ভাইরাল ভিডিওতে এই প্রাণীটিকেই দেখা গিয়েছে৷

Rashtrapati Bhawan viral video: চলছে শপথগ্রহণ, রাষ্ট্রপতি ভবনে হঠাৎ হাজির রহস্যময় প্রাণী! ভাইরাল হাড় হিম করা ভিডিও

নয়াদিল্লি: রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ অতিথি হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ দেশ বিদেশের প্রায় ৮ হাজার অতিথি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন৷ কিন্তু মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের মাঝে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল৷

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মন্ত্রীর শপথ গ্রহণ প্রক্রিয়া চলাকালীন পিছনে রাষ্ট্রপতি ভবনের বারান্দা দিয়ে একটি রহস্যময় প্রাণী হেঁটে চলে যাচ্ছে৷ প্রাণীটিকে খুব স্পষ্ট ভাবে দেখা না গেলেও সেটির আকৃতি অনেকটা চিতা বাঘের মতো৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভাইরাল ভিডিও দেখেও অনেকে প্রাণীটিকে চিতা বাঘবলেই দাবি করেছেন৷ কারও কারও মতে আবার প্রাণীটি বিড়ালও হতে পারে!

আরও পড়ুন: রবিবার শপথ, সোমবার দফতরে গিয়েই প্রথম কোন ফাইলে সই করলেন মোদি?

এই ঘটনা যখন ঘটছে সেই সময় শপথগ্রহণ শেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন দুর্গা দাস উইকি নামে একজন সাংসদ৷ প্রাণীটি যখন শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চের পিছন দিয়ে হেঁটে যাচ্ছে, তখনও সেটিকে কেউ লক্ষ্য করেননি৷ পরে সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়৷

এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘আকৃতি থেকেই স্পষ্ট, ওটি একটি চিতা বাঘই৷ কাউকে আক্রমণ না করে শান্ত ভাবে প্রাণীটি যে চলে গিয়েছে, এটাই সৌভাগ্য!’

আর একজন আবার দাবি করেছেন, ‘ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড থেকেই স্পষ্ট, ওটি একটি সাধারণ বিড়াল৷’ যদিও ভাইরাল এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য করেনি রাষ্ট্রপতি ভবন৷