*গঙ্গারামপুর: ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে গঙ্গারামপুরে। সকাল থেকেই কালো মেঘে ঢাকা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।

Weather IMD Update: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

প্রবল গরমে দক্ষিণে হাঁসফাঁস। কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা। পূর্বাভাস হাওয়া অফিসের। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে মিলছে না বৃষ্টির দেখা। মেঘলা আকাশে ঢাকা থাকলেও নেই ভারী বৃষ্টি। ‌ভ্যাপসা গরমে নাজেহাল পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দুপুরের পর বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে।