Tag Archives: Metro Rail

Kolkata Metro: পুজোর আগেই সুখবর, আরও বাড়ল মেট্রো! শনি-রবি কোন লাইনে, কখন চলবে অতিরিক্ত ট্রেন? দেখে নিন টাইম টেবিল

কলকাতা: পুজোর আগে আরও বাড়ছে মেট্রো সংখ‍্যা। শনিবার সাধারণত মোট ২৩৪টি মেট্রো চালানো হয়। আজ ১৪ সেপ্টেম্বর এবং আগামী ২১ সেপ্টেম্বর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৬২টি। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর এবং আগামী ৫ অক্টোবর ২৮৮টি মেট্রো চালানো হবে। অর্থাৎ কর্মদিবসের মতোই চলবে মেট্রো। এখন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৯০টি মেট্রো চালানো হয়।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর এবং আগামী ৫ অক্টোবর ২৮৮টি মেট্রো চালানো হবে। অর্থাৎ কর্মদিবসের মতোই চলবে মেট্রো। এখন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৯০টি মেট্রো চালানো হয়। হাতে আর এক মাসও সময় নেই। আসছে পুজো। শ্রেষ্ঠ উত্‍সবে মেতে উঠবে বাঙালি। তবে পুজোর আসার আগেই পুজোর কেনাকাটারও ধুম পড়ে শহর জুড়ে। পুজোর আগে অতিরিক্ত মেট্রো যাত্রীদের জন‍্য সুবিধাজনক হতে চলেছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ফের সেনা জঙ্গি-সংঘর্ষ! রাতভর চলল গুলি, নিহত ২ জওয়ান, আহত আরও ২

বর্তমানে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে রবিবার ১৩০টি মেট্রো চালানো হবে। পুজোর আগে শেষ চারটি রবিবার (১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর) ১৯৬টি মেট্রো চালানো হবে।

শনিবার প্রথম মেট্রোর টাইম
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

৪) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

রবিবার প্রথম মেট্রোর টাইমটেবিল
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।

২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।

৩) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।

৪) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।

আরও পড়ুন: কী সার্চ করছেন গুগলে? এইসব জিনিস নয় তো? খুব সাবধান! হতে পারে জেলও

রবিবার শেষ মেট্রোর টাইমটেবিল

১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।

২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

৪) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

গ্রিন লাইন-১ (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা), গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড), পার্পল লাইন (জোকা থেকে মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে রুবি) অবশ্য শনিবার এবং রবিবার যেমন মেট্রো চলাচল করে, পুজোর আগের শনিবার এবং রবিবারও সেরকমভাবেই পরিষেবা মিলবে।

Central Metro Agitation: আর হোটেলে পচতে হবে না, দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো শুরু হল…

কলকাতা: সমস্যার সমাধান। হোটেল আর থাকতে হবে না। বউবাজারে দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের ধাপে ধাপে বাড়ি ফেরানো হবে। এলাকায় মেট্রোর কাজ শুরু হচ্ছে নিশ্চিত ভাবেই। জল বেরনো পুরোপুরি বন্ধ। আর কোনও বাধা নেই বলেই জানা গিয়েছে।

আরও  পড়ুন: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি…উত্তর মিলিয়ে দেখুন

বউবাজারে দুর্গা পিতুরি লেনে ১১টি বাড়ি থেকে মোট ৫২ জন আবাসিককে হোটেলে সরানোর ঘটনায় উত্তপ্ত এলাকা। শুক্রবার সকালে মেট্রোরেল আধিকারিককে ঘিরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চলেছে বিক্ষোভ। বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করে রেখেছিলেন স্থানীয়রা। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা, ধস্তাধস্তি চলে। টিকিট মেশিনের সামনে বসে পড়েছিলেন এলাকাবাসী। যাত্রীরাও ছিলেন সমস্যায়।

