Cholesterol

Reduce Cholesterol: লাগামছাড়া কোলেস্টেরল? সকালে খালিপেটে ছাতুর সঙ্গে এই জিনিসটি মিশিয়ে খান, কোলেস্টেরল কমবে দ্রুত

কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা সেল মেমব্রেনে পাওয়া যায় এবং যা রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান । কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে সর্বনাশ! বাড়ে হৃদরোগ এবং রক্ত সংবহণ জাতীয় অসুখের ঝুঁকি! হার্ট অ্যাটাক, স্ট্রোক-এর আশঙ্কাও বহুগুণ বৃদ্ধি পায়। কাজেই সাবধান হন!
কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা সেল মেমব্রেনে পাওয়া যায় এবং যা রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান । কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে সর্বনাশ! বাড়ে হৃদরোগ এবং রক্ত সংবহণ জাতীয় অসুখের ঝুঁকি! হার্ট অ্যাটাক, স্ট্রোক-এর আশঙ্কাও বহুগুণ বৃদ্ধি পায়। কাজেই সাবধান হন!
ইদানীংকালে ঘরে-ঘরে দেখা মিলছে কোলেস্টেরলের রোগীর। এর অন্যতম কারণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এক্সারসাইজের অভাব, কম ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া। কাজেই কোলেস্টেরলকে বাগে আনতে জীবনযাপন নিয়ন্ত্রণ করতে হবে, খেতে হবে ফাইবার-সমৃদ্ধ খাবার।
ইদানীংকালে ঘরে-ঘরে দেখা মিলছে কোলেস্টেরলের রোগীর। এর অন্যতম কারণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এক্সারসাইজের অভাব, কম ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া। কাজেই কোলেস্টেরলকে বাগে আনতে জীবনযাপন নিয়ন্ত্রণ করতে হবে, খেতে হবে ফাইবার-সমৃদ্ধ খাবার।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, চিয়া বীজ কোলেস্টেরল কমায় এবং যখন চিয়া বীজ ছাতুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয়, তখন ফল মেলে দ্বিগুন। কাজেই, কোলেস্টেরল কমাতে ছাতু আর চিয়া সিড-এর পানীয় অত্যন্ত কার্যকরি।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, চিয়া বীজ কোলেস্টেরল কমায় এবং যখন চিয়া বীজ ছাতুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয়, তখন ফল মেলে দ্বিগুন। কাজেই, কোলেস্টেরল কমাতে ছাতু আর চিয়া সিড-এর পানীয় অত্যন্ত কার্যকরি।
কীভাবে বানাবেন এই পানীয়? রাতে এক গ্লাস জলে কিছু চিয়া সিড ভিজিয়ে রাখুন। সকালে এই জলে ১ চামচ ছাতু, সামান্য বিট নুন আর একটা পাতিলেবুর রস মেশান। রোজ সকালে খালিপেটে এই পানীয় খেলে কোলেস্টেরল কমবে কিছুদিনের মধ্যেই।
কীভাবে বানাবেন এই পানীয়? রাতে এক গ্লাস জলে কিছু চিয়া সিড ভিজিয়ে রাখুন। সকালে এই জলে ১ চামচ ছাতু, সামান্য বিট নুন আর একটা পাতিলেবুর রস মেশান। রোজ সকালে খালিপেটে এই পানীয় খেলে কোলেস্টেরল কমবে কিছুদিনের মধ্যেই।
ছাতু আর চিয়া সিড-এর পানীয় শুধুই রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় না, মেটাবলিজম-এর হার-ও বাড়িয়ে তোলে। কাজেই, শরীরে চর্বি বা ফ্যাটের দ্রুত পরিপাক হয় এবং তা শরীরে জমা হতে পারে না।

ছাতু আর চিয়া সিড-এর পানীয় শুধুই রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় না, মেটাবলিজম-এর হার-ও বাড়িয়ে তোলে। কাজেই, শরীরে চর্বি বা ফ্যাটের দ্রুত পরিপাক হয় এবং তা শরীরে জমা হতে পারে না।
ছাতু ও চিয়া সিড-এর মিশ্রণ রক্তনালি পরিষ্কার করে। ছাতুর ফাইবার ও চিয়া সিড-এর জেলির মত পদার্থ রক্তনালি পরিষ্করা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ফলে রক্তচাপ বড়ে না এবং হার্টের অসুখের ঝুঁকি কমে।
ছাতু ও চিয়া সিড-এর মিশ্রণ রক্তনালি পরিষ্কার করে। ছাতুর ফাইবার ও চিয়া সিড-এর জেলির মত পদার্থ রক্তনালি পরিষ্করা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ফলে রক্তচাপ বড়ে না এবং হার্টের অসুখের ঝুঁকি কমে।