Modi Oath Taking Ceremony: নেহরুকে ছোঁবেন মোদি! 3.0 মন্ত্রিসভায় কে পাচ্ছেন কোন মন্ত্রিত্ব? শরিকদের সঙ্গে দর কষাকষি

নয়াদিল্লি: ৯ জুন, রবিবার৷ সন্ধে ৭টা বেজে ১৫ মিনিট৷ রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের চত্বরে প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি৷ এই নিয়ে তৃতীয়বার৷ কংগ্রেসের জওহরলাল নেহরুর পরে এই প্রথম কোনও ব্যক্তি একটানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন ভারতবর্ষে৷ মোদির সঙ্গে ওইদিনই গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রকের মন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন আরও কয়েকজন৷ কারা তাঁরা? মোদির ৩.০ মন্ত্রিসভায় কারা কারা জায়গা করে নিচ্ছেন? শরিক দলগুলির দাবি কি মিটছে? শুক্রবারের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকের পরে শনিবারও পোর্টফোলিও বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, স্বরাষ্ট্র, বিদেশ, প্রতিরক্ষা এবং অর্থের মতো ৪টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজের হাতেই রাখতে চাইছে বিজেপি৷ এছাড়াও, রেল, সড়ক পরবহিণ, আইন, তথ্যপ্রযুক্তি এবং শিক্ষার মতো মন্ত্রকের দায়িত্বও তারা শরিকদের হাতে ছাড়তে নারাজ৷

জানা গিয়েছে, রবিবার মোদির সঙ্গে শপথ নেওয়ার কথা, অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গডকড়ি, পীযূষ গোয়েল-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতা তথা নির্বাচিত সাংসদদের৷ এছাড়া, বলা বাহুল্য, মোদির মন্ত্রিসভায় অবশ্যই থাকবেন চন্দ্রবাবু নায়ডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ)-এর নেতারা৷

আরও পড়ুন: ‘১০ বছরেও ১০০-র গন্ডি পেরতে পারেনি কংগ্রেস,’ সংসদীয় নেতা নির্বাচিত হয়েই মোদির তুমুল কটাক্ষ বিরোধীদের

চব্বিশের লোকসভা নির্বাচনে ‘৪০০ পারের’ স্লোগান তুললেও ২৪০-এই থেমেছে বিজেপির বিজয় রথ৷ সেই হিসাবে মেজরিটি মার্ক ছুঁতে আরও ৩২টি আসনের প্রয়োজন হচ্ছে তাদের৷ আর সেখানেই বিজেপি-কে নির্ভর করতে হচ্ছে টিডিপির ১৬টি, জেডি(ইউ)-র ১২, একনাথ শিণ্ডের শিবসেনার ৭ এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি-রাম বিলাসের ৫টি আসনের উপরে৷ এর বদলে, খুব স্বাভাবিক ভাবেই শরিকদলগুলির সঙ্গে মন্ত্রিত্বের রফা করতে হবে বিজেপি-কে৷ সেই উদ্দেশ্য নিয়েই শুক্রবার পোর্টফোলিও বিষয়ক প্রথম বৈঠক হয় এনডিএ-র৷

সূত্রের খবর, শুক্রবার এনসিপির অজিত পওয়ার, প্রফুল পটেল এবং সমীর ভূজবলের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ মিটিং করেন জে পি নড্ডা, অমিত শাহ এবং রাজনাথ সিংয়েরা৷ কথা হয় আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গেও৷

জানা গিয়েছে, শরিক দলের মন্ত্রীদের তালিকায় নাম ঘোরাফেরা করছে টিডিপি’র রামমোহন নায়ডু, আরএলডি’র জয়ন্ত চৌধিরী, জেডি(ইউ)র লল্লন সিং, জেডি(এস)-এর কুমারাস্বামী এবং আপনা দলের অণুপ্রিয়া পটেল৷

আরও পড়ুন: সামনের রবিবারই প্রধানমন্ত্রী পদে মোদির শপথ, এই নিয়ে তৃতীয়বার! নিমন্ত্রিতদের তালিকায় এবার বড় ‘চমক’

জানা গিয়েছে, এর পাশাপাশি, টিডিপি এবং জেডি(ইউ) নিজের নিজের রাজ্যের জন্য বিশেষ ফিনানশিয়াল কেন্দ্রীয় প্যাকেজও দাবি করেছে৷

চন্দ্রবাবু নায়ডুর টিডিপি চেয়েছে ৩টি মন্ত্রিত্ব৷ তার মধ্যে একটি পূর্ণ মন্ত্রীর এবং ২টি প্রতিমন্ত্রীর৷ নীতীশ কুমারের জেডি(ইউ)-ও চেয়েছে ৩টি মন্ত্রিত্ব৷ তবে তাদের চোখ রয়েছে অবশ্যই রেলমন্ত্রকের দিকে৷ এছাড়াও, কৃষি এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকও পছন্দের তালিকায় রয়েছে তাদের৷ প্রসঙ্গত, এর আগে রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন নীতীশ কুমার৷ অন্যদিকে, জেডি(ইউ)-র আরসিপি সিং স্টিল মন্ত্রক৷

একনাথ শিণ্ডের শিবসেনা একটি পূর্ণ মন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ পেতে পারে৷ চিরাগ পাসওয়ানের এলজেপি-ও পেতে পারে মন্ত্রক৷ আপনা দলের অণুপ্রিয়া পটেল এবং হাম-এর জিনরাম মাঝিও একটি করে প্রতিমন্ত্রী পদ পেতে পারে৷ অজিত পওয়ারের এনসিপিকেও দেওয়া হতে পারে একটি প্রতিমন্ত্রীর পদ৷ চলতি বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন৷