আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল কা ক্যয়া কসুর’ ছবিতে দিব্যা ভারতীর বিপরীতে ডেবিউ করেছিলেন পৃথ্বী। আর প্রথম ছবিতেই তারকা তকমা লাভ করেন ওই অভিনেতা। এমনকী দিব্যার সঙ্গে তাঁর জুটিও ভক্তদের বেশ পছন্দ হয়েছিল। কেরিয়ারের প্রথম ছবিই হিট, অথচ একটা ভুলের জন্যই একেবারে নীচের দিকে নামতে শুরু করেছিল তাঁর কেরিয়ার গ্রাফ।

প্রথম ছবিতেই রাজেশ খান্নার মতো স্টারডম, কিন্তু তারপরেই কোথায় হারিয়ে গেলেন দিব্যা ভারতীর নায়ক? এখন কেমন আছেন তিনি?

আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল কা ক্যয়া কসুর’ ছবিতে দিব্যা ভারতীর বিপরীতে ডেবিউ করেছিলেন পৃথ্বী। আর প্রথম ছবিতেই তারকা তকমা লাভ করেন ওই অভিনেতা। এমনকী দিব্যার সঙ্গে তাঁর জুটিও ভক্তদের বেশ পছন্দ হয়েছিল। কেরিয়ারের প্রথম ছবিই হিট, অথচ একটা ভুলের জন্যই একেবারে নীচের দিকে নামতে শুরু করেছিল তাঁর কেরিয়ার গ্রাফ।
আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল কা ক্যয়া কসুর’ ছবিতে দিব্যা ভারতীর বিপরীতে ডেবিউ করেছিলেন পৃথ্বী। আর প্রথম ছবিতেই তারকা তকমা লাভ করেন ওই অভিনেতা। এমনকী দিব্যার সঙ্গে তাঁর জুটিও ভক্তদের বেশ পছন্দ হয়েছিল। কেরিয়ারের প্রথম ছবিই হিট, অথচ একটা ভুলের জন্যই একেবারে নীচের দিকে নামতে শুরু করেছিল তাঁর কেরিয়ার গ্রাফ।
প্রথম ছবিতেই দিব্যা-পৃথ্বীর জুটি ভক্তদের মন কেড়ে নিয়েছিল। এমনকী পৃথ্বীর ভক্তসংখ্যাও যেন বেড়ে গিয়েছিল। ফলে রাতারাতি হয়ে ওঠা তারকার কাছে বড় বড় প্রযোজক এবং পরিচালকদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অফার। পৃথ্বীর হাতে এসেছিল ‘ডর’, ‘দিওয়ানা’-র মতো ছবির অফার। কিন্তু সুপারস্টার হওয়া বোধহয় অভিনেতার ভাগ্যে ছিল না। বিগত প্রায় ১৬ বছর ধরে রুপোলি দুনিয়ার সঙ্গে কোনও যোগই নেই তাঁর। এমনকী কেউ এখন দেখলে তাঁকে চিনতেও পারবেন না।
প্রথম ছবিতেই দিব্যা-পৃথ্বীর জুটি ভক্তদের মন কেড়ে নিয়েছিল। এমনকী পৃথ্বীর ভক্তসংখ্যাও যেন বেড়ে গিয়েছিল। ফলে রাতারাতি হয়ে ওঠা তারকার কাছে বড় বড় প্রযোজক এবং পরিচালকদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অফার। পৃথ্বীর হাতে এসেছিল ‘ডর’, ‘দিওয়ানা’-র মতো ছবির অফার। কিন্তু সুপারস্টার হওয়া বোধহয় অভিনেতার ভাগ্যে ছিল না। বিগত প্রায় ১৬ বছর ধরে রুপোলি দুনিয়ার সঙ্গে কোনও যোগই নেই তাঁর। এমনকী কেউ এখন দেখলে তাঁকে চিনতেও পারবেন না।
প্রথম ছবিতেই দিব্যা-পৃথ্বীর জুটি ভক্তদের মন কেড়ে নিয়েছিল। এমনকী পৃথ্বীর ভক্তসংখ্যাও যেন বেড়ে গিয়েছিল। ফলে রাতারাতি হয়ে ওঠা তারকার কাছে বড় বড় প্রযোজক এবং পরিচালকদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অফার। পৃথ্বীর হাতে এসেছিল ‘ডর’, ‘দিওয়ানা’-র মতো ছবির অফার। কিন্তু সুপারস্টার হওয়া বোধহয় অভিনেতার ভাগ্যে ছিল না। বিগত প্রায় ১৬ বছর ধরে রুপোলি দুনিয়ার সঙ্গে কোনও যোগই নেই তাঁর। এমনকী কেউ এখন দেখলে তাঁকে চিনতেও পারবেন না।
প্রথম ছবিতেই দিব্যা-পৃথ্বীর জুটি ভক্তদের মন কেড়ে নিয়েছিল। এমনকী পৃথ্বীর ভক্তসংখ্যাও যেন বেড়ে গিয়েছিল। ফলে রাতারাতি হয়ে ওঠা তারকার কাছে বড় বড় প্রযোজক এবং পরিচালকদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অফার। পৃথ্বীর হাতে এসেছিল ‘ডর’, ‘দিওয়ানা’-র মতো ছবির অফার। কিন্তু সুপারস্টার হওয়া বোধহয় অভিনেতার ভাগ্যে ছিল না। বিগত প্রায় ১৬ বছর ধরে রুপোলি দুনিয়ার সঙ্গে কোনও যোগই নেই তাঁর। এমনকী কেউ এখন দেখলে তাঁকে চিনতেও পারবেন না।
আসলে অভিনেতার কেরিয়ারের পতনের পিছনে রয়েছে একটি চুক্তি। প্রথম ছবির পর বহু ছবির অফার হাতে এলেও তিনি এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাঁর কেরিয়ার এক লহমায় প্রায় শেষ করে দিয়েছিল। ‘ঝক্কাস বলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়টাই প্রকাশ্যে এনেছেন পৃথ্বী।
আসলে অভিনেতার কেরিয়ারের পতনের পিছনে রয়েছে একটি চুক্তি। প্রথম ছবির পর বহু ছবির অফার হাতে এলেও তিনি এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাঁর কেরিয়ার এক লহমায় প্রায় শেষ করে দিয়েছিল। ‘ঝক্কাস বলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়টাই প্রকাশ্যে এনেছেন পৃথ্বী।
তিনি জানিয়েছেন, ওই চুক্তির কারণে বেশ বড় কিছু ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। কেরিয়ারে রীতিমতো ভরাডুবির পরে দীর্ঘ দিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন পৃথ্বী। যদিও বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সময়ে সময়ে ভক্তদের নানা আপডেট দিয়ে থাকেন। ২০০৮ সালে শেষ বারের মতো তাঁকে দেখা গিয়েছিল ‘জিম্মি’ ছবিতে।

