Category Archives: দক্ষিণ ২৪ পরগনা

Endangered Turtle: বাটাগুর বাস্কা কি ফিরে পাবে হারানো সবকিছু! সুন্দরবনে চলছে উদ্যোগ

দক্ষিণ ২৪ পরগনা : নাম বাটাগুড় বাস্কা। একসময় সুন্দরবনের বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া গেলেও, কালক্রমে এই বাটাগুড় বাস্কা নামের কচ্ছপটি হারিয়ে যেতে বসেছিল। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এই বাটাগুর বাস্কা ফিরে পেতে চলেছে হারানো সবকিছু।
নাম বাটাগুড় বাস্কা। একসময় সুন্দরবনের বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া গেলেও, কালক্রমে এই বাটাগুড় বাস্কা নামের কচ্ছপটি হারিয়ে যেতে বসেছিল। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এই বাটাগুর বাস্কা ফিরে পেতে চলেছে হারানো সবকিছু।
একসময় এমন হয়েছিল সুন্দরবনের নদী, খাঁড়ি কোথাও হদিশ মিলছিল না এই কচ্ছপের। সেই অবস্থার পরিবর্তন করতে কয়েকটি ডিম নিয়েই সংরক্ষণের ব্যবস্থা করেছিল বনদফতর।
একসময় এমন হয়েছিল সুন্দরবনের নদী, খাঁড়ি কোথাও হদিশ মিলছিল না এই কচ্ছপের। সেই অবস্থার পরিবর্তন করতে কয়েকটি ডিম নিয়েই সংরক্ষণের ব্যবস্থা করেছিল বনদফতর।
সেই ডিম ফুটে বের হওয়া ছানা থেকে বাড়তে বাড়তে, তা আজ গিয়ে দাঁড়িয়েছে ৪৫০ এ। এই সংখ্যাকে চলছে আরও বাড়ানোর কাজ।সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বিচরণ করত এই কচ্ছপ।
সেই ডিম ফুটে বের হওয়া ছানা থেকে বাড়তে বাড়তে, তা আজ গিয়ে দাঁড়িয়েছে ৪৫০ এ। এই সংখ্যাকে চলছে আরও বাড়ানোর কাজ।সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বিচরণ করত এই কচ্ছপ।
এই কচ্ছপগুলি সুন্দরবনের পরিবেশে সঠিক ভাবে মানিয়ে নিতে পারছে কি না, সেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে কচ্ছপগুলি সুন্দরবনের প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। অদূর ভবিষ্যতে তাদের ছেড়ে দেওয়া হবে পরিবেশে।
এই কচ্ছপগুলি সুন্দরবনের পরিবেশে সঠিক ভাবে মানিয়ে নিতে পারছে কি না, সেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে কচ্ছপগুলি সুন্দরবনের প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। অদূর ভবিষ্যতে তাদের ছেড়ে দেওয়া হবে পরিবেশে।
ফলে বাটাগুর বাস্কা কি ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য। রাজত্ব করে বেড়াবে সুন্দরবনের জলে জঙ্গলে। এমনই আশা করছেন বন দফতরের কর্মকর্তারা। আর বেশ কয়েকটা বছরের অপেক্ষা তার পর আবার আগের মতই সুন্দরবনে নির্ভয়ে বিচরণ করবে এই কচ্ছপ।
ফলে বাটাগুর বাস্কা কি ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য। রাজত্ব করে বেড়াবে সুন্দরবনের জলে জঙ্গলে। এমনই আশা করছেন বন দফতরের কর্মকর্তারা। আর বেশ কয়েকটা বছরের অপেক্ষা তার পর আবার আগের মতই সুন্দরবনে নির্ভয়ে বিচরণ করবে এই কচ্ছপ।

 

Gas Cylinder: বাড়িতে গ্যাস দিতে কে আসে? খুব সাবধান! পঞ্চাশটা বাড়িতে যা করল ডেলিভারি বয়, অবিশ্বাস্য!

দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ৫০টিরও বেশী বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি বয়ের ৷ ঘটনার পর মাস তিনেক হতে চললেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় জানিয়ে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ ভুক্তভোগীদের ৷

ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে এইসব পরিবারগুলি ৷ একটি মাত্র সিলিন্ডারে কোনওরকমে রান্নার কাজ চালাচ্ছেন তারা ৷ বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে এই ওয়ার্ডের পৌরপিতা ৷

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

ঘটনার তদন্ত চলছে বলেই জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷ এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস দিয়ে যেত ৷ সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে ইন্ডেনের গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হত ৷

তিনি বলেন বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন হাফ সিলিন্ডারের দাম চাইছে৷ অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিন্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷

এলাকার আরেক বাসিন্দা লাবণ্য হালদার বলেন তারা যাতে রান্নাবান্না করে খেতে পারেন তার জন্য সিলিন্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন৷ উজ্জ্বলা গ্যাস যোজনায় একটিমাত্র সিলিন্ডার ব্যবহার করেন তনুশ্রী ভাণ্ডারী। তার একটি মাত্র সিলিন্ডার নিয়ে চলে গিয়েছে বলেই অভিযোগ ৷

এর ফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি ৷ প্রিয়াঙ্কা মণ্ডলের অভিযোগ গ্যাস অফিসে সিলিন্ডারের কথা বললে তারা এখন অতিরিক্ত টাকা দাবি করছেন ৷ এদিকে গ্যাস অফিসের সঙ্গেএই বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি ৷ তবে ঐ ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সুমন সাহা

Puppet Theatre: আজও ঐতিহ্যের ডাং পুতুল নাচ বাঁচিয়ে রেখেছেন জয়নগরের এই শিল্পী

দক্ষিণ ২৪ পরগনার: অত্যাধুনিক প্রযুক্তির সিনেমা, টিভি অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার দাপটে হারিয়ে যাওয়া পুতুল নাচকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন জয়নগরের নিরাপদ মন্ডল। প্রাচীন এই গ্রামীন শিল্প ধারাকে সজীব রেখে মানুষকে নির্মল আনন্দ বিতরণ করে চলেছে তার দলের কলাকুশলীরা। একটা সময় গ্রাম বাংলা থেকে শহরে নানান মেলা পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম ছিল পুতুল নাচ। আমাদের দেশে চার ধরনের পুতুল নাচ দেখানো হতো। ডাং পুতুল বা রড পাপেট, যে পুতুল নাচে পুতুলের পিছনে লাঠি দিয়ে নাচানো হতো।আর ছিল তারের পুতুল বা স্ট্রিং পাপেট, এই পুতুল নাচে পুতুলের বিভিন্ন অঙ্গে তার লাগিয়ে মঞ্চে নাচানো হতো।এছাড়া ছিল কাপড়ের তৈরি পুতুল বা গ্লাভস পাপেট। যেটি পিছন দিক থেকে গ্লাভসের মত পড়ে আঙ্গুলের সাহায্যে নাচানো হতো। এছাড়া ছিল বেনি পুতুল অর্থাৎ শ্যাডোপাপেট।

আরও পড়ুন: ‘লঙ্কাকাণ্ড’! খিদের পেটে লঙ্কা খান ইনি, চোখে-মুখে লঙ্কাবাটা ডলেন; কেন? জানলে চমকে যাবেন

এদের মধ্যে ডাং পুতুল ও তারের পুতুল এবং কাপড়ের পুতুল ই বাংলায় সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় ছিল। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির সিনেমা, টেলিভিশনের নানান অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ার দাপটে এই পুতুল নাচ শিল্প প্রায় অবলুপ্তির পথে। পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী নির্দেশে লোক শিল্পীদের জন্য নানান প্রকল্প গ্রহণ করলেও পুতুল নাচ শিল্প থেকে ছিটকে গিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। পুতুল নাচের পরম্পরায় ডাং পুতুলই সর্বাপেক্ষা প্রাচীন বলে জানা যায়, আর – দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিখ্যাত ডাং পুতুলের জন্য। একটা সময় এই পুতুল নাচ শিল্পীরাই সাধারণ মানুষের মনোরঞ্জন করতেন এবং পুতুল নাচের মাধ্যমে সামাজিক বার্তা ছড়িয়ে দিতেন । আর সেই ধারাকে বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন জয়নগরের নিরাপদ মন্ডল।

আরও পড়ুন:  দিঘার সমুদ্রে ভয়ঙ্কর বিপদে চার পর্যটক! সব শেষ হওয়ার আগে কোনওক্রমে রক্ষা, ভয়াবহ ঘটনা

নিজেই তৈরি করেছেন ‘সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থা’ নামে একটি দল। আর সেই দলের কলাকুশলীদের নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করে চলেছেন আলিবাবা ও চল্লিশ চোর এবং মুঙ্গলির মতো নানান আকর্ষণীয় কাহিনী। এই পুতুল নাচ শিল্পকে বাঁচিয়ে রাখতে তার রীতিমতো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জয়নগর থানার অন্তর্গত মায়া হাউুরি গ্রামের বাসিন্দা নিরাপদ মন্ডল। বর্তমানে তিনি কোন প্রেক্ষাগৃহ বা ফাঁকা মাঠ যেখানেই তার পুতুল নাচ নিয়ে পৌঁছে যাচ্ছেন সেখানেই ভরে যাচ্ছে দর্শক আসন।সম্প্রতি জয়নগরের রূপ ও অরূপ মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল তার দলের আলিবাবা ও চল্লিশ চোর কাহিনীটি। এই অনুষ্ঠানেও দর্শক আসনে ছিল উপচে পড়া ভিড়। অনুষ্ঠান শেষে খুশি দর্শক আসনে থাকা ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা

South 24 Parganas News: শিয়রে ভোট! আশায় বুক বাঁধছে ভাঙা স্কুলের গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ইয়াসে উড়েছিল স্কুলের ছাউনি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ২ বছর। কিন্তু আর সারানো হয়নি স্কুলের ছাউনি। সমস্ত জায়গায় বলে কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে গরানকাটি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা স্কুলেই চলছিল পড়াশোনার কাজ। স্কুলের দুটি ঘরের মধ্যে একটি ঘরের অবস্থা এমন হওয়ায়, স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নেন একটি ঘরেই হবে পড়াশোনার কাজ। ওই একটি ঘরেই বসবেন শিক্ষকদের অফিস আবার ক্লাসরুম।

আরও পড়ুন:  সুন্দরবনে বাড়ছে চোখের সমস্যা, সমাধানে নন্দকুমারপুরে তৈরি উন্নতমানের হাসপাতাল

এভাবে গড়িয়ে গড়িয়ে চলছিল স্কুলের পঠনপাঠনের কাজ। কিন্তু এরমধ্যে এসে গিয়েছে নির্বাচন। এই স্কুলরুমটিকেই ব্যবহার করা হবে বুথ হিসাবে। কিন্তু ভাঙা স্কুলে তো আর নির্বাচনের মত গুরুত্বপূর্ণ কাজ করা যায়না।আর সেজন্য গ্রামবাসীরা এবার জোরালো দাবি তুলেছেন স্কুল সারানোর। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ পুরকাইতও সেক্টর অফিসারের কাছে একই দাবি জানিয়েছেন‌। সেক্টর অফিসার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন ছাত্র-ছাত্রীদের জন্য না হলেও, এবার ভোটের জন্য কি স্কুল সারানো হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই আশায় বুক বাঁধছেন সকলে। সকলের চিন্তা ভাঙা স্কুলে পড়াশোনা চললেও কি আর নির্বাচন করবে প্রশাসন। কি হবে ভবিষ্যতে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

নবাব মল্লিক

South 24 Parganas News: সুন্দরবনে বাড়ছে চোখের সমস্যা, সমাধানে নন্দকুমারপুরে তৈরি উন্নতমানের হাসপাতাল