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

মেট্রোরেল আধিকারিক জানিয়েছিলেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে। এর পর পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আসতে পারবে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, অগাস্টের ২৬ তারিখ তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজের জন্য। ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে৷ কিন্তু গতকাল রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয়। আর কতদিন এ ভাবে চলবে? ক্ষোভ তাঁদের। সাংসদ, বিধায়ক থেকে রাজ্য সরকার— এলাকার বাসিন্দাদের কথা কেউই ভাবেনি। অভিযোগ তাঁদের।

এই অভিযোগের প্রেক্ষিতে কী বলছেন স্থানীয় কাউন্সিলর? তাঁর দাবি, “কে কী বলছে বলতে পারব না। তবে এটা বলতে পারি, এখানকার মানুষ খুব সমস্যায় আছে। বেশি কথা বলব না। কারণ কথা উপরের লোকের নজরে পড়তে হয়। এখানে রেল, রাজ্য সরকার থেকে প্রশাসন কেউ তো দায়িত্ব নেবে! আমি কাউন্সিলর আমার সীমিত ক্ষমতা।”

তিনি আরও জানান, বিধায়ক এসেছিলেন। কিন্তু বাড়ির ভিত নড়ে গিয়েছে, এটা কর্তৃপক্ষের দেখার কথা। রাজ্যেরও ভূমিকা থাকা উচিত। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট দিয়েছে তা দিনের আলো দেখুক, আর্জি কাউন্সিলরের।

Kolkata Metro: যাত্রীদের জন‍্য বড় সুখবর! ব্লু লাইনে বাড়ল মেট্রো, কখন পাবেন বাড়তি পরিষেবা? কবে থেকে শুরু? এখনই জানুন

কলকাতা: মেট্রো যাত্রীদের জন‍্য বড় সুখবর। আরও বাড়ানো হল পরিষেবা। ব্লু লাইনে (নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর) দুটি বাড়তি মেট্রো চালানো হবে বলেই জানাা গিয়েছে রেল সূত্রে।

সকালের দিকেই দক্ষিনেশ্বর থেকে আরও একটি বাড়তি মেট্রো চলবে। পাশাপাশি, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকেও একটি বাড়তি মেট্রো চালানো হবে বলেই জানান হয়েছে, কলকাতা মেট্রো কতৃপক্ষের তরফে জানান হয়েছে। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হবে এই নয়া পরিষেবা।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

রেল সূত্রে খবর, এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্র। সপ্তাহান্তে, শনি ও রবিবার এই পরিষেবা পাওয়া যাবে না। এখন থেকে সোম থেকে শুক্র ২৮৮-এর জায়গায় সপ্তাহ জুড়ে ২৯০ টি ট্রেন চলবে। এর মধ‍্যে আপ অভিমুখে চলবে ১৪৫ টি মেট্রো। এবং ডাউন অভিমুখে চলবে ১৪৫ টি মেট্রো। এর আগে ১৪৪ টি মেট্রো চলত।

আরও পড়ুন: কাগজের গুদাম থেকে ছড়াল বিধ্বংসী আগুন! ঘরে ঘুমন্ত দাদা-বৌদি, যা করল ভাই…ঘটনাস্থলে দমকলমন্ত্রী

১) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।

২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা ৫৪ মিনিট।

এই দুটি বাড়তি মেট্রো চলবে বলেই জানা গিয়েছে।

Metro Rail: ইস্ট ওয়েস্ট মেট্রোতেও বাড়ছে যাত্রী! তিন মাসের হিসেব দিল মেট্রো

কলকাতা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে যাত্রী সংখ্যা তো বাড়ছিলই৷ এবার দ্রুত তথ্যপ্রযুক্তি তালুকে পৌঁছতেও মেট্রোর উপরেই ভরসা করছেন নিত্যযাত্রীরা৷ একই ভাবে ধীরে ধীরে যাত্রী বাড়ছে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে চলাচলকারী মেট্রোর গ্রিন লাইনেও৷

এই মুহূর্তে কলকাতায় চারটি লাইনে মেট্রো পরিষেবা দিচ্ছে৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি লাইন মিলিয়ে মে, জুন এবং জুলাই মাসে ৫.৩ কোটি যাত্রী বহন করেছে মেট্রো৷

আরও পড়ুন: সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়, প্রকাশ্যে আরজি করের সেই রাতের সিসিটিভি ফুটেজ!

