রাত পোহালেই শুক্রবার আষাঢ় মাসের পূর্ণিমা। এই মাসের শুক্লপক্ষের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় পূর্ণিমাকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করেন বিশ্বাসীরা।

Ashadha Purnima Rituals 2024: শুক্রবার আষাঢ় পূর্ণিমা! সন্ধ্যায় চন্দ্রদেবতাকে এই জিনিস নিবেদন করলে দূর হবে দাম্পত্য বিবাদ! সুখের হবে বিবাহিত জীবন

রাত পোহালেই শুক্রবার আষাঢ় মাসের পূর্ণিমা। এই মাসের শুক্লপক্ষের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় পূর্ণিমাকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করেন বিশ্বাসীরা।
রাত পোহালেই শুক্রবার আষাঢ় মাসের পূর্ণিমা। এই মাসের শুক্লপক্ষের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় পূর্ণিমাকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করেন বিশ্বাসীরা।

 

বিশেষ কিছু আচার আচরণ আছে যেগুলি পূর্ণিমা তিথিতে পালন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। জীবন ভরে ওঠে ধনসম্পদ, শ্রী ও সৌহার্দে। বলছেন বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
বিশেষ কিছু আচার আচরণ আছে যেগুলি পূর্ণিমা তিথিতে পালন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। জীবন ভরে ওঠে ধনসম্পদ, শ্রী ও সৌহার্দে। বলছেন বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।

 

পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবীলক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাঁদের আরাধনা করার পাশাপাশি অশ্বত্থগাছে জল, ফল এবং পুষ্পার্ঘ্য নিবেদন করুন। প্রদক্ষিণ করুন পবিত্র অশ্বত্থগাছকে।
পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবীলক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাঁদের আরাধনা করার পাশাপাশি অশ্বত্থগাছে জল, ফল এবং পুষ্পার্ঘ্য নিবেদন করুন। প্রদক্ষিণ করুন পবিত্র অশ্বত্থগাছকে।

 

দাম্পত্যে বিবাদ ও বিঘ্ন থাকলে স্বামী এবং স্ত্রী একসঙ্গে চন্দ্রদেবতাকে পরমান্ন বা পায়েস অথবা দুধ নিবেদন করতে পারেন। মনে করা হয় এর ফলে বিবাহিত জীবনের সমস্যা দূর হবে।
দাম্পত্যে বিবাদ ও বিঘ্ন থাকলে স্বামী এবং স্ত্রী একসঙ্গে চন্দ্রদেবতাকে পরমান্ন বা পায়েস অথবা দুধ নিবেদন করতে পারেন। মনে করা হয় এর ফলে বিবাহিত জীবনের সমস্যা দূর হবে।

 

পূর্ণিমা তিথিতে ইষ্টদেবতাকে পরমান্ন নিবেদন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বলে বিশ্বাস। পুণ্য অর্জনের লক্ষ্যে এই শুভ তিথিতে পায়েস খাওয়া বিধেয় বলে মনে করা হয়।
পূর্ণিমা তিথিতে ইষ্টদেবতাকে পরমান্ন নিবেদন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বলে বিশ্বাস। পুণ্য অর্জনের লক্ষ্যে এই শুভ তিথিতে পায়েস খাওয়া বিধেয় বলে মনে করা হয়।

 

আষাঢ় পূর্ণিমায় ভোরে পুণ্যনদীতে স্নান সেরে ক্ষুধার্ত ও দরিদ্রদের অন্নবস্ত্রদান করুন। তাহলে পুণ্যস‍ঞ্চয়ের পথ সুগম হবে।
আষাঢ় পূর্ণিমায় ভোরে পুণ্যনদীতে স্নান সেরে ক্ষুধার্ত ও দরিদ্রদের অন্নবস্ত্রদান করুন। তাহলে পুণ্যস‍ঞ্চয়ের পথ সুগম হবে।

 

পূর্ণিমা তিথিতে বাড়ির মূল প্রবেশদ্বারে মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করুন। তাহলে জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে জীবনে সদর্থক বার্তা আসবে।
পূর্ণিমা তিথিতে বাড়ির মূল প্রবেশদ্বারে মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করুন। তাহলে জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে জীবনে সদর্থক বার্তা আসবে।