নন্দকুমারপুর: দিনের পর দিন সুন্দরবনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিচ্ছে চোখের সমস্যা। সেই সমস্যা সমাধান করতে যেতে হচ্ছিল প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের হাসপাতাল গুলিতে। সেজন্য এই সমস্যা দূর করতে নন্দকুমারপুরে তৈরি হচ্ছে উন্নতমানের হাসপাতাল। উন্নতমানের চিকিৎসা মিলবে এখানে। সুন্দরবনের বিভিন্ন এলাকার প্রধান সমস্যা হল যোগাযোগ ব্যবস্থার সমস্যা। এই সমস্যার জন্য সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষজন অধিকাংশ সময় চোখের চিকিৎসা সঠিক সময়ে করেন না।ফলে সমস্যা বাড়ে দিনের পর দিন।

আরও পড়ুন:  রোদ যত চড়া হয় ততই রোজগারের সুযোগ বাড়ে! অসহায় মানুষগুলো শেষে পেল স্বস্তি

এই সমস্যা সমাধান করতে নন্দকুমারপুরে তৈরি হল উন্নতমানের চক্ষু হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এখানে চিকিৎসা করা হবে। বছরে ২০০০ মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে এখান থেকেই। পরে সুন্দরবনের আরও অনেকেগুলি দ্বীপে খোলা হবে এই কেন্দ্র। এই হাসপাতাল নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। তারা জানিয়েছেন সুন্দরবনের এই হাসপাতাল কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন বড় চক্ষু হাসপাতালকে টেক্কা দেবে। সুন্দরবনে এধরণের বড় চক্ষু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি সকলেই। আগামী দিনে সুন্দরবন এলাকার মানুষজনের চোখের সমস্যা দূর করতে এই হাসপাতাল যে কাজ করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক

Heat Wave: রোদ যত চড়া হয় ততই রোজগারের সুযোগ বাড়ে! অসহায় মানুষগুলো শেষে পেল স্বস্তি

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র দাবদহে গোটা রাজ্যে মানুষ নাজেহাল হয়ে পড়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই সপ্তাতেও বৃষ্টির দেখা পাওয়া যাবে না। বরং তাপপ্রবাহ আর‌ও বাড়তে পারে। এমন অবস্থায় দক্ষিণবঙ্গের মানুষ কার্যত নাকাল হয়ে পড়েছে। টানা গরম সহ্য না করতে পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু পেটের তাগিদে ভ্যানচালক, রিকশাচালকদের এই ভয়াবহ গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে।

আমজনতা গরম সহ্য করতে না পেরে রিকশায় উঠছে নিজেকে বাঁচাতে। এটাই সারাদিনের দুটো রোজগারের সুযোগ এনে দেয় ওই অসহায় মানুষগুলোর কাছে। ফলে তীব্র রোদের মধ্যেই যাত্রীদের নিয়ে রিকশা ছোটাচ্ছেন চালকরা। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবশ্রী বাজার এলাকায় লাল-হলুদ ব্রাইট বাহিনীর সহযোগিতায় তুলে দেওয়া হয় ছাতা ও রোদ চশমা।

আর‌ও পড়ুন: মাথায় আটকানো টর্চ! গরম থেকে বাঁচতে রাতে চাষের কাজ শুরু

প্রখর রোদে ছাতা ও রোদ চশমা পেয়ে অত্যন্ত খুশি শ্রীখণ্ড নবশ্রী বাজার এলাকার দুঃস্থেরা। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুঃস্থ মানুষগুলোকে একটু স্বস্তি দিতেই তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন।

সুমন সাহা

Lok Sabha Election 2024: ‘আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে’! প্রচারে বিরাট ঘোষণা বামপ্রার্থী সৃজনের

দক্ষিণ ২৪পরগনা: রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি প্রচারে এসে বলেন ‘‘আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে’’। প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি বাম প্রার্থীর মুখে।

