৷

আরও পড়ুন: বিশ্বাসঘাতকতার বদলা? মহারাষ্ট্রে বিজেপি শিণ্ডের এনডিএ-কে ছাপিয়ে গেল এনসিপি-উদ্ধবের ইন্ডিয়া!

জয়ের আভাস পেতেই অবশ্য কিশোরী লালকে নিয়ে আবেগপূর্ণ পোস্ট করতে দেখা যায় উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে৷ কিশোরী লালের সঙ্গে গ্রামের মেঠো রোদ্দুরে মাটিতে বসে খাওয়ার ছবি ট্যুইট করেন প্রিয়ঙ্কা৷ ছবির ক্যাপশনে লেখেন, ‘কিশোরী ভইয়া, আমার কোনও দিন কোনও দ্বিধা ছিল না, আমি জানতাম আপনিই জিতবেন৷ আপনাকে এবং অমেঠির ভাইবোনেদের আমার অভিনন্দন৷’

আরও পড়ুন: দাক্ষিণাত্যে তেমন কূল পাচ্ছে না বিজেপি! তামিলনাড়ুতে অনেকখানি এগিয়ে ডিএমকে, কংগ্রেসেরও ভাল ফল

প্রায় দু’দশক ধরে এই অমেঠি ছিল গান্ধি পরিবারের দুর্গ৷ ২০১৯ সালে গত লোকসভা নির্বাচনে এই আসনেই রাহুল গান্ধিকে পরাজিত করেন স্মৃতি। তার আগে তিনবার অমেঠির প্রতিনিধিত্ব করেছেন রাহুল। অতীতে অমেঠি থেকে জয়ী হন সঞ্জয় গান্ধি এবং পরবর্তীতে রাজীব ও সোনিয়াও। যদিও এবার রায়বরেলি এবং ওয়ানাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল৷ দু’টি কেন্দ্র থেকেই জিতছেন তিনি৷