Narendra Modi: ‘১০ বছরেও ১০০-র গন্ডি পেরতে পারেনি কংগ্রেস,’ সংসদীয় নেতা নির্বাচিত হয়েই মোদির তুমুল কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি: তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠনের পথে এনডিএ জোট৷ শুক্রবার সেন্ট্রাল হলে এনডিএ-র সংসদীয় বৈঠকে ইতিমধ্যেই নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলের বৈঠকে নরেন্দ্র মোদির নাম লোকসভায় BJP-র সংসদীয় দলনেতা, NDA-এর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি। শরিক দলগুলির পক্ষ থেকে JD(S) প্রধান এইচ ডি কুমারস্বামী, TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুও এই প্রস্তাব অনুমোদন করেন।

নেতা নির্বাচিত পরে শরিক তথা দলীয় সাংসদদের সামনে বক্তৃতা করেন মোদি৷ তাঁর কথায় উঠে আসে ফের গ্যারান্টি পূরণের প্রসঙ্গ৷ এই এনডিএ জোটকে সবচেয়ে স্থায়ী জোট হিসাবে মন্তব্য করেন মোদি৷ জানান, ক’বছরেই অর্থনৈতিক দিক থেকে বিশ্বের ৫ নম্বর দেশ থেকে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত৷

এদিনের বক্তৃতেই কংগ্রেসেরও তুমুল সমালোচনা করতে দেখা যায় মোদি৷ কংগ্রেসের ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে মোদি বলেন, ‘‘এখন দেখুন হয়ত, কংগ্রেসের দফতরের বাইরে ১ লক্ষ টাকা নেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে৷’’ এমনকি, ইন্ডিয়া অতলে তলিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি৷

আরও পড়ুন: সামনের রবিবারই প্রধানমন্ত্রী পদে মোদির শপথ, এই নিয়ে তৃতীয়বার! নিমন্ত্রিতদের তালিকায় এবার বড় ‘চমক’

মোদির কথায়, ‘‘শুধু তাই নয়, কংগ্রেস গত দশ বছর পরেও কংগ্রেস একশোর গন্ডি পেরোতে পারেনি৷ গত তিনটি নির্বাচনে কংগ্রেস যা আসন পেয়েছে আমরা এবার একা পেয়েছি৷’’

মোদি বলেন, ‘‘৪ জুন আমি তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, পরে ফোন আসতে শুরু করল৷ আমি জিজ্ঞেস করলাম, ইভিএম বেঁচে আছে না মরে গেছে? এরা তো ঠিক করেই রেখেছিল ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাক৷ এবার তো ইভিএমের শবযাত্রাও বের করার পরিকল্পনা করে ফেলেছিলেন৷’’

আরও পড়ুন: কোন কোন মন্ত্রিত্ব চাইছেন নীতীশ-নায়ডু! আপসে কি রাজি হবে মোদি সরকার? দিয়েছে ‘বড়’ শর্ত

বিরোধীদের মোদির খোঁচা, ‘‘৪ জুন তাদের ইভিএম চুপ করিয়ে দিয়েছে৷ এটাই ভারতীয় গণতন্ত্রের শক্তি৷ ২০২৯ সালে হয়ত ইভিএম নিয়ে অভিযোগ শুরু হবে৷ প্রযুক্তির মাহাত্ম্য বোঝেন না, বিরোধিতা করেন৷৷ আধুনিকতা, প্রযুক্তি, উন্নতির বিরোধী৷ আধার, ইউপিআই সবকিছুর বিরোধিতা করেছে৷ অথচ, অন্যান্য অনেক দেশ আমার কাছে আধার চালু করার জন্য সহযোগিতা চাইছে৷’’

সব শেষে বিরোধীদের প্রতি তাঁর বার্তা, ‘‘বিরোধীদের অভিনন্দন, আশা করি সংসদে গঠনমূলক আলোচনায় তারা এবার ভূমিকা নেবেন৷’’