পাশাপাশি এদিন নাঙ্গলবেড়িয়ায় প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগও তুললেন যাদবপুরের বাম প্রার্থী। এদিন তিনি তীব্র গরমের মধ্যে বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামে গ্রামে।

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

সাইকেল চালিয়ে মানুষের মাঝে গিয়ে প্রচার সারলেন বাম প্রার্থী সৃজন।  সিপিআইএম ক্ষমতায় এলে ‘লক্ষীর ভাণ্ডার’ দ্বিগুণ করবেন এমনটাও আশ্বাস দিচ্ছেন গ্রামের মানুষদের।

তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা আমাদের টাকা নিচ্ছেন একটা অংশ আমাদের দিচ্ছে আর একটা অংশ, খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে।

ফলে পার্থ,মানিক, অনুব্রতর আমাদের পার্টিতে নেই হলে আমরা যদি সুযোগ পাই, মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাব, আজ যে মানুষ হাজার টাকা পাচ্ছে, আমরা ক্ষমতায় এলে তারা ২০০০ টাকা পেতেই পারে। জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে ।

১০০ দিনের কাজ ২০০ দিন কাজের দাবি- আরও জোরদার হবে। এই সমস্ত বিষয়গুলির উপরে তিনি মানুষের মধ্যে তুলে ধরেন।পাশাপাশি তিনি আরও বলেন এই তীব্র গরমে বেশি করে ঠান্ডা জল খেতে হবে খেতে হবে। এবং বাড়ি থেকে বাইরে বেরোলে সঙ্গে রুমাল এবং ছাতা অবশ্যই রাখার পরামর্শ সিপিআইএমের যুব নেতার। এদিনের প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ সুস্থ থাকলে তবেই ভোট রাজনীতি সবই থাকবে। তাই সমস্ত মানুষকে সুস্থ থাকতে হবে এই গরমের মধ্যে।

সুমন সাহা

Lok Sabha Election 2024: আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইক চালিয়ে প্রচার প্রার্থীর

কাকদ্বীপ: আগামী ৩০ শে এপ্রিল পাথরপ্রতিমায় আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভায় প্রস্তুতি সেরে রাখছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এই প্রস্তুতির কাজ কতটা চলছে তা দেখতে কাকদ্বীপে বাইক চালিয়ে কর্মীদের সঙ্গে মিশে মিছিলে অংশ নিলেন তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার।

এর আগে পাথরপ্রতিমায় সভাস্থলের মাঠ ঘুরে দেখেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভার বিধায়ক সহ প্রার্থী। ৩০ তারিখের সভা নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। আর সেজন্য কর্মীদের মনোবল চাঙ্গা করছেন বাপি হালদার। কখনও তাঁকে দেখা যাচ্ছে ঢাক ঢোল সহকারে মিছিল করতে, কখনও আবার বাইক চালিয়ে কর্মীদের সঙ্গে মিছিল করছেন

আরও পড়ুনVande Metro Train: এবার বন্দে ভারত মেট্রো! ফাস্টেস্ট স্পিডে দৌড়বে, কোথা থেকে হবে যাত্রা শুরু? কত ভাড়া? রইল তথ্য

এই সভা নিয়ে বাপি হালদার জানিয়েছেন, পাথরপ্রতিমার এই সভায় সাগর ও পাথরপ্রতিমা সহ একাধিক এলাকার কর্মীরা উপস্থিত হবেন। এই কর্মীদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সব কিছু করছেন তিনি। প্রচার চলবে। আগামী ৩০ তারিখে দলের সাধারণ সম্পাদক কী বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

নবাব মল্লিক

TMC Candidate: মাছ-কাঁকড়া কিনছেন ইনি কে? বারুইপুর বাজারের লোক ছুটে এলেন দেখতে! ভিডিওয় লুকিয়ে আসল চমক

