Tag Archives: Sonakshi Sinha

সলমনের এই নায়িকা ভিলেন হতে চান বাবার মতোই! সুপারহিট পরিচালকের হাত ধরে ফিরবে কি তাঁর ভাগ্য

২০১০ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় তারকার কন্যা। অভিনেত্রীর প্রথম ছবিই ছিল হিট। এখনও পর্যন্ত বলিউডে ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
২০১০ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় তারকার কন্যা। অভিনেত্রীর প্রথম ছবিই ছিল হিট। এখনও পর্যন্ত বলিউডে ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কে আন্দাজ করতে পারলেন?
অভিনেত্রী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কে আন্দাজ করতে পারলেন?
তিনি আর কেউ নন সোনাক্ষী সিনহা,তাঁকে সঞ্জয় লীলা বনশালীর 'হিরামান্ডি - দ্য ডায়মন্ড বাজার'-এ প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই  'হিরামান্ডি'র হাত ধরেই ওটিটি ডেবিউ করছেন সঞ্জয়।
তিনি আর কেউ নন সোনাক্ষী সিনহা,তাঁকে সঞ্জয় লীলা বনশালীর ‘হিরামান্ডি – দ্য ডায়মন্ড বাজার’-এ প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই ‘হিরামান্ডি’র হাত ধরেই ওটিটি ডেবিউ করছেন সঞ্জয়।
সোনাক্ষী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সলমন খানের নায়িকা হিসাবে। তারপর শাহিদ কাপুর থেকে রণবীর সিং-সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। তাই আর একবার নিজের ভাগ্য করতে সঞ্জয়ের হাত ধরেছেন নায়িকা।
সোনাক্ষী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সলমন খানের নায়িকা হিসাবে। তারপর শাহিদ কাপুর থেকে রণবীর সিং-সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। তাই আর একবার নিজের ভাগ্য করতে সঞ্জয়ের হাত ধরেছেন নায়িকা।
সোনাক্ষী বর্তমানে 'হিরামান্ডি - দ্য ডায়মন্ড বাজার'-এর জন্য শিরোনামে রয়েছেন। অভিনেত্রী তার সিরিজের প্রচারে ব্যস্ত। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান এবার তিনি তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সোনাক্ষী বর্তমানে ‘হিরামান্ডি – দ্য ডায়মন্ড বাজার’-এর জন্য শিরোনামে রয়েছেন। অভিনেত্রী তার সিরিজের প্রচারে ব্যস্ত। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান এবার তিনি তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সোনাক্ষী সিনহা প্রায় ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন।
সোনাক্ষী সিনহা প্রায় ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন।
সোনাক্ষী বলেন, "আমি শুধুমাত্র ভাল চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এবং আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ।"
সোনাক্ষী বলেন, “আমি শুধুমাত্র ভাল চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এবং আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ।”

Sonakshi Sinha: বিয়ের সিজনে কেমন সাজবেন? শিখিয়ে দিচ্ছেন সোনাক্ষী সিনহা, দেখুন

বিয়ের মরসুমে সাবেকি সাজের রমরমা। কেমন ভাবে সাজবেন? বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দিলেন টিপস।
বিয়ের মরসুমে সাবেকি সাজের রমরমা। কেমন ভাবে সাজবেন? বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দিলেন টিপস।
বেগুনি থ্রি পিস পোশাক ও হাল্কা মেক আপে নায়িকা।
বেগুনি থ্রি পিস পোশাক ও হাল্কা মেক আপে নায়িকা।
টু পিস ফ্লোয়িং গাউনে সেজেছেন সোনাক্ষী।
টু পিস ফ্লোয়িং গাউনে সেজেছেন সোনাক্ষী।
লাল টুকটুকে সালোয়ার কামিজ, বরাবর তাঁর প্রিয়।
লাল টুকটুকে সালোয়ার কামিজ, বরাবর তাঁর প্রিয়।
সবুজ সালোয়ার স্যুট ও গজরার সাজে সোনাক্ষী।
সবুজ সালোয়ার স্যুট ও গজরার সাজে সোনাক্ষী।
টু পিস হট পিঙ্ক জ্যাকেট ও প্যান্ট পরেছেন নায়িকা।
টু পিস হট পিঙ্ক জ্যাকেট ও প্যান্ট পরেছেন নায়িকা।
সাদা সালোয়ার কামিজে সোনালি সুতোর কাজ।
সাদা সালোয়ার কামিজে সোনালি সুতোর কাজ।
সাদা-কালো আনারকলিতে সেজেছেন সোনাক্ষী সিনহা।
সাদা-কালো আনারকলিতে সেজেছেন সোনাক্ষী সিনহা।

