ঝড়ে উড়ে গেল বাড়ির চাল

South 24 Parganas News : কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড সোনারপুরের প্রতাপনগর, ভেঙে চুরমার ঘরবাড়ি

দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন আগে রিমলের ঝড়ের তান্ডবে দক্ষিণ ২৪ পরগনা বেশ কিছু এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আর তার রেশ কাটতে না কাটতে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাড়াল গ্রাম। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় কুড়িটা বাড়ি। উড়ে গিয়েছে বাড়ির চাল। ভেঙে চুরমার ঘরবাড়ি। একাধিক গাছ ভেঙে পড়েছে বাড়ির ওপর। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। যদিও জেলায় এই কয়েক সেকেন্ডে ঝড়ের দাপট তেমনভাবে প্রভাব না কলকাতা লাগোয়া সোনারপুরে প্রতাপনগর ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারগুলি। এই কয়েক মিনিটের দমকা হাওয়ায় ভেঙে পড়েছে একের পর এক বেশ কিছু গাছপালা। তার সঙ্গে উড়ে গিয়েছে কয়েকটি বাড়ির টিনের চাল।

আরও পড়ুন: মৎস্যজীবীদের নিরাপত্তায় ড্যাট মেশিন! কী কাজ এই ‌যন্ত্রের? জানুন

এই ঝড়ের তান্ডবে তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। ঝড় থামার পর তারা বাড়িতে আসে এসে দেখে বাড়ির সবকিছু লন্ডভন্ড গিয়েছে। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন গত কয়েকদিন আগে এই এলাকায় একটি দুর্যোগের ঝড় হয়েছিল তাতেও বেশ ক্ষতিও হয়েছিল। কিন্তু এবারের এই কয়েক সেকেন্ডের ঝড়ে আরও বেশি ক্ষতি হয়ে গেল আমাদের ঘর বাড়িগুলি। যার জেরে আমরা একটু আতঙ্কিত হয়ে পড়েছি। আগের বারে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে প্রশাসনের তরফ থেকে সেভাবে ক্ষতিপূরণ পায়নি এই এলাকা তবে এবারের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে একটু সাহায্য মেলে তাহলে অনেকটাই উপকৃত হবে এলাকাবাসী এমনটাই জানান তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা