মেট্রোর যাত্রী পরিষেবার মান নিয়ে প্রশ্ন কর্মী ইউনিয়নেরই৷

রাত ১১টায় শেষ মেট্রো নয়! বিপুল আর্থিক ক্ষতির পর সিদ্ধান্ত, দেখুন ভিডিও

গভীর রাতে ট্রেন চালানোর পরিকল্পনা ধাক্কা খেল মেট্রো রেলের৷ গত ২৪ মে পরীক্ষামূলক ভাবে কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১১টায় শেষ মেট্রো চালানো হয়েছিল৷ উদ্দেশ্য ছিল গভীর রাতে মেট্রো চালু রেখে সাধারণ যাত্রীদের সুবিধে করে দেওয়া৷ কিন্তু একদিন রাতে মেট্রো চালিয়ে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে৷ দু দিকে ট্রেন চালাতে গিয়ে ৩ লক্ষ টাকার বেশি খরচ হলেও ঘরে এসেছে মাত্র ৬ হাজার টাকা৷ তাই আপাতত বেশি রাতে মেট্রো না চালানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