Fishing Cat

General Knowledge: পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রাণীর নাম কি বলুন তো? ৯০ শতাংশ-ই ভুল উত্তর দিয়েছেন

পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রাণী কি বলুন তো? ৯০ শতাংশ-ই ভুল উত্তর দিয়েছেন! সঠিক উত্তর হল ফিশিং ক্যাট।
পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রাণী কি বলুন তো? ৯০ শতাংশ-ই ভুল উত্তর দিয়েছেন! সঠিক উত্তর হল ফিশিং ক্যাট।
ফিশিং ক্যাট বা মেছো বিড়ালের বৈজ্ঞানিক নাম Prionailurus Viverrinus। ফিশিং ক্যাট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মাঝারি আকারের বন্য বিড়াল যেটি পশ্চিমবঙ্গের জাতীয় পশু হিসেবে পরিচিত।
ফিশিং ক্যাট বা মেছো বিড়ালের বৈজ্ঞানিক নাম Prionailurus Viverrinus। ফিশিং ক্যাট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মাঝারি আকারের বন্য বিড়াল যেটি পশ্চিমবঙ্গের জাতীয় পশু হিসেবে পরিচিত।
২০১৬ সাল থেকে ফিশিং ক্যাট IUCN লাল তালিকায় বিলুপ্তপ্রায় হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।
২০১৬ সাল থেকে ফিশিং ক্যাট IUCN লাল তালিকায় বিলুপ্তপ্রায় হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।
মেছো বিড়াল গৃহপালিত বিড়ালের থেকে আকারে প্রায় দ্বিগুণ হয়। পা ছোট, মজবুত এবং পেশীবহুল। এর মাথা থেকে দেহের দৈর্ঘ্য ২২ থেকে ৩১ ইঞ্চির মত হয়। লেজের দৈর্ঘ্য হয় ২০ থেকে ৩০ সেন্টিমিটার।
মেছো বিড়াল গৃহপালিত বিড়ালের থেকে আকারে প্রায় দ্বিগুণ হয়। পা ছোট, মজবুত এবং পেশীবহুল। এর মাথা থেকে দেহের দৈর্ঘ্য ২২ থেকে ৩১ ইঞ্চির মত হয়। লেজের দৈর্ঘ্য হয় ২০ থেকে ৩০ সেন্টিমিটার।
মেয়ে ফিশিং ক্যাটের ওজন ৫.১ থেকে ৬.৮ কেজির মত হয়। পুরুষ ফিশিং ক্যাটের ওজন ৮.৫ কেজি থেকে ১৬ কেজি মত হয়।
মেয়ে ফিশিং ক্যাটের ওজন ৫.১ থেকে ৬.৮ কেজির মত হয়। পুরুষ ফিশিং ক্যাটের ওজন ৮.৫ কেজি থেকে ১৬ কেজি মত হয়।
ফিশিং ক্যাটের গায়ে হলুদ-ধূসর পশম থাকে, যাতে থাকে কালো রেখা ও দাগ। গলার চারপাশে দুই সারি দাগ থাকে।
ফিশিং ক্যাটের গায়ে হলুদ-ধূসর পশম থাকে, যাতে থাকে কালো রেখা ও দাগ। গলার চারপাশে দুই সারি দাগ থাকে।