ফেলে দেওয়া ব্লেডের টুকরো জুড়েই আঁকা হল ছবি!

ফেলে দেওয়া ব্লেডের টুকরো জুড়েই আঁকা হল ছবি!

ফেলে দেওয়া ব্লেডের টুকরো জুড়েই আঁকা হল ছবি। সেই ছবি এঁকেই ইতিহাস গড়ল কাকদ্বীপের যুবক। ওই যুবকের নাম সায়ন মিদ্যা(২৫)। ইতিমধ্যে ভাঙা ব্লেডের টুকরো দিয়ে আঁকা তাঁর এই শিল্পকলা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছে। সায়নের ছবি আঁকার বিষয় ছিল নারীশক্তি। কাকদ্বীপের গণেশ নগরের বাসিন্দা সায়ন ছোট থেকে ছবি আঁকতে ভালবাসত।

আগেও পড়ে থাকা কাগজ জুড়ে, অন্যান্য ফেলে দেওয়া সামগ্রী দিয়ে ছবি এঁকেছিল সে। বরাবরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন।এবার সায়নের সৃষ্টি, ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তির ছবি আঁকা। এটা আঁকতে মোট ৭০ টি ব্লেড ব্যবহার করা হয়েছিল। কোনও রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘণ্টায় এই ছবি এঁকেছে সায়ন।