এর মধ্যে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (ব্লু লাইনে) তিন মাসে ৪.৬ কোটি যাত্রী বহন করেছে মেট্রো৷ সল্টলেক থেকে শিয়ালদহের মধ্যে চলাচলকারী ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে গত তিন মাসে ৩৬ লক্ষ যাত্রী পরিষেবা নিয়েছেন৷ আবার হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোয় গত তিন মাসে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৩৪ লক্ষ৷

মেট্রো কর্তৃপক্ষের আশা হাওড়া থেকে সরাসরি সল্টলেক পর্যন্ত পরিষেবা শুরু হলে গ্রিন লাইনেও যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে৷

অন্যদিকে মেট্রোর পার্পল এবং অরেঞ্জ লাইনে, গত তিন মাসে যথাক্রমে ৪৮ হাজার এবং ৮৯ হাজারের বেশি যাত্রী মেট্রোয় যাত্রা উপভোগ করেছেন। উল্লেখ্য, গত তিন মাসে মেট্রো যাত্রী সংখ্যার ভিত্তিতে মেট্রোর আয় হয়েছে ৮০ কোটি টাকা।

Mumbai Metro Tree Plantation: ১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি

মুম্বই: অধিকাংশ গাছ শুকিয়ে গিয়েছে। একটি বৃক্ষের গায়ে লোহার পেরেক পোঁতা। মুম্বই মেট্রোর ৩টি রুটে ৫৮৪টি গাছ লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করতে ১২ কোটি টাকা বাজেটের কথা বলা হয়েছিল। সেই ব্যায় বৈধ ভাবে করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তের দাবি জানাল ওয়াচডগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গডফ্রে পিমেন্টা এবং নিকোলাস আলমেদা।

মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (এমএমআরসিএল) প্রকাশ করেছে যে শহরের ১৩টি বিভিন্ন স্থানে মেট্রো ৩টি রুটে লাগানো ৫৮৪টি গাছের রোপণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ২ লক্ষ টাকা খরচ হয়েছে। তথ্যের অধিকার (আরটিআই)-এর প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মুম্বাই মেট্রো জানিয়েছে, গাছ সরবরাহ, বিতরণ, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা। কিন্তু তার পর গাছগুলির এই অবস্থা কেন? এ নিয়েই প্রশ্ন তুলেছে আরটিআই।

আরও পড়ুন- চিকিৎসকরাই নিরাপত্তা পান না, তাঁদের কী হবে? আরজি কর কাণ্ডে গর্জে উঠল যৌনপল্লী

আরটিআই আধিকারিক বলেন, “অ্যারেতে মেট্রো কারশেডের জন্য, ২,২৯৮টি গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছিল, তার পরে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল যাতে ৫৩১টি গাছ কাটার প্রস্তাব দেওয়া হয়েছিল গাছ কর্তৃপক্ষের কাছে। সর্বশেষ প্রস্তাব ছিল ২৭০টি গাছের। ক্ষতিপূরণমূলক বনায়নের অধীনে, গাছ প্রতিস্থাপন করা হয়েছিল এবং এখানে নতুন চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সেগুলির অবস্থা দেখুন। আমি যখন এই বিষয়ে একটি আরটিআই দায়ের করেছি, তখন তারা বলেছিল যে এটিতে ১২ কোটি টাকা খরচ হয়েছে”।

অভিযোগ, গাছের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। এদিকে হিসেবে দেখানো হয়েছে প্রতিটি গাছের জন্য ২ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণের খরচা দেওয়া হয়েছে। আধিকারিকের কথায়, “যদি রক্ষণাবেক্ষণ করা হয় তবে কী ভাবে গাছগুলোর এই অবস্থা? এটি একটি সম্পূর্ণ প্রতারণা!” হিসেব মিলিয়ে দেখার জন্যই তদন্তের দাবি সেই সংস্থার।

Metro Rail: শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন

কলকাতা: শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। ২ ঘণ্টা কর্মবিরতির ডাক বিজেপির। আরজিকরের ঘটনার প্রতিবাদেই এই বনধ এবং কর্মবিরতির ডাক। ধর্মঘট নিয়ে ইতিমধ‍্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নবান্ন। এবার মেট্রো চলবে কিনা স্পষ্টবার্তায় জানিয়ে দিল রেল কতৃপক্ষ।

মেট্রে রেল কতৃপক্ষের পক্ষ থেকে একটি বিশেষ বার্তায় জানান হয়েছে, আগামীকাল, শুক্রবার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে মেট্রো রেল পরিষেবা। ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইন। সব লাইনেই অন‍্যান‍্য দিনের মতো চলবে মেট্রো। ১২ ঘণ্টার বনধের প্রভাবে বিঘ্নিত হবে না সকাল ৬.০০ থেকে সন্ধ‍্যে ৬.০০ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা।

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

মেট্রো পরিষেবার স্বাভাবিক রাখতে স্টেশনগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে। যেকোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে। মেট্রো আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন‍্য কেন্দ্রীয় মেট্রো রেল ভবন থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখবেন।

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শুক্রবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে কোনও প্রভাব পড়বে না।’’ রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।’’

Metro: রোজ মেট্রোয় যাতায়াত করেন? ভুলেও ৫ জিনিস নেবেন না! সামান্য ভুলে জেলযাত্রা, মোটা জরিমানা নিশ্চিত

*দিল্লি মেট্রোয় মাদক বহন কঠোরভাবে নিষিদ্ধ। যে কোনও ধরনের মাদক বা অ্যালকোহল অন্তর্ভুক্ত। আপনি যদি কোন মাদকদ্রব্যের সঙ্গে ধরা পড়েন তবে আপনাকে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হতে পারে এবং মোটা জরিমানাও দিতে হবে।
*দিল্লি মেট্রোয় মাদক বহন কঠোরভাবে নিষিদ্ধ। যে কোনও ধরনের মাদক বা অ্যালকোহল অন্তর্ভুক্ত। আপনি যদি কোন মাদকদ্রব্যের সঙ্গে ধরা পড়েন তবে আপনাকে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হতে পারে এবং মোটা জরিমানাও দিতে হবে।
*দিল্লি মেট্রো দিল্লির লাইফলাইন। এটি কেবল বেড়াতে যাওয়ার জন্য নয়, সুবিধাজনক মাধ্যমও বটে। এর মাধ্যমে আমরা যানজট এবং দূষণও এড়াতে পারি। কিন্তু আপনি কি জানেন দিল্লি মেট্রোতে কিছু জিনিস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ? জেনে নিন পাঁচটি জিনিসের নাম, যেগুলি নিয়ে মেট্রো যাওয়া-আসা জরিমানা যোগ্য। এমনকি, জেলযাত্রাও থাকতে পারে কপালে।
*দিল্লি মেট্রো দিল্লির লাইফলাইন। এটি কেবল বেড়াতে যাওয়ার জন্য নয়, সুবিধাজনক মাধ্যমও বটে। এর মাধ্যমে আমরা যানজট এবং দূষণও এড়াতে পারি। কিন্তু আপনি কি জানেন দিল্লি মেট্রোতে কিছু জিনিস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ? জেনে নিন পাঁচটি জিনিসের নাম, যেগুলি নিয়ে মেট্রো যাওয়া-আসা জরিমানা যোগ্য। এমনকি, জেলযাত্রাও থাকতে পারে কপালে।
*মেট্রোয় অ্যাসিড বা পেট্রোলিয়ামের মতো দাহ্য পদার্থ বহন করাও নিষিদ্ধ। এই পদার্থগুলি থেকে আগুনের ঝুঁকি রয়েছে, যা যাত্রীদের নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে। আপনি যদি এই পদার্থগুলির নিয়ে ধরা পড়েন, তবে আপনাকে মোটা জরিমানা দিতে হতে পারে। এতে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
*মেট্রোয় অ্যাসিড বা পেট্রোলিয়ামের মতো দাহ্য পদার্থ বহন করাও নিষিদ্ধ। এই পদার্থগুলি থেকে আগুনের ঝুঁকি রয়েছে, যা যাত্রীদের নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে। আপনি যদি এই পদার্থগুলির নিয়ে ধরা পড়েন, তবে আপনাকে মোটা জরিমানা দিতে হতে পারে। এতে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
*দিল্লি মেট্রোতে যে কোনও ধরনের অস্ত্র বা গোলাবারুদ বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। তার মধ্যে রয়েছে বন্দুক, ছুরি, তলোয়ার, বোমা বা যে কোনও ধরনের বিস্ফোরক পদার্থ। নিরাপত্তা আধিকারিকদের দ্বারা চেক করার সময় আপনি যদি এই জিনিসগুলির সঙ্গে ধরা পড়েন তবে আপনাকে জেলে পর্যন্ত পাঠানো হতে পারে। এতে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে।
*দিল্লি মেট্রোতে যে কোনও ধরনের অস্ত্র বা গোলাবারুদ বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। তার মধ্যে রয়েছে বন্দুক, ছুরি, তলোয়ার, বোমা বা যে কোনও ধরনের বিস্ফোরক পদার্থ। নিরাপত্তা আধিকারিকদের দ্বারা চেক করার সময় আপনি যদি এই জিনিসগুলির সঙ্গে ধরা পড়েন তবে আপনাকে জেলে পর্যন্ত পাঠানো হতে পারে। এতে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে।
*মেট্রোতে ছুরি, নেইল কাটার, কাঁচি জাতীয় ধারালো জিনিস বহন করা নিষিদ্ধ। এসব বস্তু যে কোনও ধরনের দুর্ঘটনা বা আঘাতের কারণ হতে পারে। নিরাপত্তা চেক করার সময় যদি এই আইটেমগুলি আপনার কাছে পাওয়া যায়, তাহলে আপনাকে এগুলি অবিলম্বে জমা দিতে হবে এবং জরিমানাও দিতে হতে পারে৷
*মেট্রোতে ছুরি, নেইল কাটার, কাঁচি জাতীয় ধারালো জিনিস বহন করা নিষিদ্ধ। এসব বস্তু যে কোনও ধরনের দুর্ঘটনা বা আঘাতের কারণ হতে পারে। নিরাপত্তা চেক করার সময় যদি এই আইটেমগুলি আপনার কাছে পাওয়া যায়, তাহলে আপনাকে এগুলি অবিলম্বে জমা দিতে হবে এবং জরিমানাও দিতে হতে পারে৷
*দিল্লি মেট্রোতেও পোষা প্রাণী নেওয়া নিষিদ্ধ। কুকুর, বিড়াল বা অন্য কোনও পোষা প্রাণীই হোক না কেন, তাদের মেট্রোর ভিতরে আনা কঠোরভাবে নিষিদ্ধ। এটি যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে এবং নিরাপত্তার দিক থেকেও উপযুক্ত নয়। পোষা প্রাণীর সঙ্গে ধরা পড়লে আপনাকে ভারী জরিমানা দিতে হতে পারে।
*দিল্লি মেট্রোতেও পোষা প্রাণী নেওয়া নিষিদ্ধ। কুকুর, বিড়াল বা অন্য কোনও পোষা প্রাণীই হোক না কেন, তাদের মেট্রোর ভিতরে আনা কঠোরভাবে নিষিদ্ধ। এটি যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে এবং নিরাপত্তার দিক থেকেও উপযুক্ত নয়। পোষা প্রাণীর সঙ্গে ধরা পড়লে আপনাকে ভারী জরিমানা দিতে হতে পারে।

Kolkata Metro Rail: ফ্যামিলি টাইমে জোর মেট্রোর মোটরম্যানদের, পরিবারের সদস্যদের নিয়ে ওয়ার্কশপ করল রেল

