Copa America 2024: এ কোন ব্রাজিল? কোপায় কোস্টারিকার বিরুদ্ধে ছন্দহীন সাম্বা, হতাশায় ডুবে নেইমার

কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় লেগে গিয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে। ব্রাজিল ফ্যানেরা অপেক্ষায় ছিল কোস্টিরিকা বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে ‘চিরশত্রু’ ফ্যানেদের জবাব দিতে। কিন্তু সে আশা আর পূরণ হল না। দুর্বল কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে কোপা যাত্রা শুরু কর সেলেকাওরা।

এমনিতেই দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খুব একটা ভালো জায়গায় নেই ব্রাজিল। কোপা আমেরিকা থেকে দল ঘুড়ে দাঁড়াবে বলে আশায় ছিল ফ্যানেরা। তবে এই ব্রাজিল দলের যে জেতার কোনও খিদে নেই তা বলে আগেই বিদ্রুপ করেছেন রোনাল্ডিনহো। কিন্তু ব্রাজিল কিংবদন্তীর কথা অন্তত প্রথম ম্যাচে মিলে গেল। ব্রাজিলের সেই দৃষ্টিনন্দন ফুটবল উধাও ছিল কোস্টারিকার বিরুদ্ধে।

ম্যাচের শুরু থেকে বল পজিশন ধরে রাখলেও সেভাবে আক্রমণ দানা বাঁধছিল না ভিনিসিয়াস জুনিয়র,রাফিনা, পাকুয়েতা, রড্রিগোদের আক্রমণ। প্রত্যাশিতভাবেই বড় দসের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল খেলে কোস্টারিকা। কিন্তু গোটা ম্যাচ জুড়ে কোস্টারিকার রক্ষণ ভাঙতে পারবে না ব্রাজিল তা ভাবেননি অনেকেই। এমনকী ব্রাজিলের নতুন কোচ ডোরিভাল জুনিয়রের রণনীতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুনঃ Euro 2024: জাক্কানির শেষ মুহূর্তের গোলে থামল লুকা মদ্রিচের সফর! চোখের জলে মাঠ ছাড়লেন কিংবদন্তী

ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের মুখ কোনওমতেই খুলতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ০-০ ড্র করে প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ৫ বারের বিশ্বজয়ীদের। এদিন দলের এমন ছন্নছাড়া ফুটবল মাঠে বসে দেখেন নেইমার জুনিয়র। তার অভিব্যক্তি বলে দিচ্ছিল কতটা হতাশ তিনি এমন খেলা দেখে। ফ্যানেদের মন্তব্য একটাই-‘এ কোন ব্রাজিল’? ২৯ জুন ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে।