Sonakshi Sinha Wedding: কার ছেলেকে বিয়ে করছে শত্রুঘ্ন সিনহার মেয়ে? জানেন সে কী করে রোজগার কত? শত্রুঘ্ন কি আদৌ যাচ্ছেন বিয়েতে?

বিয়ে করছেন সোনাক্ষী সিনহা৷ এই খবর এখন সবাই জানে৷ কিন্তু, এই বিয়েটে করছেন কাকে? কার ছেলেকে বিয়ে করছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে? কী তাঁর পরিচয়, বাবা শত্রুঘ্ন কি সত্যিই পছন্দ করছেন না এই বিয়ে? জানুন, সমস্ত গসিপ৷
বিয়ে করছেন সোনাক্ষী সিনহা৷ এই খবর এখন সবাই জানে৷ কিন্তু, এই বিয়েটে করছেন কাকে? কার ছেলেকে বিয়ে করছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে? কী তাঁর পরিচয়, বাবা শত্রুঘ্ন কি সত্যিই পছন্দ করছেন না এই বিয়ে? জানুন, সমস্ত গসিপ৷
২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী৷ রেজিস্ট্রি ম্যারেজের পরে একটা ওয়েডিং রিসেপশন৷ ব্যস, এই ভাবেই ছোট্ট করে বিয়ে সারবেন ‘দাহাড়’ গার্ল৷
২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী৷ রেজিস্ট্রি ম্যারেজের পরে একটা ওয়েডিং রিসেপশন৷ ব্যস, এই ভাবেই ছোট্ট করে বিয়ে সারবেন ‘দাহাড়’ গার্ল৷
কে এই জাহির ইকবাল? একে কি সত্যিই পছন্দ করছেন না শত্রুঘ্ন? সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, অন্য ধর্মের পাত্রকে বিয়ে করায় মেয়ের বিয়েতে নাকি থাকবেন না শত্রুঘ্ন!
কে এই জাহির ইকবাল? একে কি সত্যিই পছন্দ করছেন না শত্রুঘ্ন? সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, অন্য ধর্মের পাত্রকে বিয়ে করায় মেয়ের বিয়েতে নাকি থাকবেন না শত্রুঘ্ন!
জাহিরের জন্ম ১৯৮৮ সালের ১০ ডিসেম্বর৷ তাঁর বাবা ইকবাল রতনসি পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী৷ জাহিরের বাবার সঙ্গে দুর্দান্ত সখ্যতা রয়েছে সলমন খানের৷ সেই কারণে, ইকবালও সলমনের খুবই প্রিয়৷ শোনা যায়, সলমনের একটি পার্টিতেই নাকি ইকবালের সঙ্গে আলাপ হয়েছিল সোনাক্ষীর৷
জাহিরের জন্ম ১৯৮৮ সালের ১০ ডিসেম্বর৷ তাঁর বাবা ইকবাল রতনসি পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী৷ জাহিরের বাবার সঙ্গে দুর্দান্ত সখ্যতা রয়েছে সলমন খানের৷ সেই কারণে, ইকবালও সলমনের খুবই প্রিয়৷ শোনা যায়, সলমনের একটি পার্টিতেই নাকি ইকবালের সঙ্গে আলাপ হয়েছিল সোনাক্ষীর৷
ফিল্মি ব্যাকগ্রাউন্ড না হলেও পয়সাকড়ি কম নেই শত্রুঘ্ন হবু জামাইয়ের পরিবারের৷ ইকবালের মা হোমমেকার হলেও তাঁর ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, বোন বলিউড নায়িকাদের স্টাইলিস্ট৷ নামী-দামি গাড়ি, বিদেশের এক্সোটিক লোকেশনে ছুটি কাটানোর ছবিতে ভর্তি ইকবালের ইনস্টা প্রোফাইল।
ফিল্মি ব্যাকগ্রাউন্ড না হলেও পয়সাকড়ি কম নেই শত্রুঘ্ন হবু জামাইয়ের পরিবারের৷ ইকবালের মা হোমমেকার হলেও তাঁর ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, বোন বলিউড নায়িকাদের স্টাইলিস্ট৷ নামী-দামি গাড়ি, বিদেশের এক্সোটিক লোকেশনে ছুটি কাটানোর ছবিতে ভর্তি ইকবালের ইনস্টা প্রোফাইল।
জাহির ইকবালের বাবা ইকবাল রতনসি মুম্বইয়ের একজন বিখ্যাত জুয়েলার্স। জুয়েলারি ব্যবসার পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও যুক্ত। ২০০৫ সালে স্টেলম্যাক ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের ভিত্তি স্থাপন করেন তিনি এবং ২০১১ সাল পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এরপর তিনি ব্ল্যাক স্টোন হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডও শুরু করেন।
