নায়িকা বিপদে। নায়ক প্রাণ বাঁচালেন। তারপর প্রেম হল জুটির। এমনই গল্প দেখতে অভ্যস্ত ছিলেন ৯০-এর দশকের দর্শকেরা। সিনেমার গল্পের সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটিয়েছিলেন ৯০ দশকেরই এক নায়ক এবং এক নায়িকা। এটি বাস্তবের কাহিনি।

Bollywood Actress: আর একটু হলেই সব শেষ… জলে ঝাঁপ দিয়ে নায়ককে বাঁচান বলি নায়িকা, চেনেন কি এই অভিনেত্রীকে!

নায়িকা বিপদে। নায়ক প্রাণ বাঁচালেন। তারপর প্রেম হল জুটির। এমনই গল্প দেখতে অভ্যস্ত ছিলেন ৯০-এর দশকের দর্শকেরা। সিনেমার গল্পের সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটিয়েছিলেন ৯০ দশকেরই এক নায়ক এবং এক নায়িকা। এটি বাস্তবের কাহিনি।
নায়িকা বিপদে। নায়ক প্রাণ বাঁচালেন। তারপর প্রেম হল জুটির। এমনই গল্প দেখতে অভ্যস্ত ছিলেন ৯০-এর দশকের দর্শকেরা। সিনেমার গল্পের সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটিয়েছিলেন ৯০ দশকেরই এক নায়ক এবং এক নায়িকা। এটি বাস্তবের কাহিনি।
১৯৯১ সালে একটি ছবির শ্যুটিংয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। ছবির নায়ক জলে ডুবে যাচ্ছিলেন। শ্যুটিং সেটেই এই ঘটনাটি ঘটে। আর নায়িকা নিজের প্রাণের পরোয়া না করে জলে নেমে নায়কের প্রাণ বাঁচান।
১৯৯১ সালে একটি ছবির শ্যুটিংয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। ছবির নায়ক জলে ডুবে যাচ্ছিলেন। শ্যুটিং সেটেই এই ঘটনাটি ঘটে। আর নায়িকা নিজের প্রাণের পরোয়া না করে জলে নেমে নায়কের প্রাণ বাঁচান।
অভিনেত্রীর নাম, করিশ্মা কাপুর। নায়কের নাম, হরিশ কুমার। ১৯৯১ সালের সেই ছবির নাম, ‘প্রেম কয়দি’। বলিউড নায়িকার জন্মদিনে ফিরে দেখা যাক সেই ঘটনার দিকে। ৯০-এর দশকে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
অভিনেত্রীর নাম, করিশ্মা কাপুর। নায়কের নাম, হরিশ কুমার। ১৯৯১ সালের সেই ছবির নাম, ‘প্রেম কয়দি’। বলিউড নায়িকার জন্মদিনে ফিরে দেখা যাক সেই ঘটনার দিকে। ৯০-এর দশকে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
‘প্রেম কয়দি’র সময় করিশ্মার বয়স ছিল মাত্র ১৭ বছর। খুব তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে পরিবারের জন্য অভিনয়ে নামতে হয় তাঁকে। এটিই তাঁর ডেবিউ কাজ। সেখানেই ওই ঘটনাটি ঘটে।
‘প্রেম কয়দি’র সময় করিশ্মার বয়স ছিল মাত্র ১৭ বছর। খুব তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে পরিবারের জন্য অভিনয়ে নামতে হয় তাঁকে। এটিই তাঁর ডেবিউ কাজ। সেখানেই ওই ঘটনাটি ঘটে।
হরিশ কুমার এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পুলে নেমে দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। সিনেমার গল্পে ছিল, করিশ্মা জলে পড়ে গেলে আমি তাঁকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ছি।’’
হরিশ কুমার এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পুলে নেমে দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। সিনেমার গল্পে ছিল, করিশ্মা জলে পড়ে গেলে আমি তাঁকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ছি।’’
‘‘এদিকে শ্যুিটংয়ে বাস্তবে যেটা ঘটেছিল, সেটা সম্পূর্ণ উল্টো। পুলে নামার সঙ্গে সঙ্গেই আমি ডুবে যাচ্ছিলাম। তখন করিশ্মা আমায় বাঁচায়।’’
‘‘এদিকে শ্যুিটংয়ে বাস্তবে যেটা ঘটেছিল, সেটা সম্পূর্ণ উল্টো। পুলে নামার সঙ্গে সঙ্গেই আমি ডুবে যাচ্ছিলাম। তখন করিশ্মা আমায় বাঁচায়।’’
‘‘অনেকে ভাবছিল আমি বোধহয় মজা করছি। কিন্তু করিশ্মা বুঝতে পারে যে আমি সত্যি সত্যিই ডুবে যাচ্ছিলাম, কারণ সাঁতার জানতাম না। আক্ষরিক অর্থেই আমি তাঁর জামাকাপড় ধরে নিজেকে বাঁচাই।’’
‘‘অনেকে ভাবছিল আমি বোধহয় মজা করছি। কিন্তু করিশ্মা বুঝতে পারে যে আমি সত্যি সত্যিই ডুবে যাচ্ছিলাম, কারণ সাঁতার জানতাম না। আক্ষরিক অর্থেই আমি তাঁর জামাকাপড় ধরে নিজেকে বাঁচাই।’’
করিশ্মা কাপুর ৯০-এর দশকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় ছিলেন। অভিনেতা গোবিন্দার সঙ্গে তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল ছবিটি উপহার দিয়েছেন। দু’জনের জুটি হিট হয় খুবই। কিন্তু প্রথম ছবিটি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন করিশ্মা।
করিশ্মা কাপুর ৯০-এর দশকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় ছিলেন। অভিনেতা গোবিন্দার সঙ্গে তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল ছবিটি উপহার দিয়েছেন। দু’জনের জুটি হিট হয় খুবই। কিন্তু প্রথম ছবিটি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন করিশ্মা।
১৯৯২ সালে গোবিন্দার ছবি ‘শোলা অর শবনম’ মুক্তি পায়। যেটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। নির্মাতারা এই সিনেমার জন্য করিশ্মাকে চেয়েছিলেন। কিন্তু ছবিটি প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। তবে করিশ্মা প্রত্যাখ্যান করার পর দিব্যা ভারতী ছবিটি পেয়েছিলেন।
১৯৯২ সালে গোবিন্দার ছবি ‘শোলা অর শবনম’ মুক্তি পায়। যেটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। নির্মাতারা এই সিনেমার জন্য করিশ্মাকে চেয়েছিলেন। কিন্তু ছবিটি প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। তবে করিশ্মা প্রত্যাখ্যান করার পর দিব্যা ভারতী ছবিটি পেয়েছিলেন।
৯০-এর দশকে করিশ্মার একটি ছবি সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় শীর্ষ স্থান নিয়েছিল। ১৯৯৬ সালে প্রেমের ছবি ‘রাজা হিন্দুস্তানি’ মুক্তি পায়। যেখানে তিনি আমির খানের সঙ্গে কাজ করেছিলেন। এই দু’জনের জুটি সিলভার স্ক্রিনে দারুণ সাড়া ফেলেছিল।
৯০-এর দশকে করিশ্মার একটি ছবি সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় শীর্ষ স্থান নিয়েছিল। ১৯৯৬ সালে প্রেমের ছবি ‘রাজা হিন্দুস্তানি’ মুক্তি পায়। যেখানে তিনি আমির খানের সঙ্গে কাজ করেছিলেন। এই দু’জনের জুটি সিলভার স্ক্রিনে দারুণ সাড়া ফেলেছিল।