কলকাতা: অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ছুটে চলেছে ট্রেন৷ কখনও আবার মাটির উপর দিয়ে ছুটছে ট্রেন। মেট্রো চালাতে গিয়ে কলকাতায় বিস্তর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় চালকদের। বাড়ছে মেট্রোর নেটওয়ার্ক। বাড়ছে মেট্রোর গতি। এই অবস্থায় মেট্রোরেলের চালকদের উপর বাড়ছে চাপ। কারণ মেট্রোয় মোটরম্যান কম বলে অভিযোগ তুলছে ইউনিয়নগুলি৷ এই অবস্থায় মেট্রো পথে চালকদের মনসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে তাই মোটরম্যান ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওয়ার্কশপ করল রেল।

অতিরিক্ত কাজের চাপে নাজেহাল মেট্রোরেলের চালকরা। তার উপর তাঁরা যদি বাড়ি ফিরে পর্যাপ্ত বিশ্রাম না পান, তা হলে মনসংযোগে ব্যাঘাত ঘটবেই।  সামান্য ভুলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। চালকরা যাতে বাড়িতে পর্যাপ্ত বিশ্রামের সুযোন পান, মন-মেজাজ ঠিক রাখতে পারেন, সে জন্য তাঁদের সহধর্মিনীদের কাছে সহযোগিতা চাইছেন মেট্রো কর্তৃপক্ষ।এই লক্ষ্যে কলকাতা মেট্রোর চালকদের স্ত্রী ও পরিবারের লোকেদের বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। মানসিক চাপ কমাতে চালকদের নিয়মিত যোগাভ্যাস এবং মেডিটেশনের পরামর্শ দিচ্ছেন মেট্রো কর্তারা।কর্তৃপক্ষের দাবি, ট্রেন চালানোর জন্য চালকদের মানসিক চাপমুক্ত থাকা সবার আগে দরকার। কারণ তাদের কাজে মস্তিষ্ক স্থির, গভীর মনসংযোগ দরকার। ট্রেনের সামনের ট্র্যাক খেয়াল রাখার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় সিগন্যালও। ক্ষণিকের ভুলে হতে পারে বড় বিপদ।

মেট্রো চালক বা ট্রেন চালকদের উপর সমস্ত যাত্রীদের সুরক্ষার দায়িত্ব থাকে। তাই তাদের প্রতিটা পদক্ষেপই অত্যন্ত দায়িত্বের সঙ্গে নিতে হয়। তাই সবার আগে দরকার মানসিক শান্তি। সেই শান্তির জন্য পারিবারিক জীবন ঠিক থাকা সবার আগে দরকার। বাহানাগা সহ একাধিক ট্রেন দুর্ঘটনা বিশ্লেষণ করে চালকদের ক্লান্তি, অবসাদের বিষয়টি প্রকটভাবে উঠে এসেছিল। এবিষয়ে মেট্রো চালকদের আগেই সচেতন করেছিল কর্তৃপক্ষ। এবার তাদের পরিবারকেও সচেতন করার উদ্যোগ নিল কলকাতা মেট্রো তবে চালকদের ক্লান্তি-অবসাদের অন্যতম কারণ লোকবল বলে দাবি করছেন কর্মীরা। কারণ- রেল হোক বা মেট্রো দুই ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় চালকের সংখ্যা কম বলে দাবি কর্মীদের। প্রায়ই চালকেরা আট ঘণ্টা কাজের পরেও পর্যাপ্ত বিশ্রাম পান না বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। তাই কর্মী অপ্রতুলতার উপরও জোর দিতে দাবি জানিয়েছেন মেট্রো কর্মীরা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা চালক ও তাদের পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলি৷ আর অতিরিক্ত চাপ নেই৷ মেট্রোয় যথাযথ কর্মীও আছে৷

