Loksabha Speaker Election: জরুরি অবস্থার পরে প্রথমবার স্পিকার নির্বাচন! বিজেপি’র ওম বিড়লা না কংগ্রেসের কে সুরেশ? কে হচ্ছেন লোকসভার স্পিকার

নয়াদিল্লি: জরুরি অবস্থার পরে প্রথমবার৷ আজ, ২৬ জুন, বুধবার দেশে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে লোকসভার স্পিকার পদে নির্বাচন৷ গত সোমবার থেকেই শুরু হয়েছে ১৮ তম সংসদ অধিবেশন৷ নির্বাচনে বিজেপির তরফে লোকসভার স্পিকার পদের পদপ্রার্থী ওম বিড়লা এবং কংগ্রেসের কে সুরেশ৷ এতদিন পর্যন্ত, শাসক এবং বিরোধীরা ঐকমত্য হয়েই স্পিকার পদের নির্বাচন করত৷ কিন্তু, এবার প্রোটেম স্পিকার নিয়োগ নিয়ে এক তরফা জলঘোলা হওয়ার পরে লোকসভার স্পিকার পদে মনোনয় দাখিল করতে দেখা গিয়েছে বিরোধীদের৷

বিরোধী জোট ইন্ডিয়ার তরফে ডেপুটি স্পিকারের পদ দাবি করা হয়েছিল৷ বিরোধীদের তরফে জানানো হয়েছিল, তাঁরা স্পিকার পদে ওম বিড়লাকে সর্বসম্মত ভাবে সমর্থন করতে রাজি৷ কিন্তু, তাঁদের শর্ত একটাই৷ ডেপুটি স্পিকারের পদে থাকবেন ইন্ডিয়া ব্লকের কোনও ব্যক্তি৷ প্রথা অনুযায়ী, যদি শাসকদল স্পিকার পদে কোনও ব্যক্তিকে নির্বাচন করে, তাহলে বিরোধীদের ডেপুটি স্পিকার নির্বাচনের অধিকার দেওয়া হয়ে থাকে৷

কিন্তু এ বিষয়ে শাসকদলের তরফে কোনও উপযুক্ত প্রত্যুত্তর তাঁরা পাননি৷ কিন্তু, ডেপুটি স্পিকারের পদ ছাড়তে নারাজ বিরোধী শিবির৷ তারপরেই গত মঙ্গলবার লোকসভার স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁরা কে সুরেশ মনোনয়ন দাখিল করান৷

আরও পড়ুন: লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি, সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের বৈঠকে

বাষট্টি বছর বয়সি আট বারের কংগ্রেস সাংসদ কোডিকুন্নিল সুরেশ লোকসভার প্রবীণতম সদস্য৷ বর্তমানে তিনি কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার কংগ্রেস সংসদীয় পার্টির চিফ হুইপ৷ এবারের লোকসভা নির্বাচনে কেরলের মাভেলিকারা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি৷

প্রথমবার কে সুরেশ সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন ১৯৮৯ সালে৷ তারপর, ১৯৯১, ১৯৯৬, এবং ১৯৯৯ সালেও আদুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি৷

আরও পড়ুন: তৃণমূল সুপ্রিমো মমতাকে ফোন রাহুল গান্ধির, স্পিকার নির্বাচন প্রসঙ্গে ক্ষোভ প্রশমনের চেষ্টা?

এবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জয়ী হয়েছে মোট ২৩৩টি আসনে৷ অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে৷ এর মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন, টিডিপি ১৬টি, জেডিইউ ১২টি৷