তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ মোদির!

Modi Swearing In: ‘ম্যায় নরেন্দ্র দামোদর দাস মোদি…’ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ মোদির! ঐতিহাসিক মুহূর্তে রাষ্ট্রপতি ভবন

নয়াদিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে সন্ধ্যা সাতটা পঁচিশে প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ বিদেশের অতিথিহিদের সামনে ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকল রাষ্ট্রপতি ভবন।

পর পর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি হন মোদি, অমিত শাহ, রাজনাথ সিং-রা। মোদির শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন চা চক্রে দেখা করেন মোদি।

আরও পড়ুন: ‘মোদি ৩.০’ টিমে কে কে? স্পষ্ট হয়ে গেল! শপথের আগেই এই ৪৭ জন সাংসদকে ডাকা হল তড়িঘড়ি, দেখুন তালিকা

জওহরলাল নেহেরুর পর মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। একইসঙ্গে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী-সহ নতুন এনডিএ সরকারের ৭২ জনেরও বেশি সংখ্যক মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন। শনিবারই প্রধানমন্ত্রীর বাসভবনের গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন মন্ত্রিসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

নয়াদিল্লিতে এই মুহূর্তে চলছে শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের পরে শপথ বাক্য পাঠ করেন পুরনো মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার নম্বরে ছিলেন বিদায়ী মন্ত্রিসভার সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। তার পরেই শপথ নেন বিজেপির সভাপতি জেপি নড্ডা।