Tag Archives: Modi

Narendra Modi News : গণেশ পুজোয় প্রধান বিচারপতির বাড়িতে মোদি! বিরোধীদের কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: গণেশ পুজোয় ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়ের বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তা নিয়ে বিরোধীরা শুরু করেছিল বিতর্ক৷ তার কড়া প্রতিক্রিয়া দিলেন মোদি৷

ওড়িশার ভুবনেশ্বরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের রীতিমতো একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন, গণেশ পুজো নিয়ে যারা রাজনীতি করছেন, তারাই দেশকে টুকরো টুকরো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে৷ আসলে তারা গণেশ পুজোকে নিয়ে মানুষের উৎসাহ মেনে নিতে পারছে না৷

আরও পড়ুন : প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

এক সমাবেশে ভাষণ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, গণেশ উৎসব দেশের মানুষের কাছে শুধু বিশ্বাসের বিষয় নয়, এটা এমন একটা উৎসব যেখানে সমস্ত ধর্মের মানুষ অংশ নেন, উপভোগ করেন৷

মোদির কথায়, “স্বাধীনতার লড়াইয়ের সময় এই গণেশ পুজো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। আজও, যখন গণেশ পূজা হয়, তখন সমস্ত সম্প্রদায়ের লোকেরা এতে অংশ নেয়।” এই ব্যাপারটাকে বিরোধীরা কেন ইস্যু করছে, বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী৷ তিনি এর মধ্যে বিরোধীদের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেও জানিয়েছেন৷

আরও পড়ুন : ‘সফট নেশন’ থেকে আজ ভারত আগ্রাসী শক্তি, মোদির নেতৃত্বে ভারতের জয়রথ দেখছে গোটা বিশ্ব

মোদির কথায়, “ব্রিটিশ আমলে গণেশ উৎসব আয়োজন করতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হত সাধারন মানুষকে৷ এতদিন পর সেই ব্যাপারটাই ফের সামনে চলে এসেছে৷” শেষ নয়, মোদি এর সঙ্গে যোগ করেছেন, “একটা ব্যাপার নিশ্চিত, আজও যাঁরা দেশ ও সমাজকে বিভক্ত করতে চান, গণেশ উৎসব নিয়ে তাঁদের সমস্যাই প্রবল।”

এরপরেই কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলিকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “দেশের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পূজায় অংশ নিয়েছিলাম আমি। আর সেই কারণে কংগ্রেস এবং বাকি বিরোধী দলগুলি হতাশ হয়ে পড়েছে। কর্ণাটকে, এই লোকগুলোই গণেশের মূর্তিকে কারাগারের পিছনে রেখে দেয়। এমন ঘৃণা দেশের জন্য সাংঘাতিক৷”

ঘটনার সূত্রপাত কী ভাবে? ১১ সেপ্টেম্বর এক ভিডিয়োতে দেখা যায়, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তাঁর স্ত্রী মোদীকে তাঁদের বাড়িতে স্বাগত জানাচ্ছেন৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, এবং তারপরই শুরু হয়েছে বিতর্ক।

ভিডিওটিকে সামনে রেখে বিরোধীরা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

বিরোধীদের বিতর্কে জল ঢেলে মোদি জানিয়েছেন, ব্যাপারটা তারা যা ভাবছেন আসলে তা নয়৷ ভারতের প্রধান বিচারপতির বাড়িতে তিনি শুধু গণেশ উৎসবে যোগ দিতেই গিয়েছিলেন৷ আর এটাকে নিয়ে বিতর্কের কিছু নেই, কারণ এটা ভারতীয় সংস্কৃতির অংশ৷

Modi Swearing In: ‘ম্যায় নরেন্দ্র দামোদর দাস মোদি…’ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ মোদির! ঐতিহাসিক মুহূর্তে রাষ্ট্রপতি ভবন

নয়াদিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে সন্ধ্যা সাতটা পঁচিশে প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ বিদেশের অতিথিহিদের সামনে ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকল রাষ্ট্রপতি ভবন।