KIFF 2023: ‘আপনি খুবই মিষ্টি একজন মানুষ’, বাবা শত্রুঘ্নর সঙ্গে KIFF-এ এসে মমতাকে বললেন সোনাক্ষী

কলকাতা: শুরু হয়ে গেল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ কলকাতা শহর জুড়ে এখন শুধু সিনেমার মরশুম৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হল। প্রত্যেক বছর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকেন। এবছর টলি ও বলির চাঁদের হাট বলল নেতাজি ইন্ডোরে৷ সলমন খান, অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে প্রতি বছরেরম মতো চিরাচরিত প্রথা মেনে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন নি।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে শত্রুঘ্ন সিনহা বলেন, আমি এখান থেকে একটু দুরের লোক।পাটনার লোক আমি। আমি বাংলায় বলার চেষ্টা করছি। আমাকে সোনাক্ষী বলছে এখানে বেশি কিছু বলবে না।মাধবী মুখোপাধ্যায় এর সঙ্গে দেখা হল ওনাকে আমি খুব সম্মান করি। আমি মমতা দি-কে ধন্যবাদ জানাব এই ফিল্ম ফেস্টিভ্যাল-এর জন্য। অনেক জায়গাতেই এই ফেস্টিভ্যাল হয়। গোয়াতেও হয়,অনেক জায়গায় হয়। তবে ওই গুলো সময় কাটানোর জন্য হয়, আমলাদের জন্য হয়, বন্ধু-বান্ধবদের জন্য হয়,ফ্যামিলিদের খুশি করতে হয়। কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী মানুষরা থাকেন। এখান থেকে যতজন গেছেন সবাই খুব ভাল জায়গায় গেছেন। এখান থেকে অনেক রাজনীতিতে গেছেন যারা অভিনেতা।মমতা দি নিয়ে গেছেন। ভাল মানুষদের রাজনীতিতে আনা উচিত। যদি ভাল মানুষ না আসে তাহলে বাজে লোকদের শাসনে চলতে হবে।আজ যা অবস্থা চলছে তাতে আপনি চিন্তিত হবেন না। শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা বলেন,মমতা দি আপনাকে শুধু টিভিতেই দেখেছি। আমার মনে হয়েছে আপনি খুব কঠিন একজন মানুষ, কিন্তু আপনি খুবই মিষ্টি একজন মানুষ। কলকাতার সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানের মঞ্চে অন্যান্য তারকারাও নিজেদের বক্তব্য তুলে ধরেছেন৷

আরও পড়ুন-           সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

আরও পড়ুন-          বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

ফিল্ম ফেস্টিভ্যালের এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।

নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি। এবছর নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও নবীনা, স্টার, রাধা স্টুডিও, সাউথ সিটি আইনক্স, প্রাচী সিনেমা, বিজলি, মিনার,অশোকা, মেনকা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১, ২, অজন্তা, মেট্রো, মানি স্কোয়ার, নিউ এম্পায়ার কোয়েস্ট মল, নবীনা সিনেমা হলে পুরোপুরি বিনামূল্যে দেখতে পাওয়া যাবে৷ এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও এই বছর চলচ্চিত্র উৎসবে আরও বেশ কিছু চমক রয়েছে৷ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে।

