*দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলছে। শুক্রবার উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা। দার্জিলিং ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। ফাইল ছবি। 

দক্ষিণবঙ্গে কবে বর্ষা, সুখবর দিল হাওয়া অফিস! দেখুন ভিডিও

বর্ষায় ভাসছে উত্তরবঙ্গ৷ কিন্তু দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমে নাকাল বাসিন্দারা৷ শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে৷ ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে আশাবাদী আবহবিদরা৷ তবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর৷