তিনি জানিয়েছেন, ওই চুক্তির কারণে বেশ বড় কিছু ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। কেরিয়ারে রীতিমতো ভরাডুবির পরে দীর্ঘ দিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন পৃথ্বী। যদিও বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সময়ে সময়ে ভক্তদের নানা আপডেট দিয়ে থাকেন। ২০০৮ সালে শেষ বারের মতো তাঁকে দেখা গিয়েছিল ‘জিম্মি’ ছবিতে।
এরপর আর কোথাও তাঁকে দেখা যায়নি। ‘দিল কা ক্যায়া কসুর’ ছবির পর থেকে আর মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি পৃথ্বী। বেশিরভাগ ছবিতে পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে।এদিকে দিব্যা ভারতীর নায়কের লুকও বেশ বদলে গিয়েছে। তাঁকে চেনাই যাবে না। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিজের ছবি শেয়ার করতে থাকেন। তবে সেই ছবি দেখে তাঁকে চিনতে ভক্তদের বেশ অসুবিধাই হবে।
এরপর আর কোথাও তাঁকে দেখা যায়নি। ‘দিল কা ক্যায়া কসুর’ ছবির পর থেকে আর মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি পৃথ্বী। বেশিরভাগ ছবিতে পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে।
এদিকে দিব্যা ভারতীর নায়কের লুকও বেশ বদলে গিয়েছে। তাঁকে চেনাই যাবে না। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিজের ছবি শেয়ার করতে থাকেন। তবে সেই ছবি দেখে তাঁকে চিনতে ভক্তদের বেশ অসুবিধাই হবে।