পর পর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি হন মোদি, অমিত শাহ, রাজনাথ সিং-রা। মোদির শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন চা চক্রে দেখা করেন মোদি।

আরও পড়ুন: ‘মোদি ৩.০’ টিমে কে কে? স্পষ্ট হয়ে গেল! শপথের আগেই এই ৪৭ জন সাংসদকে ডাকা হল তড়িঘড়ি, দেখুন তালিকা

জওহরলাল নেহেরুর পর মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। একইসঙ্গে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী-সহ নতুন এনডিএ সরকারের ৭২ জনেরও বেশি সংখ্যক মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন। শনিবারই প্রধানমন্ত্রীর বাসভবনের গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন মন্ত্রিসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

নয়াদিল্লিতে এই মুহূর্তে চলছে শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের পরে শপথ বাক্য পাঠ করেন পুরনো মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার নম্বরে ছিলেন বিদায়ী মন্ত্রিসভার সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। তার পরেই শপথ নেন বিজেপির সভাপতি জেপি নড্ডা।

Modi In Ram Mandir: ফের রামলালা দর্শন মোদির, হাতে পদ্মের থালি… ভোটমুখী অযোধ্যায় রামমন্দিরে প্রধানমন্ত্রী

অযোধ্যা: প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পরে কেটে গিয়েছে প্রায় সাড়ে তিন মাস। এবার লোকসভা ভোট চলাকালীনই রামলালার দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পদ্মে সাজানো পুজোর থালা নিয়ে রামলালার পুজো ও আরতি করেন প্রধানমন্ত্রী।

রবিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী। একটি জনসভা করেন তিনি। তার পর সন্ধেবেলা পৌঁছে যান রামমন্দিরে। গত ২২ জানুয়ারি এই রামমন্দিরের গর্ভগৃহে থেকেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী। যাবতীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে মন্দির উদ্বোধনও করেন তিনি। এর তিনমাস পরে ফের ভোটের মধ্যে অযোধ্যায়।

লোকসভা ভোটের আগে একাধিকবার দক্ষিণ ভারতে পাড়ি দিয়েছেন মোদি। বার বার এসেছেন বাংলাতেও। তবে অযোধ্যায় ভোট আবহে এই প্রথম মোদি। রবিবার হঠাৎ রামমন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী। রামলালার বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। পদ্মফুলে সাজানো পুজোর থালা নিয়ে শুরু করেন রামলালার আরাধনা। সবশেষে দণ্ডবৎ প্রণাম করেন প্রধানমন্ত্রী। রামমন্দির থেকে বেরিয়ে অযোধ্যায় শুরু করেন রোড শো। সেখানে মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

 

Modi-Mamata Lok Sabha Election: ৪ এপ্রিল মোদি-মমতা ঝড় উত্তরবঙ্গে! একইদিনে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সভা কোচবিহারে

কলকাতা: রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করলেও আগামী চার তারিখ উত্তরবঙ্গেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন কোচবিহারের মাথাভাঙায়। আবার ওই দিনই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে থাকছে খোদ প্রধানমন্ত্রী। সবমিলিয়ে আগামী আবহাওয়ার পারদ চড়ার সঙ্গে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার উত্তরে চড়বে ভোট প্রচারের পারদ।

আজই প্রথম খাতায় কলমে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। সেই সভা থেকে মুহুর্মুহু বিরোধীদের নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তবে আজ শুধুই ট্রেলার। এবার উত্তরবঙ্গে কার্যত মুখোমুখি হতে চলেছেন মমতা-মোদি।

আরও পড়ুন: ‘নিজের সর্বনাশ কি নিজে করতে চান…?’ CAA নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে, সতর্কবাণী মমতার…!

আগামী ৪ এপ্রিল তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে সভা। ৪ঠা এপ্রিল কোচবিহারে দুপুর ৩টে থেকে জনসভা করবেন নরেন্দ্র মোদি। আবার একইদিনে ৪ঠা এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে উত্তরবঙ্গের ভোটের ময়দান কাঁপতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই।