মানিক সাহা

Manik Saha: রক্তের চাহিদা মেটাতে আরও বেশি করে মানুষকে এগিয়ে আসার আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর 

ত্রিপুরাঃ সম্প্রতি, একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রক্তদান ও রক্ত মজুতের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে হবে বলে জানান।  তিনি আরও বলেন, ‘রক্তের চাহিদা অনুযায়ী রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করতে হবে। একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত রক্ত সংরক্ষণ করে রাখা যায়। অন্যথা সেটা নষ্ট হয়ে যায়। তাই মুমূর্ষু মানুষের জীবনরক্ষার জন্য ১৮ থেকে ৬৫ বছরের সকল অংশের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার জন্য ব্যাপক অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাতে মানুষকে সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চলতি অর্থবর্ষের বাজেট পেশ করা হতে পারে জুলাইয়ের শেষে, জুনে বাজেট নিয়ে বিশেষ বৈঠক

তিনি বলেন, ‘কোভিড মহামারির সময়েও রাজ্যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত না থাকলে ডাক্তার ও রোগীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। কোভিডের সময়ে এই সমস্যা হয়েছিল। এছাড়া নির্বাচন চলাকালীন সময়েও সকলের ব্যস্ততার জন্য রক্তদান করা হয়ে উঠে না। একারণে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তস্বল্পতা দেখা দেয়। তাই সেই সময়ে আমি সকলের কাছে আহ্বান রেখেছিলাম রক্তদান করার জন্য। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক সংগঠনের কাছে রক্তদানের জন্য আহ্বান করা হয়েছিল।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের মোট জনসংখ্যার অনুপাতে ১ শতাংশ রক্তের ইউনিট ব্লাড ব্যাঙ্কগুলিতে থাকা দরকার। কারণ ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের পর্যাপ্ত মজুত না থাকলে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হয় চিকিৎসকদের। এতে রোগী ও তাদের আত্মীয়দের সমস্যায় পড়তে হয়। তাই স্বেচ্ছা রক্তদানের কোন বিকল্প হতে পারে না। রক্তদান হচ্ছে মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ দান। রক্তদান সম্পর্কে অনেকের মনে ভীতি বা আশঙ্কা কাজ করে যে রক্ত দিলে শরীরে সমস্যা হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয় ভীতি দূর হয়ে গেছে। এখন রাজ্যে স্বেচ্ছা রক্তদানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন মানুষ। তবে, ছাত্রছাত্রীদেরও রক্তদানে আরও উদ্বুদ্ধ হতে হবে। ১৮ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত সকলে রক্তদান করতে পারেন। আর রক্তদান করা শরীরের জন্যও ভাল। কারণ রক্তদান করলেই শরীরে নতুন রক্ত তৈরি হয়। এতে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া রক্তদানের মাধ্যমে অনেক রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। সাধারণত পুরুষরা তিন মাস এবং মহিলারা চার মাস পরপর রক্ত দিতে পারেন। রক্ত আমাদের অনেক কিছু শেখায়। এরমধ্যে থাকে না কোন জাতিভেদ। রক্তের কোন ধর্ম বর্ণ হয় না। ’

তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে বর্তমানে ৬টি রক্তের সেপারেশন সেন্টার রয়েছে। এরমধ্যে চারটি সরকারি এবং দুটি বেসরকারি। এর পাশাপাশি ১২টি সরকারি ও ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে রাজ্যে। আমাদের সবসময় রক্তের প্রয়োজন হয়। বিশেষ করে সার্জারি করার সময়, অ্যানিমিয়া রোগী, দুর্ঘটনাগ্রস্ত রোগী, থ্যালাসেমিয়া রোগী সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। আর স্বেচ্ছা রক্তদানের মাধ্যমেই এই রক্তের প্রয়োজন মেটানো সম্ভব।’ এদিন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।