: মৌসুমী অক্ষরেখা একই জায়গায় অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে সেখানে মৌসুমী বায়ুর দেখা নেই। ফলে চরম গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। Photo- Representative

Monsoon Update: বাক্সবন্দী মৌসুমী বায়ু, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি যদি না পরে কলকাতায় ফের ধাক্কা খাবে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে প্রবল বৃষ্টি এখনও জারি

: মৌসুমী অক্ষরেখা একই জায়গায় অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে সেখানে মৌসুমী বায়ুর দেখা নেই। ফলে চরম গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। Photo- Representative
: মৌসুমী অক্ষরেখা একই জায়গায় অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে সেখানে মৌসুমী বায়ুর দেখা নেই। ফলে চরম গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। Photo- Representative
একটি সক্রিয় ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে৷  পাশাপাশি একটি ট্রফও সক্রিয় রয়েছে৷ এরই জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হু হু করে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে৷ যার জেরে এখনও প্রবল বৃষ্টিপাত জারি থাকবে উত্তরের বিভিন্ন জেলাগুলিতে৷
গরম থেকে রেহাই মিলছে না কিছুতেই। বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও অনেক সময় বৃষ্টি নামছে না।
চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের মাঝে মাঝেই বুধবারও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাল ও কমলা সর্তকতা জারি হয়েছে।
চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের মাঝে মাঝেই বুধবারও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাল ও কমলা সর্তকতা জারি হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা জনিত অস্বস্তি বাড়বে, জারি থাকছে তাপপ্রবাহের সর্তকতা। দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে এই প্রশ্ন দক্ষিণবঙ্গবাসীর। কারণ ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। স্বস্তির বৃষ্টির খোঁজে হন্যে হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা জনিত অস্বস্তি বাড়বে, জারি থাকছে তাপপ্রবাহের সর্তকতা। দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে এই প্রশ্ন দক্ষিণবঙ্গবাসীর। কারণ ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। স্বস্তির বৃষ্টির খোঁজে হন্যে হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা ইসলামপুরের পর আর দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে না। এর কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির হাহাকার। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় বৃষ্টি হলেও তাপমাত্রা জনিত অস্বস্তির হাত থেকে রেহাই নেই।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা ইসলামপুরের পর আর দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে না। এর কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির হাহাকার। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় বৃষ্টি হলেও তাপমাত্রা জনিত অস্বস্তির হাত থেকে রেহাই নেই।
এদিকে আইএমডি-র কলকাতা শাখার ওয়েদার আপডেটে জানা যাচ্ছে কলকাতা , হাওড়া, হুগলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি না হলে ফের ২২ তারিখ থেকে এই তিন জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই৷
এদিকে আইএমডি-র কলকাতা শাখার ওয়েদার আপডেটে জানা যাচ্ছে কলকাতা , হাওড়া, হুগলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি না হলে ফের ২২ তারিখ থেকে এই তিন জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই৷
এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সামনের তিন -চারদিন রোজই ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই পর্বে একাধিক জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷ সঙ্গী হবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে৷
এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সামনের তিন -চারদিন রোজই ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই পর্বে একাধিক জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷ সঙ্গী হবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে৷
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা সব থেকে বেশি। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও তীব্র গরমে নাজেহাল মানুষ।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা সব থেকে বেশি। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও তীব্র গরমে নাজেহাল মানুষ।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রতিদিনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অস্বস্তি বাড়ছে। দাবদাহের হাত থেকে মুক্তি নেই উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন একইরকম থাকবে আবহাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রতিদিনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অস্বস্তি বাড়ছে। দাবদাহের হাত থেকে মুক্তি নেই উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন একইরকম থাকবে আবহাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকেই মেঘলা। বইছে ঝড়ো হাওয়া। বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হলেও। বর্ষার দেখা নেই। বাড়ছে গরম। শেষ ২৪ ঘণ্টায় দিঘার আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকেই মেঘলা। বইছে ঝড়ো হাওয়া। বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হলেও। বর্ষার দেখা নেই। বাড়ছে গরম। শেষ ২৪ ঘণ্টায় দিঘার আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
এদিন অর্থাৎ ১৯ জুন বুধবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি জেলা জুড়ে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত জেলায় জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন অর্থাৎ ১৯ জুন বুধবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি জেলা জুড়ে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত জেলায় জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই নিম্নচাপ অক্ষরেখা হু হু করে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প টানছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। নিম্নচাপ অক্ষরেখা থাকলেও বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই নিম্নচাপ অক্ষরেখা হু হু করে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প টানছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। নিম্নচাপ অক্ষরেখা থাকলেও বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উপকূলবর্তী জেলা নয় অন্যান্য জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় আগামী সপ্তাহের শুরু থেকে বর্ষা প্রবেশের ইঙ্গিত রয়েছে। Input- Saikat Shee
উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উপকূলবর্তী জেলা নয় অন্যান্য জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় আগামী সপ্তাহের শুরু থেকে বর্ষা প্রবেশের ইঙ্গিত রয়েছে। Input- Saikat Shee