এরপর এখান থেকে কোনও পাখির চলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং এভাবেই পাখিটি মারা যায়। ( প্রতীকী ছবি)

Medicinal Tree: ছাল-পাতা-বীজ, এই গাছ আগাগোড়াই ‘মহৌষধ’, মুখের ঘা, দাঁতের ব্যথা থেকে দাদ, চুলকানি, কোমর ব্যথা সারায় নিমেষে

বাবলা গাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে নানা আয়ুর্বেদিক ঔষধি গুণ। বাবলা গাছের পাতা, বাকল, কাণ্ড এবং বীজ সবই খুব উপকারী। এগুলি আমাদের নানা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
বাবলা গাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে নানা আয়ুর্বেদিক ঔষধি গুণ। বাবলা গাছের পাতা, বাকল, কাণ্ড এবং বীজ সবই খুব উপকারী। এগুলি আমাদের নানা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
বরাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অমিত ভার্মা (এমডি মেডিসিন)জানান, বাবলার বীজ, ফুল, কাণ্ড ও বাকলের মধ্যে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো নানা পুষ্টিকর উপাদান পাওয়া যায়, যা মুখের ঘা, দাঁতের ব্যথা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এই গাছ দাদ, চুলকানি, কোমর ব্যথা-সহ একাধিক রোগ নিরাময়ে কার্যকর বলে বিবেচিত।
বরাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অমিত ভার্মা (এমডি মেডিসিন)জানান, বাবলার বীজ, ফুল, কাণ্ড ও বাকলের মধ্যে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো নানা পুষ্টিকর উপাদান পাওয়া যায়, যা মুখের ঘা, দাঁতের ব্যথা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এই গাছ দাদ, চুলকানি, কোমর ব্যথা-সহ একাধিক রোগ নিরাময়ে কার্যকর বলে বিবেচিত।
আয়ুর্বেদিক মতে, চোখের ব্যথা হলে গরুর দুধে নরম বাবলা পাতা পিষে রস বার করে মিশিয়ে নিতে হবে। এবারে ১-২ ফোঁটা করে চোখে দিতে হবে। এটি চোখের ব্যথা নিরাময় করে। চোখ ফোলা কমাতেও এটি সমান উপকারী। এছাড়া যাঁদের চোখে জল পড়ার সমস্যা রয়েছে তাঁরা বাবলা পাতার ক্বাথ তৈরি করে, সঙ্গে মধু মিশিয়ে কাজলের মত লাগালে চোখ থেকে জল পড়ার সমস্যা দূর করে।
আয়ুর্বেদিক মতে, চোখের ব্যথা হলে গরুর দুধে নরম বাবলা পাতা পিষে রস বার করে মিশিয়ে নিতে হবে। এবারে ১-২ ফোঁটা করে চোখে দিতে হবে। এটি চোখের ব্যথা নিরাময় করে। চোখ ফোলা কমাতেও এটি সমান উপকারী। এছাড়া যাঁদের চোখে জল পড়ার সমস্যা রয়েছে তাঁরা বাবলা পাতার ক্বাথ তৈরি করে, সঙ্গে মধু মিশিয়ে কাজলের মত লাগালে চোখ থেকে জল পড়ার সমস্যা দূর করে।
মুখের ঘা এবং দাঁতের ব্যথা হলে বাবলার ছাল, পাতা, ফুল ও শুঁটি নিয়ে, সব সমান পরিমাণে মিশিয়ে পাউডার তৈরি করতে হবে। এই পাউডার দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের রোগ সেরে যায়। মুখের ঘা হলে বাবলা ছালের ক্বাথ দিয়ে ২-৩ বার গার্গল করলে মুখের ঘা সেরে যায়।
মুখের ঘা এবং দাঁতের ব্যথা হলে বাবলার ছাল, পাতা, ফুল ও শুঁটি নিয়ে, সব সমান পরিমাণে মিশিয়ে পাউডার তৈরি করতে হবে। এই পাউডার দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের রোগ সেরে যায়। মুখের ঘা হলে বাবলা ছালের ক্বাথ দিয়ে ২-৩ বার গার্গল করলে মুখের ঘা সেরে যায়।
দাদ বা চুলকানি হলে বাবলা ফুল পিষে ভিনিগারের সঙ্গে মিশিয়ে দাদ বা চুলকানির স্থানে লাগালে দাদ ও চুলকানিতে উপকার পাওয়া যায়।
দাদ বা চুলকানি হলে বাবলা ফুল পিষে ভিনিগারের সঙ্গে মিশিয়ে দাদ বা চুলকানির স্থানে লাগালে দাদ ও চুলকানিতে উপকার পাওয়া যায়।
কোমরে ব্যথা হলে বাবলার ছাল, শুঁটি ও আঠা সমান পরিমাণে মিশিয়ে পিষে নিতে হবে। এটি এক চামচ জলের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার খেলে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই সমস্ত আয়ুর্বেদিক চিকিৎসা নিজে নিজে করার আগে অবশ্যই একবার কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কারণ তিনি উপাদানের সঠিক পরিমাণ নির্ধারণে সহায়তা করবেন।

কোমরে ব্যথা হলে বাবলার ছাল, শুঁটি ও আঠা সমান পরিমাণে মিশিয়ে পিষে নিতে হবে। এটি এক চামচ জলের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার খেলে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই সমস্ত আয়ুর্বেদিক চিকিৎসা নিজে নিজে করার আগে অবশ্যই একবার কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কারণ তিনি উপাদানের সঠিক পরিমাণ নির্ধারণে সহায়তা করবেন।