Lok Sabha Elections 2024: উত্তরপ্রদেশে খেলা ঘুরিয়ে ‘স্টার’ অখিলেশ, সাপোর্টিং রোলে রাহুল! শুভেচ্ছা পাঠালেন মমতা

নয়াদিল্লি: কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ৷ কারণ, এই উত্তরপ্রদেশেই রয়েছে সর্বোচ্চ সংখ্যক সংসদীয় আসন৷ ৮০৷ সেই যোগী রাজ্যে ঝড় তোলার আশাতেই ছিলেন মোদি-শাহ৷ কিন্তু, তাঁদের দৌড় মাঝপথেই থামিয়ে দিলেন উত্তরপ্রদেশের ভূমিপুত্র সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷ ইন্ডিয়া শরিক অখিলেশ একাই ৮০ আসনের উত্তরপ্রদেশে দখল করে নিয়েছেন ৩৮টি আসন৷ সেখানে বিজেপি পিছিয়ে পড়ে রয়েছে ৩২-এই৷ কনৌজ থেকে জিতেছেন অখিলেশ নিজে।

কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের অপেক্ষাকৃত ভাল ফল করার পিছনে কিন্তু বিরাট অবদান রয়েছে অখিলেশের এই ৩৮ আসনের৷ তারপরে অবশ্যই কংগ্রেস৷ উত্তরপ্রদেশে কংগ্রেস পেয়েছে ৬টি আসন৷ তারপরে আরএলডি ২৷ আপনা দল(এস) একটি।

বারাণসীতে ২০১৪ সালে ৩ লক্ষ ৭১ হাজার এবং ২০১৯ সালে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটের ব্যবধানে জেতা মোদী এ বার ১ লক্ষ ৫২ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের অজয় রাইকে। অন্য দিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বরেলীতে প্রথম বার লড়ে জিতেছেন প্রায় ৪ লক্ষ ভোটে!

আরও পড়ুন: বিরোধী আসনেই বসবেন? নাকি নামবেন সরকার গড়ার লড়াইয়ে, সাংবাদিক বৈঠকে উত্তর দিলেন রাহুল গান্ধি

রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, মিশন উত্তরপ্রদেশে যদি ‘কাণ্ডারি’ হয়ে থাকেন অখিলেশ যাদব, তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধিও৷ অখিলেশের একার প্রচারের পাশাপাশি জনমানসে প্রভাব ফেলেছে রাহুলের সঙ্গে তাঁর যৌথ প্রচার৷

মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জোট শরিক সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি৷ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাহুল গান্ধি, সনিয়া গান্ধিকেও৷ যদিও গান্ধিদের তরফে কোনও প্রত্যুত্তর আসেনি বলে দৃশ্যতই উষ্মাপ্রকাশ করেন মমতা৷

আরও পড়ুন: রায়বরেলি এবং ওয়ানাদ, দুই কেন্দ্রেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল গান্ধি! কংগ্রেসে ফিরল অমেঠিও

উত্তরপ্রদেশের রায়বরেলি এবং অমেঠির মতো গুরুত্বপূর্ণ দুই আসনই হাতে রাখতে পেরেছে কংগ্রেস৷ রায়বরেলিতে ৩ লাখেরও বেশি ভোটে জিতেছে রাহুল গান্ধি৷ অমেঠিতে ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন কংগ্রেসের কিশোরী লাল৷