রাত ১১টায় শেষ মেট্রো নয়! বিপুল আর্থিক ক্ষতির পর সিদ্ধান্ত, দেখুন ভিডিও

গভীর রাতে ট্রেন চালানোর পরিকল্পনা ধাক্কা খেল মেট্রো রেলের৷ গত ২৪ মে পরীক্ষামূলক ভাবে কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১১টায় শেষ মেট্রো চালানো হয়েছিল৷ উদ্দেশ্য ছিল গভীর রাতে মেট্রো চালু রেখে সাধারণ যাত্রীদের সুবিধে করে দেওয়া৷ কিন্তু একদিন রাতে মেট্রো চালিয়ে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে৷ দু দিকে ট্রেন চালাতে গিয়ে ৩ লক্ষ টাকার বেশি খরচ হলেও ঘরে এসেছে মাত্র ৬ হাজার টাকা৷ তাই আপাতত বেশি রাতে মেট্রো না চালানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Kolkata Metro: মেট্রোয় বিরাট বদল! লন্ডন-সিঙ্গাপুরের মতো পরিষেবা মিলবে এবার কলকাতাতেও, যাতায়াত হবে আরও সহজ

কলকাতা: পাতালপথের তৃতীয় লাইন বদলে এবার মেট্রোর গতি বাড়াতে চাইছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আর তা বাড়লেই কমবে দুই মেট্রো চলাচলের সময়ের ব‌্যবধান। প্রয়োজনে আড়াই মিনিটের ব‌্যবধানে চলতে পারবে উত্তর-দক্ষিণ রুটের মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, দমদম থেকে মহানায়ক উত্তর কুমার  স্টেশন পর্যন্ত অংশে মেট্রোর তৃতীয় লাইন বদল করা হবে। মেট্রো চালুর সময় থেকে এই তৃতীয় লাইনটি ছিল স্টিলের। এবার তা বদলে অ‌্যালুমিনিয়ামের করা হবে। তবে লাইনের উপরের অংশটা থাকবে স্টেনলেস স্টিলের। ওই অংশটা থার্ড রেল কারেন্ট কালেক্টরের (TRCC) সংস্পর্শে আসে।

বছর দু’য়েকের মধ্যে নয়া তৃতীয় লাইন বসানোর কাজ হয়ে যাবে। বিদ্যুতের খরচ অনেকটাই কমবে। বছরে সাশ্রয় হবে প্রায় এক কোটি টাকা। কমবে পাতালপথে ভোল্টেজ ড্রপ হওয়ার ব‌্যাধি। ইচ্ছামতো মেট্রোর গতি বাড়ানো যাবে। ইস্ট-ওয়েস্ট, জোকা-ধর্মতলা-সহ নতুন সবক’টি মেট্রোতেই নয়া প্রযুক্তির এই থার্ড লাইন পাতা হয়েছে।

আরও পড়ুন-   গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সিঙ্গাপুর, লন্ডন, বার্লিন, মস্কো-সহ একাধিক দেশে মেট্রোয় অ‌্যালুমিনিয়ামের থার্ড লাইন রয়েছে। বছর তিনেকের মধ্যে ১৫০ সেকেন্ড অথবা প্রয়োজনে আড়াই মিনিটের ব‌্যবধানেও মেট্রো চালানো যাবে। ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। বর্তমানে অফিস টাইমে পাঁচ মিনিটের ব‌্যবধানে চলে মেট্রো। সেই সময়ই কমিয়ে প্রায় অর্ধেক করা হতে পারে।

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

মেট্রোর তরফে জানানো হয়েছে, যেহেতু নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর নতুন লাইন পাতা হয়েছে এবং উত্তম কুমার থেকে কবি সুভাষ লাইনও তুলনামূলক নতুন। সে কারণেই এই দুই অংশে এখনই তৃতীয় লাইন বদল করা হবে না।ইতিমধ্যেই এই কাজ শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে৷ নয়া লাইনের কাজ শুরুর আগে পুজো সেরে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ ধাপে ধাপে এবার লাইন বদলের কাজ চলবে৷ মেট্রো সূত্রে খবর, বেশিরভাগ কাজ হবে রাতের বেলা। আগামী দিনে আরও গতি ও স্বল্প ব্যবধানে বেশি মেট্রো চালাতে এটাই ভরসা কলকাতা মেট্রোর৷