29th KIFF 2023: বড় চমক! KIFF-এ চাঁদের হাট, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় সলমন-কমল-সোনাক্ষী

কলকাতাঃ প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য৷ আর মাত্র কয়েকদিন৷ তারপর থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷

আরও পড়ুনঃ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিরাট চমক! অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসছেন সলমন খান, কমল হাসন ও সোনাক্ষী সিন্‌হা। সূত্রের খবর, সুধীর মিশ্র, অনুরাগ বসু, মনোজ বাজপেয়ী এবং মণি রত্নমের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের দেখা যেতে পারে এবারের উৎসবে। সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছেন যে চলতি বছর স্পেন এবং অস্ট্রেলিয়া ফেস্টিভ্যালের ফোকাস কান্ট্রি। এই বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার প্রথম বাংলা প্যানারোমাকে প্রতিযোগিতামূলক বিভাগে অন্তর্ভুক্ত করেছে। যার পুরস্কার মূল্য ৭.৫ লাখ টাকা। প্রতিবছরের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। সূত্রের খবর অনুযায়ী, জানা যাচ্ছে, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আরও অনেক বেশি জাঁকজকম থাকছে৷

Bhuj Trailer Out: ৭১-এ ভারত-পাক যুদ্ধের পটভূমি, দেশাত্মবোধের জয়গানে অজয়-সঞ্জয়ের ‘ভূজ’-এর ট্রেলার দেখুন

#মুম্বই: মুক্তি পেল বহু প্রতীক্ষিত অজয় দেবগণ (Ajay Devgn) ও সঞ্জয় দত্তের (Sanjay Dutt) অভিনীত ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ (Bhuj: The Pride of India) ছবির ট্রেলার (Bhuj Trailer Out)। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবি দেশাত্মবোধের জয়গান গায়। আগামী স্বাধীনতা দিবসের আগে ১৩ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। প্রায় ৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারের পুরোটাই যুদ্ধ ও দেশপ্রেমের গল্প দিয়ে তৈরি। অজয় দেবগণকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার বিজয় কারনিকের চরিত্রে। তাঁর মুখে শোনা গিয়েছে গায়ে কাঁটা দেওয়া সব ডায়ালগ।

ভূজের ট্রেলারে বিশেষ করে দেশাত্মবোধকেই উস্কে দেওয়ার কাজ করা হয়েছে। অ্যাকশন ও শক্তিশালী সব ডায়ালগে ভরপুর ছবির ট্রেলার। যুদ্ধের সময়ে ভূজ বিমানবন্দরের দায়িত্বে ছিলেন আইএএফ স্কোয়াড্রন লিডার বিজয় কারনিক। সেই চরিত্রেই দেখা যাবে অজয় দেবগণকে। কী ভাবে পাকিস্তানি সেনার হামলার পর আইএএফ এয়ারবেসকে নতুন করে গড়ে তোলা হয়েছিল এবং কাজে লাগানো হয়েছিল মাধাপুর গ্রামের ৩০০ মহিলাকে, সেই কাহিনি দেখানো হয়েছে ছবিতে।

অজয় দেবগণের সঙ্গে এই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, অ্যামি ভিরক, নোরা ফতেহি ও শরদ কেলকরকে। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবির ট্রেলার মুক্তির কথা ঘোষণা করেছেন অজয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাহস যখন তোমার অস্ত্র, তখন প্রতি পদক্ষেপে জয় নিশ্চিত। ভারতের এক অজানা শক্তি-যুদ্ধের কথা দেখুন’। স্কোয়াড্রন লিডারের ভূমিকায় প্রথমবার পর্দায় অভিনয় করবেন অজয়।