যাদবপুর: যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ আজকের তিনি বারুইপুর কাছারি বাজার ও বারুইপুর পুরানো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন তার বাড়ির জন্য। তিনি প্রচার শেষে তিনি বাড়ি ফিরে যান। এই সমস্ত মাছ, চিংড়ি দিয়ে তার বাড়িতে রান্না হবে।। সায়নী ঘোষ বারুইপুর কাছারি বাজার বারুইপুর পুরাতন বাজারে জনসংযোগে আসেন। কাছারি বাজার থেকে তেলাপিয়া, চাড়া পোনা, কাঁকড়া, মাগুর ইত্যাদি মাছ কেনেন।

সায়নী ঘোষ জানান, আজ আর বাবাকে বাজারে যেতে হবে না। বাজারে প্রচারের ফাঁকে শাক-সবজি মাছ কিনবেন। সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কিনে নিয়েছেন। এই প্রচন্ড গরমের পারদ বেড়েছে অনেকটাই। গোটা রাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। আর এই প্রচন্ড গরমের জন্যে সকাল সকাল নেমে পড়েছেন ভোট ময়দানে জনসংযোগ বৃদ্ধি করতে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ।

আরও পড়ুনঃ রচনার প্রচারে ঝড় তুললেন দেব! ভোকাল টনিক দিলেন ‘দিদি নম্বর ১’কে, যা বললেন…

এদিন তিনি প্রচারের শেষে বলেন যাদবপুরে একেবারে শেষ দফার ভোট ফলে প্রচারের অনেকটা সময় পাওয়া যাবে। তাতে অনেকটাই সুবিধা হবে । এদিন তিনি বারুইপুর এলাকায় বারুইপুরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সেরে পথ চলতি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু মানুষের সঙ্গে তিনি জনসংযোগ ছাড়েন তার পাশাপাশি তিনি প্রচারের মধ্যে দিয়ে বারুইপুর কাছারি বাজারে বাজারও করে নেন।

সুমন সাহা

Lok Sabha Election 2024: জয়নগরে ভোট প্রচারে নানা সাজে সেজে বহুরূপীরা যোগ দিলেন! হনুমানজী! দেখে নিন

দক্ষিণ ২৪ পরগণা : জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। দক্ষিণ ২৪ পরগণার শেষ দফাতেই হবে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রচার করছেন। কেউ কাউকে এক ইঞ্চি মাটি ছাড়ছেন না। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এক অভিনব প্রচার দেখতে পাওয়া গেল।

এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে  হনুমানজি সেজে বিজেপির র‍্যালিতে যোগ দিলেন এক ব্যক্তি। দ্বিতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ড: অশোক কান্ডারি। তাঁর  বিপরীতে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল।

আরও পড়ুন : সাধারণ মানুষকে ভোটে উৎসাহ দিতে অভিনব পন্থা! দেখে নিন বিস্তারিত

এই প্রচন্ড দাবদাহে জন্য অনেকেই সকালে প্রচার সেরে রাখছেন। আবার অনেকেই এই তীব্র গরমের মধ্যেও প্রচার করছে। তবে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি এক অভিনভ প্রচার করতে দেখতে পাওয়া গেল জয়নগর পুরসভার এলাকায়। গরমের হাত থেকে বাঁচতে দিনের পাশাপাশি রাতেও প্রচার করতে দেখা গেল এই প্রার্থীকে।

আরও পড়ুন : সলমনের এই নায়িকা ভিলেন হতে চান বাবার মতোই! সুপারহিট পরিচালকের হাত ধরে ফিরবে কি তাঁর ভাগ্য

এদিন বিভিন্ন ধরনের বহুরূপী নানা ধরনের সাজ সেজে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জয়নগর স্টেশন বাজার থেকে পৌরসভার মাঠ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার একটি পদযাত্রা করেন।

যদিও গত লোকসভা ভোটে জয়নগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল প্রায় তিন লক্ষের বেশি ভোটে জয় লাভ করেছিলেন। তবে এবারে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী।

সুমন সাহা