দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে।

West Bengal Weather IMD: ঝেঁপে আসছে…, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, ভিজবে কলকাতাও? জানিয়ে দিল আলিপুর

 

অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর মেগা এন্ট্রি। আগামী ৭ দিন কী হতে চলেছে? আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল IMD!
অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর মেগা এন্ট্রি। আগামী ৭ দিন কী হতে চলেছে? আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল IMD!
প্রাকবর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। শুক্রবারও মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই আবহে কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? কী হতে চলেছে আগামী ৭ দিনে?
প্রাকবর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। শুক্রবারও মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই আবহে কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? কী হতে চলেছে আগামী ৭ দিনে?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ঘরে থাকতে পারে। তাই গরমজনিত অস্বস্তি জারি থাকবে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ঘরে থাকতে পারে। তাই গরমজনিত অস্বস্তি জারি থাকবে।
দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে শহর কলকাতা। শুক্রবার ও শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে শহর কলকাতা। শুক্রবার ও শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ কবে? হাওয়া অফিসের আপডেট অনুযায়ী এই সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ কবে? হাওয়া অফিসের আপডেট অনুযায়ী এই সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকছে।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকছে।
উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
উত্তরে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতি বৃষ্টিতে দুর্ভোগ চরমে পৌঁছনোর আশঙ্কা আবহাওয়াবিদদের।
উত্তরে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতি বৃষ্টিতে দুর্ভোগ চরমে পৌঁছনোর আশঙ্কা আবহাওয়াবিদদের।
শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম ভুটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। যার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ভয়।
শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম ভুটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। যার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ভয়।
কলকাতায় কয়েক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি থাকলেও এখনই ভারী বৃষ্টি নয়। আলিপুরের পূর্বাভাস মতোই রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
কলকাতায় কয়েক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি থাকলেও এখনই ভারী বৃষ্টি নয়। আলিপুরের পূর্বাভাস মতোই রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
আজ, শুক্রবারও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আজ, শুক্রবারও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ৫.৪ মিলিমিটার।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ৫.৪ মিলিমিটার।
পূর্বাভাস অনুযায়ী ২১ জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী ২১ জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
\সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায়। দক্ষিণের সব জেলাতেই তাই জারি থাকবে হলুদ সতর্কতা।
সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায়। দক্ষিণের সব জেলাতেই তাই জারি থাকবে হলুদ সতর্কতা।
এরপর ২৩ জুন ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
এরপর ২৩ জুন ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
এরপর ২৪ থেকে ২৭ জুন ঝড়বৃষ্টির জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
এরপর ২৪ থেকে ২৭ জুন ঝড়বৃষ্টির জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
এদিকে উত্তরেও সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে ২৭ তারিখ পর্যন্ত। ২১ থেকে ২৫ জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে ওপরের এই পাঁচ জেলায়।
এদিকে উত্তরেও সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে ২৭ তারিখ পর্যন্ত। ২১ থেকে ২৫ জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে ওপরের এই পাঁচ জেলায়।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ২১ এবং ২২ জুন জারি থাকবে ঝড়ের হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামী দু'দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ২১ এবং ২২ জুন জারি থাকবে ঝড়ের হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।