অনেকেই জানেন না, শ্যাম্পুর আবিষ্কার হয়েছিল ভারতেই। একটা সময় ভেষজ সেদ্ধ করে তা থেকে নির্যাস বের করা হত। সেটাই ছিল সেই আমলের শ্যাম্পু।

Astro Tips For Long Hair: সপ্তাহের এই দিনগুলিতে ভুলেও শ্যাম্পু করবেন না! মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে শুধু এই সময়েই মাথা ঘষুন

:মানুষের জীবনে কবে এবং কখন কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় সে বিষয়ে কিছু নির্দিষ্ট উপদেশ ও পরামর্শ দেওয়া আছে জ্যোতিষ শাস্ত্রে। সকালে ওঠা থেকে শুরু করে স্নান সারা ও নখ কাটার মত কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে শাস্ত্রে। Photo - Representative
:মানুষের জীবনে কবে এবং কখন কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় সে বিষয়ে কিছু নির্দিষ্ট উপদেশ ও পরামর্শ দেওয়া আছে জ্যোতিষ শাস্ত্রে। সকালে ওঠা থেকে শুরু করে স্নান সারা ও নখ কাটার মত কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে শাস্ত্রে। Photo – Representative
জ্যোতিষ শাস্ত্র বলছে জীবনের সুখ ও সাফল্য পেতে হলে অবশ্যই কিছু কিছু বিষয়ে নজর দিতে হবে। তার মধ্যে অন্যতম হল সঠিক দিন মেনে চুলে শ্যাম্পু করা। বিশিষ্ট জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ সাহা জানান, শাস্ত্র অনুসারে অবিবাহিত মহিলাদের কখনোই বুধবার শ্যাম্পু করা উচিত নয়। Photo - Representative
জ্যোতিষ শাস্ত্র বলছে জীবনের সুখ ও সাফল্য পেতে হলে অবশ্যই কিছু কিছু বিষয়ে নজর দিতে হবে। তার মধ্যে অন্যতম হল সঠিক দিন মেনে চুলে শ্যাম্পু করা। বিশিষ্ট জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ সাহা জানান, শাস্ত্র অনুসারে অবিবাহিত মহিলাদের কখনোই বুধবার শ্যাম্পু করা উচিত নয়। Photo – Representative
প্রচলিত বিশ্বাস অনুসারে অবিবাহিত মহিলারা বুধবার শ্যাম্পু করলে তাদের নানা ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। Photo - Representative
প্রচলিত বিশ্বাস অনুসারে অবিবাহিত মহিলারা বুধবার শ্যাম্পু করলে তাদের নানা ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। Photo – Representative
এছাড়াও পুরুষ হোক বা মহিলা বৃহস্পতিবার কখনই কারো জন্য শ্যাম্পু করা শুভ নয়। শাস্ত্র বলছে বৃহস্পতিবার লক্ষী বারে চুল ধুলে মা লক্ষ্মী রুষ্ট হন। এমনকি শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার চুলে তেল লাগানো উচিত নয়। Photo - Representative
এছাড়াও পুরুষ হোক বা মহিলা বৃহস্পতিবার কখনই কারো জন্য শ্যাম্পু করা শুভ নয়। শাস্ত্র বলছে বৃহস্পতিবার লক্ষী বারে চুল ধুলে মা লক্ষ্মী রুষ্ট হন। এমনকি শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার চুলে তেল লাগানো উচিত নয়। Photo – Representative
তবে বুধবার আর বৃহস্পতিবার এই বার  বা সপ্তাহের এই দিনে  চুলে শ্যাম্পু দেবেন না। কিন্তু কোন দিন চুলে শ্যাম্পু করবেন এ ব্যাপারেও জ্যোতিষ মতে শুক্রবার কে বেছে নেওয়া হয়েছে শুক্রবারে চুল ধুলে মা লক্ষ্মী খুশি হন বলে প্রচলিত  বিশ্বাস।
তবে বুধবার আর বৃহস্পতিবার এই বার  বা সপ্তাহের এই দিনে  চুলে শ্যাম্পু দেবেন না। কিন্তু কোন দিন চুলে শ্যাম্পু করবেন এ ব্যাপারেও জ্যোতিষ মতে শুক্রবার কে বেছে নেওয়া হয়েছে শুক্রবারে চুল ধুলে মা লক্ষ্মী খুশি হন বলে প্রচলিত  বিশ্বাস।
শুক্রবারে চুলে শ্যাম্পু করলে সেই পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। শুধু চুল পরিষ্কার করা নয়, শুক্রবার চুল কাটার জন্য ভাল বলে মনে করা হয়।।  Photo - Representative  Input- Piya Gupta
শুক্রবারে চুলে শ্যাম্পু করলে সেই পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। শুধু চুল পরিষ্কার করা নয়, শুক্রবার চুল কাটার জন্য ভাল বলে মনে করা হয়।।  Photo – Representative  Input- Piya Gupta