সোমবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

Rainfall Alert IMD: হাতে মাত্র ঘণ্টা দুয়েক…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের দুই জেলায়! কী হবে কলকাতায়? সতর্ক করল IMD

দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার চরম খেল। হিটওয়েভে পুড়ছে চার জেলা। আরও তিন জেলায় বাড়ছে অস্বস্তি। এরইমধ্যে বড় খবর দুই জেলার জন্য। আর কিছুক্ষণেই নামবে স্বস্তির বৃষ্টি।
দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার চরম খেল। হিটওয়েভে পুড়ছে চার জেলা। আরও তিন জেলায় বাড়ছে অস্বস্তি। এরইমধ্যে বড় খবর দুই জেলার জন্য। আর কিছুক্ষণেই নামবে স্বস্তির বৃষ্টি।
বাংলায় প্রথম ফেজের চাঁদিফাটা রোদ্দুরের ইনিংস শেষ হলেও চলছে গরমের দ্বিতীয় দফা। চরম আদ্রতাজনিত অস্বস্তি, ঘাম, সবমিলিয়ে সীমাহীন হিমশিম হাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গবাসীর।
বাংলায় প্রথম ফেজের চাঁদিফাটা রোদ্দুরের ইনিংস শেষ হলেও চলছে গরমের দ্বিতীয় দফা। চরম আদ্রতাজনিত অস্বস্তি, ঘাম, সবমিলিয়ে সীমাহীন হিমশিম হাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গবাসীর।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবারও চরমে থাকবে অস্বস্তি। তিন জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা আগেই ছিল। এবার আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবনের কলকাতা শাখা আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবারও চরমে থাকবে অস্বস্তি। তিন জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা আগেই ছিল। এবার আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবনের কলকাতা শাখা আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। অস্বস্তি কমবে না, বরং বাড়বে আরও কয়েক গুণ। তার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের তরফে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। অস্বস্তি কমবে না, বরং বাড়বে আরও কয়েক গুণ। তার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের তরফে।
অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজবে মঙ্গলবারও। পাশাপাশি পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে একটু ধৈর্য ধরলে বৃহস্পতিবারই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর।
অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজবে মঙ্গলবারও। পাশাপাশি পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে একটু ধৈর্য ধরলে বৃহস্পতিবারই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর।
এদিকে দেশের আবহাওয়ায় উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভ অব্যাহত। উত্তর-পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।
এদিকে দেশের আবহাওয়ায় উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভ অব্যাহত। উত্তর-পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। পার্বত্য এলাকা-সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। পার্বত্য এলাকা-সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
কলকাতামঙ্গলবার ও বুধবার গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে।
কলকাতা
মঙ্গলবার ও বুধবার গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে।
আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবারও। বুধবার আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবারও। বুধবার আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতা-সহ জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
কলকাতা-সহ জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে। এই তিন জেলার কিছু অংশে চরম ও তাপ প্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, এবং হুগলি জেলাতে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে। এই তিন জেলার কিছু অংশে চরম ও তাপ প্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, এবং হুগলি জেলাতে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
বৃহস্পতিবার সকালে উপস্থিত বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার সকালে উপস্থিত বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।