জাহির ইকবালের বাবা ইকবাল রতনসি মুম্বইয়ের একজন বিখ্যাত জুয়েলার্স। জুয়েলারি ব্যবসার পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও যুক্ত। ২০০৫ সালে স্টেলম্যাক ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের ভিত্তি স্থাপন করেন তিনি এবং ২০১১ সাল পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এরপর তিনি ব্ল্যাক স্টোন হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডও শুরু করেন।
প্রথমে পারিবারিক জুয়েলারি ব্যবসা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোনাক্ষীর হবু স্বামী ইকবাল৷ পরে অবশ্য তাঁকে বলিউডে ডেবিউ করার সুযোগ করে দেন সলমন৷ বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন ইকবাল।
প্রথমে পারিবারিক জুয়েলারি ব্যবসা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোনাক্ষীর হবু স্বামী ইকবাল৷ পরে অবশ্য তাঁকে বলিউডে ডেবিউ করার সুযোগ করে দেন সলমন৷ বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন ইকবাল।
ইকবাল রতনসি সলমন খানের বন্ধু এবং ভাল-মন্দ সব সময়েই সলমনের পাশে দাঁড়িয়েছেন। ইকবাল রতনসি ১৯৮০-এর দশকে সলমন খানকে আর্থিক ভাবে সাহায্যও করেছিলেন। ২০১৮ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সলমন লিখেছিলেন, ‘আমার কিশোর বয়সে ইকবাল রতনসি আমার ব্যক্তিগত ব্যাঙ্ক ছিলেন। আজও, উনি আমার কাছ থেকে ২০১১ টাকা পান। ঈশ্বরকে ধন্যবাদ যে উনি এখনও তাঁর ঋণের সুদ চাননি’।
ইকবাল রতনসি সলমন খানের বন্ধু এবং ভাল-মন্দ সব সময়েই সলমনের পাশে দাঁড়িয়েছেন। ইকবাল রতনসি ১৯৮০-এর দশকে সলমন খানকে আর্থিক ভাবে সাহায্যও করেছিলেন। ২০১৮ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সলমন লিখেছিলেন, ‘আমার কিশোর বয়সে ইকবাল রতনসি আমার ব্যক্তিগত ব্যাঙ্ক ছিলেন। আজও, উনি আমার কাছ থেকে ২০১১ টাকা পান। ঈশ্বরকে ধন্যবাদ যে উনি এখনও তাঁর ঋণের সুদ চাননি’।
শত্রুঘ্ন সিনহার হবু সম্বন্ধি রতনসি, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিল্ম টুলস, লাইটস অ্যান্ড গ্রিপ নামে একটি সংস্থা তৈরি করে তাঁর ব্যবসাকে আরও প্রসারিত করেন। এই কোম্পানি বলিউডে আলোর সরঞ্জাম সরবরাহ করে। কোভিড-১৯ মহামারির সময়ে তিনি জাহির মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
শত্রুঘ্ন সিনহার হবু সম্বন্ধি রতনসি, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিল্ম টুলস, লাইটস অ্যান্ড গ্রিপ নামে একটি সংস্থা তৈরি করে তাঁর ব্যবসাকে আরও প্রসারিত করেন। এই কোম্পানি বলিউডে আলোর সরঞ্জাম সরবরাহ করে। কোভিড-১৯ মহামারির সময়ে তিনি জাহির মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
তবে শত্রুঘ্ন সিনহা নিয়ে যে জল্পনা চলছে তাকে বৃহস্পতিবারই সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শত্রুঘ্ন৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে গুজব রটেছে তা সম্পূর্ণ ভুল৷ তিনি তাঁর মেয়ের বিয়েতে যাচ্ছেন৷ মেয়ের পাত্র পছন্দেও তাঁর সম্পূর্ণ সায় রয়েছে৷
তবে শত্রুঘ্ন সিনহা নিয়ে যে জল্পনা চলছে তাকে বৃহস্পতিবারই সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শত্রুঘ্ন৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে গুজব রটেছে তা সম্পূর্ণ ভুল৷ তিনি তাঁর মেয়ের বিয়েতে যাচ্ছেন৷ মেয়ের পাত্র পছন্দেও তাঁর সম্পূর্ণ সায় রয়েছে৷