নিজের চরিত্র নিয়ে অজয় জানিয়েছেন, ‘ভূজ সত্যিকারের চরিত্রদের উপর তৈরি সিনেমা। আমি স্কোয়াড্রন লিডারের ভূমিকায় কাজ করেছি। এটা খুবই বড় মাপের ছবি। ঠিক সময়ে ভারতীয় সেনা পৌঁছতে না পারার পর কী ভাবে পাক সেনাদের বিরুদ্ধে লড়াই চালানো হল, সেটিই দেখানো হয়েছে ছবিতে।’ আগামী ১৩ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।

হাতে লেগেছে মেহেন্দির রং! কানে ভারী দুল-দুধ সাদা পালাজো স্যুটে মোহময়ী সোনাক্ষী, বিয়ের জল্পনা…

*কানে কাঁধ পর্যন্ত লম্বা ভারী দুল। নাকে নথ। দুধ সাদা পালাজো স্যুট। ঠোঁটে হালকা পিঙ্ক ম্যাট লিপস্টিক। হাতে মোটা সোনার ব্যাঙ্গেল। সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। ছবি: ইনস্টাগ্রাম। 
*কানে কাঁধ পর্যন্ত লম্বা ভারী দুল। নাকে নথ। দুধ সাদা পালাজো স্যুট। ঠোঁটে হালকা পিঙ্ক ম্যাট লিপস্টিক। হাতে মোটা সোনার ব্যাঙ্গেল। সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। ছবি: ইনস্টাগ্রাম।
*অন্যান্য নায়িকাদের মতো সোনাক্ষীকে খুব বেশি সাজগোজ করে ক্যামেরার সামনে পোজ দিয়ে দেখা যায় না। বরং হালকা সাজে, একেবারে এলিগ্যান্ট লুকেই তিনি অনুরাগীদের মন জয় করেন। ছবি: ইনস্টাগ্রাম। 
*অন্যান্য নায়িকাদের মতো সোনাক্ষীকে খুব বেশি সাজগোজ করে ক্যামেরার সামনে পোজ দিয়ে দেখা যায় না। বরং হালকা সাজে, একেবারে এলিগ্যান্ট লুকেই তিনি অনুরাগীদের মন জয় করেন। ছবি: ইনস্টাগ্রাম।
*এ বারেও তার ব্যাতিক্রম হল না। বৃহস্পতিবার বলি নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম। 
*এ বারেও তার ব্যাতিক্রম হল না। বৃহস্পতিবার বলি নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম।
*এ দিন মেহেন্দি পার্টি লুকের এই ছবি দেখে অনুরাগীরা বলতে শুরু করেন, তবে কি বিয়েটা সোনাক্ষীর। কিন্তু না বিয়েটা সোনাক্ষীর নয়। বন্ধুর বিয়েতেই এই সাজে পৌঁছেছিলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম। 
*এ দিন মেহেন্দি পার্টি লুকের এই ছবি দেখে অনুরাগীরা বলতে শুরু করেন, তবে কি বিয়েটা সোনাক্ষীর। কিন্তু না বিয়েটা সোনাক্ষীর নয়। বন্ধুর বিয়েতেই এই সাজে পৌঁছেছিলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
*তবে এমনই যে কিছু হতে পারে, তা আগে থেকেই অনুমান করেছিলেন নায়িকা। তাই ক্যাপশনে তিনি লিখেছেন, "Shaadi vibes (just not mine ?)"। ছবিতে যে পোশাকে নায়িকাকে দেখা গিয়েছে, সেঁতা অঙ্কিতা ডোংরের ডিজাইন করা। ছবি: ইনস্টাগ্রাম।
*তবে এমনই যে কিছু হতে পারে, তা আগে থেকেই অনুমান করেছিলেন নায়িকা। তাই ক্যাপশনে তিনি লিখেছেন, “Shaadi vibes (just not mine ?)”। ছবিতে যে পোশাকে নায়িকাকে দেখা গিয়েছে, সেঁতা অঙ্কিতা ডোংরের ডিজাইন করা। ছবি: ইনস্টাগ্রাম।