ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে আকাশ দীপ

Cricketer Dengue: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার আকাশ দীপ

শিলিগুড়ি : ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিরাট সতীর্থ। ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার আকাশ দীপ। ভারতের হয়ে টেস্ট খেলা বাংলার ক্রিকেটার আকাশদীপ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আকাশদীপের জ্বর এবং দুর্বলতা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শিলিগুড়ি দলের আইকন হিসেবে খেলছিলেন আকাশ। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ খেলার জন্য শহরের বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে টিমের সঙ্গেই ছিলেন আকাশদীপ।

প্রচণ্ড গরমে ইডেনে বল করতে গিয়ে গত সপ্তাহেই অসুস্থ বোধ করেন আকাশ দীপ। আইসপ্যাক ব্যবহার করতে বাধ্য হন তিনি। তবে গরমে অসুস্থ হয়েও ভাল পারফরম্যান্স দেখান শিলিগুড়ি স্ট্রাইকার্সের খোলোয়াড়। ব্যাট হাতে ২০ বলে তিরিশ রান করেন তিনি৷ পরে ১৯ রানে তিনটি উইকেট নেন আকাশ। তাই অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কারও যায় তাঁরই হাতে।